কোনটি জাতি বিশেষ্য?
A
পদ্মা
B
ফুল
C
হিমালয়
D
গীতাঞ্জলি
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে জাতি-বিশেষ্য হলো এমন বিশেষ্য যা কোনো নির্দিষ্ট নামকে নির্দেশ না করে, প্রাণী বা অপ্রাণীর সাধারণ নাম বোঝায়। এটি সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত।
-
জাতি-বিশেষ্যের উদাহরণ:
-
মানুষ, গরু, ছাগল
-
ফুল, ফল
-
নদী, সাগর, পর্বত
-
-
নাম-বিশেষ্যের উদাহরণ (নির্দিষ্ট নাম):
-
পদ্মা, হিমালয়, গীতাঞ্জলি
-
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 1 month ago
A
আমি সাক্ষী দিব না।
B
একটা গোপনীয় কথা বলি।
C
এ কথা প্রমাণ হয়েছে।
D
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: আমি সাক্ষী দিব না।
শুদ্ধ: আমি সাক্ষ্য দিব না। -
অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে। -
অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
0
Updated: 1 month ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 2 months ago
A
মা
B
মেয়ে
C
ছাত্রী
D
সতীন
নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে। যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। নিত্য পুরুষবাচাক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে। যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
0
Updated: 2 months ago
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়?
Created: 2 months ago
A
বাংলা ভাষায়
B
অবস্থানকারী দেশের ভাষায়
C
প্রেরকের নিজের ভাষায়
D
ইংরেজি ভাষায়
প্রবাসী বন্ধুকে চিঠি লেখার সময় কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। তার মধ্যে ইংরেজী - ভাষায় ঠিকানা লেখা একটি। ইংরেজি তে ঠিকানা লিখলে এটি প্রবাসী কারো কাছে লেখা এটা বুঝতে সুবিধা হয়।
0
Updated: 2 months ago