'আলো ও ছায়া' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A
কামিনী রায়
B
কায়কোবাদ
C
প্রেমেন্দ্র মিত্র
D
বুদ্ধদেব বসু
উত্তরের বিবরণ
‘আলো ও ছায়া’ হলো কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৮৮৯ সালে।
কামিনী রায়:
-
জন্ম: ১৮৬৪ সালের ১২ অক্টোবর, বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে।
-
পিতা: চণ্ডীচরণ সেন, একজন ঐতিহাসিক উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
-
কবিতা লেখা শুরু: মাত্র আট বছর বয়স থেকে।
কামিনী রায়ের অন্যান্য কাব্যগ্রন্থ:
-
আলো ও ছায়া
-
নির্মাল্য
-
পৌরাণিক
-
গুঞ্জন
-
মাল্য ও নির্মাল্য ইত্যাদি
উৎস:

0
Updated: 23 hours ago
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 4 days ago
A
পাবক
B
অনিল
C
বহ্নি
D
বৈশ্বানর
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ হলো আগুন, পাবক, বৈশ্বানর, সর্বশুচি, হুতাশন, বহ্নি, অনল প্রভৃতি। তবে অনিল এর অর্থ বাতাস, তাই এটি 'অগ্নি'র সমার্থক নয়।
অন্যদিকে, 'বাতাস' শব্দের সমার্থক শব্দ হলো বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
উৎস:

0
Updated: 4 days ago
‘লঙ্কাবাটা” এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
Created: 3 weeks ago
A
লঙ্কা ও বাটা
B
যা লঙ্কা তাই, বাটা
C
লঙ্কার বাটা
D
বাটা যে লঙ্কা
লঙ্কাবাটা = বাটা যে লঙ্কা। কর্মধারয় সমাস।

0
Updated: 3 weeks ago
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 5 days ago
A
সায়র
B
নীরদ
C
পয়োধি
D
জলধি
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
অন্যদিকে,
-------------
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।
উৎস:

0
Updated: 5 days ago