'আলো ও ছায়া' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A
কামিনী রায়
B
কায়কোবাদ
C
প্রেমেন্দ্র মিত্র
D
বুদ্ধদেব বসু
উত্তরের বিবরণ
‘আলো ও ছায়া’ হলো কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৮৮৯ সালে।
কামিনী রায়:
-
জন্ম: ১৮৬৪ সালের ১২ অক্টোবর, বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে।
-
পিতা: চণ্ডীচরণ সেন, একজন ঐতিহাসিক উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
-
কবিতা লেখা শুরু: মাত্র আট বছর বয়স থেকে।
কামিনী রায়ের অন্যান্য কাব্যগ্রন্থ:
-
আলো ও ছায়া
-
নির্মাল্য
-
পৌরাণিক
-
গুঞ্জন
-
মাল্য ও নির্মাল্য ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ?
Created: 2 months ago
A
শৈব
B
সৌর
C
দৈব
D
চৈত্র
উপাসক অর্থে: শিব + ষ্ণ = শৈব। সম্পর্ক বোঝাতে: দেব + ষ্ণ = দৈব, চিত্র + ষ্ণ = চৈত্র। কিন্তু বিশেষ নিয়মে: সূর্য + ষ্ণ (অ) = সৌর।
0
Updated: 2 months ago
’দিগন্ত’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
Created: 1 month ago
A
ব্যঞ্জন + স্বর
B
স্বর + স্বর
C
স্বর + স্বর
D
ব্যঞ্জন + ব্যঞ্জন
’দিগন্ত’ শব্দটি (ব্যঞ্জন + স্বর) নিয়মে গঠিত।
যেমন-
- ক/চ/ট/ত/প + স্বর = গ/জ/ড (ড়)/দ/ব।
- যেমন
- দিক্ + অন্ত = দিগন্ত,
- সৎ + উপায় = সদুপায়
- স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয়। এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।
উল্লেখ্য,
- ব্যঞ্জনসন্ধি
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
• পরি+ছেদ = পরিচ্ছেদ (স্বর + ব্যঞ্জন) ।
• চলৎ+চিত্র = চলচ্চিত্র (ব্যঞ্জন + ব্যঞ্জন) ।
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়?
Created: 1 month ago
A
কল্লোল
B
সবুজপত্র
C
সংবাদ প্রভাকর
D
সমকাল
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে মাসিক ‘সবুজপত্র’ পত্রিকা। এটি ছিল বাংলা সাহিত্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সাহিত্যিক আন্দোলনের সূচনা কেন্দ্র, যা ভাষার রূপান্তর ও আধুনিকতার পথে নতুন দিগন্ত উন্মোচন করে।
সবুজপত্র সম্পর্কে মূল তথ্যসমূহ:
-
সম্পাদক: প্রমথ চৌধুরী
-
প্রথম প্রকাশ: ১৯১৪ খ্রিস্টাব্দে, বাংলা ১৩২১ সালের বৈশাখ মাসে
-
গুরুত্ব: বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার ভূমিকা অনন্য।
-
অবদান: সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি প্রচলন ও প্রতিষ্ঠা করে বাংলা ভাষাকে করে তোলে আরও স্বাভাবিক ও সাবলীল।
-
রবীন্দ্রনাথের সম্পৃক্ততা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকায় লেখার মাধ্যমে চলিত রীতির সহজতা ও স্বাচ্ছন্দ্য অনুধাবন করেন এবং পরবর্তীতে তাঁর লেখাতেও এই রীতির ব্যবহার দেখা যায়।
-
প্রভাব: সাহিত্য অঙ্গনে ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি প্রভাবশালী সাহিত্যিক গোষ্ঠীর জন্ম দেয়, যা বাংলা সাহিত্যের আধুনিক ধারাকে এগিয়ে নিয়ে যায়।
0
Updated: 1 month ago