’অঘাচণ্ডী’ শব্দের ’অঘা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
A
নিকৃষ্ট
B
অশুভ
C
বোকা
D
পাপ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় ’অঘা’ উপসর্গ সাধারণত ’বোকা’ অর্থে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ: অঘারাম, অঘাচণ্ডী।
-
খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা: মোট ২১টি
-
উদাহরণসমূহ:
→ অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি ‘ষত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ?
Created: 2 months ago
A
মাস্টার
B
পোশাক
C
জিনিস
D
পোস্ট মাস্টার
‘ষত্ব’ বিধানের নিয়মে সবগুলো বানান শুদ্ধ। ষত্ব বিধান: তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। নিয়ম ও উদাহরণ: ১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন—ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন—অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি। ৩। ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন—ঋষি, কৃষক। ৪। তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন—বর্ষা, ঘর্ষণ। ৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন—কষ্ট, কাষ্ঠ। ৬। কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন—ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ। ৭। বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন—জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
0
Updated: 2 months ago
'অতি দর্পে হত লঙ্কা' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
বেশি লোভে ক্ষতি
B
অহঙ্কার পতনের মূল
C
অল্প জ্ঞান নিয়ে বাড়াবাড়ি মুর্খতার পরিচয়
D
অর্থলোভ কুকর্মের সহায়ক
বাংলা প্রবাদ-প্রবচন সংক্ষিপ্তভাবে জীবন ও চরিত্রের নানা দিক প্রকাশ করে। এগুলো থেকে নৈতিক শিক্ষা নেওয়া যায়। নিচে কয়েকটি প্রবাদ-প্রবচনের অর্থ ও উদাহরণ দেওয়া হলো—
-
অতি দর্পে হত লঙ্কা অর্থ অহঙ্কারই পতনের মূল।
বাক্য: বেশি বাড়াবাড়ি করলে নিজেই ধরা পড়বে, জান না অতি দর্পে হত লঙ্কা। -
অতি লোভে তাঁতি নষ্ট অর্থ বেশি লোভ করলে ক্ষতি হয়।
-
অর্থই অনর্থের মূল অর্থ অর্থলোভ কুকর্মের সহায়ক।
-
অল্পবিদ্যা ভয়ঙ্করী অর্থ অল্প জ্ঞান থাকলেও বাড়াবাড়ি করলে মূর্খতার পরিচয় দেয়।
উৎস:
0
Updated: 1 month ago
'অন্ধকারে থাকা' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
না জানার ভান করা
B
আন্দাজে কাজ করা
C
কিছু না জানা
D
হতবুদ্ধি হওয়া
'অন্ধকারে থাকা' বাগ্ধারার অর্থ হলো কিছু না জানা। এর পাশাপাশি আরও কিছু প্রচলিত বাগ্ধারা রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে।
-
আকাশ থেকে পড়া: না জানার ভান করা
-
অন্ধকারে ঢিল ছোঁড়া/মারা: আন্দাজে কাজ করা
-
আক্কেল গুড়ুম: হতবুদ্ধি হওয়া
উৎস:
0
Updated: 1 month ago