'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
A
অবিনশ্বর
B
দুর্দমনীয়
C
দুর্নিবার
D
অদম্য
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় বহু ধারণাকে একক শব্দে প্রকাশ করার নিয়ম রয়েছে। যেমন—‘যা নিবারণ করা কষ্টকর’ এর এক কথায় প্রকাশ হলো দুর্নিবার। একইভাবে আরও কিছু বিশেষ অর্থবোধক শব্দ নিচে দেওয়া হলো।
-
যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার
-
যা দমন করা যায় না → অদম্য
-
যা দমন করা কষ্টকর → দুর্দমনীয়
-
নষ্ট হওয়াই স্বভাব নয় যার → অবিনশ্বর
উৎস:

0
Updated: 23 hours ago
ভাবের সুসংগত প্রসারণের নাম কী?
Created: 2 weeks ago
A
ভাব-সম্প্রসারণ
B
ভাবার্থ
C
মর্মার্থ
D
সারভাব
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।

0
Updated: 2 weeks ago
অর্ধস্বরধ্বনি নয় কোনটি?
Created: 1 week ago
A
ই্
B
উ্
C
এ্
D
অ্
অর্ধস্বরধ্বনি নয় ‘অ্’। অর্থাৎ বাংলা ভাষার অর্ধস্বরধ্বনির তালিকায় ‘অ্’ অন্তর্ভুক্ত নয়। অর্ধস্বরধ্বনি সেই ধ্বনিগুলোকে বলা হয়, যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না।
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি মোট চারটি
-
ই্
-
উ্
-
এ্
-
ও্
স্বরধ্বনির বৈশিষ্ট্য হলো এগুলো উচ্চারণ করার সময় দীর্ঘ বা টেনে উচ্চারণ করা যায়। কিন্তু অর্ধস্বরধ্বনি দীর্ঘ করা যায় না।
উদাহরণস্বরূপ
-
'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [ই্] অর্ধস্বরধ্বনি।
-
'লাউ' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [উ্] অর্ধস্বরধ্বনি।
উৎস:

0
Updated: 1 week ago
অর্থ অনুসারে 'সুহৃদ' কোন ধরনের শব্দ?
Created: 1 week ago
A
মৌলিক
B
যৌগিক
C
রূঢ়ি
D
যোগরূঢ়
'সুহৃদ' শব্দটি একটি যোগরূঢ় শব্দ।

0
Updated: 1 week ago