'যারা-তারা' - কোন ধরনের সর্বনাম?
A
সাপেক্ষ সর্বনাম
B
আত্মবাচক সর্বনাম
C
অনির্দিষ্ট সর্বনাম
D
নির্দেশক সর্বনাম
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে সর্বনামের বিভিন্ন রূপ রয়েছে, যার মধ্যে সাপেক্ষ সর্বনাম বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন দুটি সর্বনাম একে অপরের উপর নির্ভরশীল হয়, তখন তাকে সাপেক্ষ সর্বনাম বলা হয়।
-
সাপেক্ষ সর্বনাম:
-
উদাহরণ: যারা–তারা, যে–সে, যেমন–তেমন (যেমন কর্ম তেমন ফল)।
-
-
আত্মবাচক সর্বনাম:
-
উদাহরণ: নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং।
-
-
অনির্দিষ্ট সর্বনাম:
-
উদাহরণ: কেউ, কোথাও, কিছু, একজন (একজন এসে খবরটা দেয়)।
-
-
নির্দেশক সর্বনাম:
-
নিকট নির্দেশক: এ, এই, এরা, ইনি
-
দূর নির্দেশক: ও, ওই, ওরা, উনি
-
উৎস:

0
Updated: 23 hours ago
'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
দ্বিগু
B
কর্মধারয়
C
দ্বন্দ্ব
D
বহুব্রীহি
কর্মধারয় সমাস
কর্মধারয় সমাস হলো সেই ধরনের সমাস যেখানে একটি বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ অন্য একটি বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যুক্ত হয়। এ সমাসে সমাসিত পদগুলোর মধ্যে দ্বিতীয় পদের অর্থ প্রধানরূপে প্রকাশ পায়। সহজ কথায়, প্রথম পদটি মূলত দ্বিতীয় পদকে বিশেষণ বা বর্ণনামূলকভাবে বর্ণনা করে।
উদাহরণ:
-
মাস্টার সাহেব → “যিনি মাস্টার তিনিই সাহেব”
-
নীলপদ্ম → “নীল যে পদ্ম”
-
শান্তশিষ্ট → “যে শান্ত, সেই শিষ্ট”
-
কাঁচাপাকা → “যা কাঁচা, তাই পাকা”
-
জজ সাহেব → “যিনি জজ, তিনিই সাহেব”
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মাণি – ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

0
Updated: 1 month ago
ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
উইলিয়াম কেরি
B
রাজা রামমোহন রায়
C
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
D
জোশুয়া মার্শম্যান
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস
-
প্রথম বাংলা ব্যাকরণ (১৭৪৩ খ্রি.)
-
প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়।
-
লেখক: মানোএল দা আসসুম্পসাঁউ
-
তিনি এটি রচনা করেন বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে।
-
-
হ্যালহেডের ব্যাকরণ (১৭৭৮ খ্রি.)
-
প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
বইটির নাম: “A Grammar of the Bengal Language”
-
এটি ইংরেজিতে রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
-
উইলিয়াম কেরির ব্যাকরণ (১৮০১ খ্রি.)
-
রচিত ইংরেজি ভাষায় “A Grammar of the Bengalee Language”।
-
পরবর্তীতে, ১৮৪৬ সালে জন রবিনসন এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করেন।
-
-
রামমোহন রায়ের ব্যাকরণ (১৮২৬ ও ১৮৩৩ খ্রি.)
-
১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় একটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।
-
১৮৩৩ সালে প্রকাশিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ হলো বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দ কোনটি?
Created: 4 days ago
A
তিন
B
তেহাই
C
তৃতীয়
D
তেসরা
বাংলা ভাষায় পূরণবাচক সংখ্যাশব্দ কোনো সংখ্যার ক্রমিক অবস্থান বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো মূলত তিন ধরনের ভাগে বিভক্ত।
-
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দ
-
উদাহরণ: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি
-
-
তারিখপূর্ণ পূরণবাচক সংখ্যাশব্দ
-
উদাহরণ: পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি
-
-
ভগ্নাংশপূর্ণ পূরণবাচক সংখ্যাশব্দ
-
উদাহরণ: আধ, সাড়ে পোয়া, দেড়, আড়াই, তেহাই, চৌথ ইত্যাদি
-
-
ক্রমবাচক উদাহরণ: তিন
উৎস:

0
Updated: 4 days ago