'উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।' - এটি কোন প্রকার বাক্যের উদাহরণ?
A
যৌগিক
B
জটিল
C
সরল
D
খণ্ড
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় যৌগিক বাক্য এমন একটি গঠন যেখানে দুটি বা ততোধিক সরল বা মিশ্র বাক্য সমন্বিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে। এখানে প্রত্যেকটি বাক্য স্বতন্ত্র অর্থ বহন করে এবং তারা পরস্পর নিরপেক্ষ থাকে। এই বাক্যগুলো সাধারণত এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত হয়।
-
উদাহরণ:
-
নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না।
-
বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
-
উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
-
উৎস:
0
Updated: 1 month ago
বদরুদ্দীন উমর রচিত গ্রন্থ-
Created: 1 month ago
A
সংস্কৃতির সংকট
B
সংস্কৃতির ভাঙা সেতু
C
সংস্কৃতির চড়াই-উৎরাই
D
সংস্কৃতি কথা
বদরুদ্দীন উমর ছিলেন একজন অধ্যাপক, রাজনীতিক ও প্রাবন্ধিক। তিনি ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। সাহিত্য ও সমাজচিন্তায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ‘সংস্কৃতি’ সাময়িকীর সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর চিন্তাধারা ছিল সমাজ, রাজনীতি ও সংস্কৃতির গভীর বিশ্লেষণভিত্তিক। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থের একটি হলো ‘সংস্কৃতির সংকট’।
বদরুদ্দীন উমর-এর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য—
-
সাম্প্রদায়িকতা,
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা,
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি,
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ,
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ,
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ,
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ,
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি,
-
সংস্কৃতির সংকট ইত্যাদি।
অন্যদিকে—
-
মোতাহের হোসেন চৌধুরী রচিত গ্রন্থ: সংস্কৃতি কথা।
-
শওকত ওসমান রচিত গ্রন্থ: সংস্কৃতির চড়াই-উৎরাই।
-
আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ: সংস্কৃতির ভাঙা সেতু।
0
Updated: 1 month ago
’মনসাবিজয়’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
বিপ্রদাস পিপিলাই
B
কবি দ্বিজমাধব
C
বিজয়গুপ্ত
D
কেতকা দাস
বিপ্রদাস পিপিলাই ছিলেন ১৫শ শতকের মনসামঙ্গল কাব্যধারার একজন গুরুত্বপূর্ণ কবি। তিনি ১৪১৭ শকাব্দে (১৪৯৫ খ্রিষ্টাব্দে) তাঁর মনসাবিজয় কাব্য রচনা করেন, যা মনসামঙ্গল ধারার উল্লেখযোগ্য কাব্য।
-
তাঁর মনসাবিজয় কাব্যের প্রাপ্ত পুথিগুলির মধ্যে দুটি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে, একটি বর্ধমান সাহিত্যসভায় এবং একটি বিশ্বভারতীর পুথিশালায় সংরক্ষিত আছে।
-
কাব্যে কবির আত্মপরিচয় থেকে জানা যায় যে তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বাদুড়্যা-বটগ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
-
তাঁর পিতার নাম ছিল মুকুন্দ পণ্ডিত।
-
বিপ্রদাসের কাব্যে মনসা দেবীর চরিত্রকে তুলনামূলকভাবে নমনীয়, স্নেহময়ী ও করুণারসসম্পৃক্তভাবে উপস্থাপন করা হয়েছে।
-
তাঁর কাব্যের আখ্যানধারা সরল, ভাষা সাবলীল এবং চরিত্রচিত্রণে সংযম ও পরিচ্ছন্ন রুচির প্রকাশ ঘটেছে।
-
এই কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যযাত্রার প্রসঙ্গে সপ্তগ্রামের একটি বিস্তারিত বিবরণ পাওয়া যায়।
উৎস:
0
Updated: 1 month ago
'তালপাতার সেপাই' এর সমার্থক বাগ্ধারা কোনটি?
Created: 1 month ago
A
তালকানা
B
ছা-পোষা
C
টুপ ভুজঙ্গ
D
ডিমে রোগা
• 'তালপাতার সেপাই' অর্থ- রুগ্ণ/ছিপছিপে।
• 'ডিমে রোগা' অর্থ- সর্বদা রুগ্ণ।
অন্যদিকে,
• 'টুপ ভুজঙ্গ' অর্থ- নেশাগ্রস্ত।
• 'তালকানা' অর্থ- কান্ডজ্ঞানহীন।
• 'ছা-পোষা' অর্থ- পোষ্য-ভারাক্রান্ত।
উৎস:
0
Updated: 1 month ago