'উদ্বন্ধন' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
উত্ঃ + বন্ধন
B
উদ্ + বন্ধন
C
উধ্ + বন্ধন
D
উৎ + বন্ধন
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় সন্ধির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ধ্বনির সংযোগে উচ্চারণে পরিবর্তন ঘটে। বিশেষত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কিছু বিশেষ পরিস্থিতিতে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘোষ অল্পপ্রাণে রূপ নেয়। এর নিয়ম ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি-এর পর যদি থাকে—
-
একই বর্গের ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি
-
ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য > জ)
-
ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব)
-
ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র)
-
অথবা আবারো ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব)
তবে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণে ঘোষ অল্পপ্রাণ রূপে রূপান্তরিত হয়।
-
-
উদাহরণ:
-
উৎ + ঘাটন → উদঘাটন
-
উৎ + যোগ → উদ্যোগ
-
উৎ + বন্ধন → উদ্বন্ধন
-
তৎ + রূপ → তদ্রুপ
-
উৎস:
0
Updated: 1 month ago
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 3 months ago
A
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
B
যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
C
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
D
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষ্মা।
• যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
• ঐকতান, কেবল, উপরিউক্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
ঘোষ ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
Created: 1 month ago
A
দ, ত, থ
B
ব, প, ফ
C
ছ, শ, খ
D
জ, ঘ, হ
ঘোষ ও অঘোষ ব্যঞ্জনধ্বনি
-
ঘোষ ব্যঞ্জন: উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি হয় এমন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে।
-
উদাহরণ: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ
-
ঘোষ ব্যঞ্জনগুচ্ছ: জ, ঘ, হ
-
-
অঘোষ ব্যঞ্জন: উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম হয় এমন ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে।
-
উদাহরণ: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ
-
উৎস:
0
Updated: 1 month ago
'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 2 months ago
A
হিন্দি
B
উর্দু
C
পর্তুগিজ
D
গ্রিক
'পেয়ারা' শব্দটি পর্তুগীজ ভাষা থেকে এসেছে। পর্তুগীজ ভাষা থেকে আগত এরুপ আরো কিছু শব্দ হলো আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি।
0
Updated: 2 months ago