'বিদিত' এর বিপরীতার্থক শব্দ -
A
অবগত
B
খ্যাত
C
অজ্ঞাত
D
অনুরাগ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় শব্দের বিপরীতার্থক রূপ ব্যবহারের মাধ্যমে ভাষাকে আরও সমৃদ্ধ করা হয়। ‘বিদিত’ শব্দের বিপরীতার্থক হলো অজ্ঞাত। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
বিদিত অর্থ: জেনেছে, এমন; জ্ঞাত; অবগত; খ্যাত।
-
অজ্ঞাত অর্থ: অজানা; অবিদিত; অপ্রকাশিত।
-
অনুরাগ → বিরাগ (বিপরীতার্থক সম্পর্কের আরেকটি উদাহরণ)।
উৎস:

0
Updated: 23 hours ago
'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Created: 1 month ago
A
ফার্সি
B
তুর্কি
C
পর্তুগিজ
D
আরবি
✅ তুর্কি ভাষা থেকে আসা শব্দ
এই শব্দগুলো তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে:
-
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক,
-
কোর্মা, তুরুক, বন্দুক, তোশক,
-
বেগম, বাবা, বিবি
✅ আরবি ভাষা থেকে আগত শব্দ
আরবি ভাষা থেকে বাংলায় যেসব শব্দ এসেছে, তার মধ্যে কিছু হলো:
-
কুমকুম, আমানত, আমামা, আমিন,
-
আমির, আমিরাত, আম্বর, আয়াত,
-
আয়েশ, আরশ, আর্জি, আলামত,
-
আলিশান, আলেম, আশেক, আসর
✅ ফারসি ভাষা থেকে আগত শব্দ
নিচের শব্দগুলো ফারসি ভাষা থেকে এসেছে:
-
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি,
-
গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা,
-
আসমান, কাজি, খোয়াব, চেহারা,
-
কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ
✅ পর্তুগিজ ভাষা থেকে আসা শব্দ
পর্তুগিজ ভাষা থেকে যেসব শব্দ বাংলায় এসেছে:
-
আনারস, কামরা, গির্জা, গুদাম,
-
চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি,
-
পাদরি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম

0
Updated: 1 month ago
কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
Created: 2 months ago
A
রোমান্টিসিজম
B
আধুনিকতাবাদ
C
উত্তরাধুনিকতাবাদ
D
বাস্তববাদ
উত্তর-আধুনিকতাবাদ:
- উত্তর-আধুনিকবাদ মতটি সংস্কৃতি, সাহিত্য, শিল্প, দর্শন, ইতিহাস, অর্থনীতি, স্থাপত্য, সমালোচনার ক্ষেত্রে Deconstruction ও Post-structural- ism-এর সঙ্গে অনেকটাই সংশ্লিষ্ট।
- Postmodernism শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৮৭০ সালে। জন ওয়াটকিনস চ্যাপম্যান ফরাসি Impressionism থেকে চিত্রকলাকে পৃথক করার জন্য প্রথম এই ধারার চিত্রের কথা বলেন।
- সাহিত্যের ক্ষেত্রে Postmodern ধারণাটি প্রথম আসে ১৯৭২ সালে আমেরিকান 'সীমান্ত ২' (Boundary 2) পত্রিকার মাধ্যমে। ডেভিড এনটিন, চার্লস অলসন, জর্জ লুইস বর্জ প্রমুখ এই ধারাকে বেগবান করেন। আরব-আমেরিকার লেখক ইহাব হাসান ১৯৭১ সালে উত্তর-আধুনিক ধারায় সাহিত্য সমালোচনা করে খ্যাতি অর্জন করেন।
- উত্তর-আধুনিকতার মূলকথা হচ্ছে: 'সব কিছুই বহমান ও খণ্ডিত। সত্যের কোনো বস্তুগত রূপ নেই। সমস্ত নৈতিক, সামাজিক রীতি-নীতি কৃত্রিম, বিধি বহির্ভূত অকারণ ও বাইরে থেকে চাপানো; সত্য কেবল বিষয়গত ও আধ্যাত্মীয়।'
- আরনল্ড টয়েনবি, আরভিং হো, হ্যারি লেভিন, এডওয়ার্ড সাইড প্রমুখ উত্তর-আধুনিক ধারার সমর্থক।
- এই ধারা মূলত আধুনিকতার বিপরীতে পথসন্ধান করে এবং মধ্যযুগের মূল্যবোধে ফিরিয়ে নিয়ে যায়। মধ্যযুগ ব্যাখ্যায় বৈজ্ঞানিকতার বদলে অনেকে ধর্মীয় ব্যাখ্যায় স্থিত হন। এখানেই উত্তর-আধুনিকতার সীমাবদ্ধতা।
- মূলত নৈরাশ্য থেকে এ পথে তারা সর্বসমস্যার সমাধান খোঁজেন। তখন আধুনিক বৈজ্ঞানিক ধারাকে পাশ কাটিয়ে তারা পতিত হন ধর্মমোহে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
"সেমিকোলন" - এর ক্ষেত্রে কতটুকু সময় থামতে হয়?
Created: 2 weeks ago
A
'এক' বলতে যে সময় প্রয়োজন
B
এক সেকেন্ড
C
এক বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নেই
সেমিকোলন (;)
-
বাংলা অর্থ: অর্ধচ্ছেদ
-
থামার সময়: এক বলার দ্বিগুণ সময়
বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ:
-
কমা বা পাদচ্ছেদ (,) → ‘এক’ উচ্চারণে যত সময় লাগে, সেই পরিমাণ সময় থামতে হয়
-
সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) → ‘এক’ বলার দ্বিগুণ সময় থামতে হয়
-
হাইফেন, ইলেক, লোপ চিহ্ন, ব্র্যাকেট (-, …, (), []) → থামার প্রয়োজন নেই
-
দাড়ি বা পূর্ণচ্ছেদ (।), প্রশ্নবোধক (?), বিস্ময় চিহ্ন (!), কোলন (:), কোলন-ড্যাস (:—), ড্যাস (—) → এক সেকেন্ড থামতে হয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 weeks ago