কোনটি চলিত ভাষার শব্দ?
A
চাঁদ
B
হস্তী
C
মৎস্য
D
অগ্নি
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় সাধু ও চলিত রূপের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়। বিশেষ করে বিশেষ্যপদের ক্ষেত্রে সাধুরূপ সাধারণত সংস্কৃতঘেঁষা হয়, আর চলিত রূপ হয় সহজ ও কথ্যভাষাভিত্তিক। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো।
-
অগ্নি → আগুন
-
কর্ণ → কান
-
চন্দ্র → চাঁদ
-
দন্ত → দাঁত
-
পক্ষী → পাখি
-
ব্যাঘ্র → বাঘ
-
মৎস্য → মাছ
-
হস্তী → হাতি
উৎস:

0
Updated: 23 hours ago
'চাঁদমুখ'-এর ব্যাসবাক্য হলো-
Created: 2 months ago
A
চাঁদমুখের ন্যায়
B
চাঁদের মত মুখ
C
চাঁদ মুখ যার
D
চাঁদরূপ মুখ
• ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে,
উপমিত কর্মধারয় সমাস:
- যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
- এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।
- চাঁদের মতো মুখ = চাঁদমুখ।
• অভিগম্য অভিধান অনুসারে,
চাঁদমুখ = চাঁদের ন্যায় সুন্দর মুখ বা মুখবিশিষ্ট; চাঁদবদন।
• সংসদ বাংলা অভিধান অনুসারে,
- চাঁদের মতো মুখবিশিষ্ট = চাঁদমুখ।
• বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) অনুসারে,
- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ।
[সুতরাং ‘চাঁদমুখ’ শব্দের অধিক গ্রহণযোগ্য ব্যাসবাক্য হলো ‘চাঁদের মত মুখ’/‘চাঁদের ন্যায় মুখ’।]

0
Updated: 2 months ago
'ব্রাহ্মণ' শব্দের 'হ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 1 week ago
A
ক্ + ষ
B
ষ্ + হ
C
হ্ + ম
D
ম্ + হ
‘ব্রাহ্মণ’ শব্দের মধ্যে ব্যবহৃত ‘হ্ম’ যুক্তবর্ণ আসলে হ্ + ম বর্ণের সমন্বয়ে গঠিত। বাংলা ভাষায় এ ধরনের একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যুক্তবর্ণ তৈরি করে। যুক্তবর্ণকে আবার দুটি ভাগে ভাগ করা হয়— স্বচ্ছ যুক্তবর্ণ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ। যে যুক্তবর্ণগুলো দেখলে সহজে বোঝা যায়, সেগুলোকে স্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়। আর যেগুলো সহজে চেনা যায় না, সেগুলোকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়।
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো
-
ক্ + স = ক্স
-
ক্ + ষ = ক্ষ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + ন = হ্ন
-
ষ + ণ = ষ্ণ
-
ক্ + ষ + ম = ক্ষ্ম
উৎস:

0
Updated: 1 week ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
Created: 4 weeks ago
A
দাঁড়ি
B
কোলন
C
প্রশ্ন চিহ্ন
D
বিস্ময় চিহ্ন
প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন: ১/দাঁড়ি /পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/বিস্ময় /সম্বোধন চিহ্ন ৪/ ডাবল দাঁড়ি / পূর্ণচ্ছেদ।

0
Updated: 4 weeks ago