কোনটি চলিত ভাষার শব্দ?
A
চাঁদ
B
হস্তী
C
মৎস্য
D
অগ্নি
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় সাধু ও চলিত রূপের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়। বিশেষ করে বিশেষ্যপদের ক্ষেত্রে সাধুরূপ সাধারণত সংস্কৃতঘেঁষা হয়, আর চলিত রূপ হয় সহজ ও কথ্যভাষাভিত্তিক। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো।
-
অগ্নি → আগুন
-
কর্ণ → কান
-
চন্দ্র → চাঁদ
-
দন্ত → দাঁত
-
পক্ষী → পাখি
-
ব্যাঘ্র → বাঘ
-
মৎস্য → মাছ
-
হস্তী → হাতি
উৎস:
0
Updated: 1 month ago
হাইফেন কোথায় বসে?
Created: 1 month ago
A
দুই বাক্যের সংযোগ দেখাতে।
B
দুই শব্দের সংযোগ দেখাতে।
C
বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
D
উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয়। যেমন : উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে। ২. সমাসবদ্ধ পদের সব সমস্যমান পদের অর্থ প্রাধান্য পেলে, তাদের মধ্যে হাইফেন বসে।
0
Updated: 1 month ago
'তিনি বাড়ি গেলেন।' - ক্রিয়ার কোন কাল নির্দেশ করে?
Created: 1 month ago
A
পুরাঘটিত বর্তমান কাল
B
সাধারণ অতীত কাল
C
পুরাঘটিত অতীত কাল
D
সাধারণ বর্তমান কাল
‘তিনি বাড়ি গেলেন’ বাক্যটি সাধারণ অতীত কালের উদাহরণ।
-
সাধারণ অতীত কাল: বর্তমান কালের পূর্বে যে কোনো ক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তার সংঘটনকালকে সাধারণ অতীত কাল বলা হয়।
-
উদাহরণ:
-
শিকারি পাখিটিকে গুলি করল।
-
আমি খেলা দেখে এলাম।
-
রাফি এসেছিল।
-
0
Updated: 1 month ago
‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক?
Created: 1 month ago
A
সমার্থে
B
বিপরীতার্থে
C
ক্ষুদ্রার্থে
D
বৃহদার্থে
বাংলা ভাষায় কিছু শব্দ স্ত্রীলিঙ্গ রূপ ধারণ করে মূলত ক্ষুদ্রার্থে ব্যবহার বোঝাতে। যেমন—
-
নাটক → নাটিকা
-
কাব্য → কাব্যিকা
-
ছাত্র → ছাত্রিকা
এখানে "নাটক" মানে পূর্ণাঙ্গ নাট্যরূপ, আর "নাটিকা" মানে ছোট নাটক বা সংক্ষিপ্ত নাট্যাংশ। তাই ‘নাটিকা’ শব্দটি স্ত্রীবাচক রূপ হলেও প্রকৃতপক্ষে এর ক্ষুদ্র অর্থ প্রকাশ করে।
সেই জন্য উত্তর হবে ক্ষুদ্রার্থে।
0
Updated: 1 month ago