'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' -এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
A
কাজী নজরুল ইসলাম
B
মাইকেল মধুসূদন দত্ত
C
সুকান্ত ভট্টাচার্য
D
বেনজীর আহমেদ
উত্তরের বিবরণ
'কাটা-কুঞ্জে বসি' তুই গাঁথিবি মালিকা,
দিয়া গেনু ভালে তাের বেদনার টীকা।'- পঙ্ক্তিটি কবি কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতার অন্তর্ভুক্ত।
• ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থ:
- 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- ১৯২৭ খ্রিষ্টাব্দে ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়।
- মোট ১৯টি কবিতা রয়েছে এই কাব্যগ্রন্থে।
------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’।
- 'মুক্তি' কবিতাটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
- ‘অগ্নি-বীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কিমহিলার ঘোমটা খোলা।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশী,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা,
- জিঞ্জির,
- সন্ধ্যা,
- নতুন চাঁদ,
- প্রলয় শিখা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
চারণকবি হিসেবে বিখ্যাত কে?
Created: 1 month ago
A
আলাওল
B
চন্দ্রাবতী
C
মুকুন্দদাস
D
মুক্তারাম চক্রবর্তী
মুকুন্দদাস – ‘চারণকবি’
-
মুকুন্দদাসের জন্ম ঢাকার বিক্রমপুরে। তার পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর।
-
তিনি রামানন্দ নামে এক সাধকের কাছে দীক্ষা গ্রহণের পর মুকুন্দদাস নামে পরিচিত হন।
-
১৯২২ সালের অসহযোগ আন্দোলন এবং ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলন–এ তিনি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ গান ও যাত্রাপালা লিখে ও পরিবেশন করেন, যা সাধারণ মানুষকে জাগ্রত করে।
-
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাঁকে ‘চারণকবি’ উপাধিতে ভূষিত করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহের মধ্যে রয়েছে: সাধনসঙ্গীত, পল্লীসেবা, ব্রহ্মচারিণী, পথ, সাথী, সমাজ, কর্মক্ষেত্র।
-
মুকুন্দদাস সারাজীবনে সাতশো মেডেল ও অসংখ্য পুরস্কার লাভ করেন, তবে আজও তিনি মূলত ‘চারণকবি’ হিসেবেই স্মরণীয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
কবি গানের প্রথম কবি কে?
Created: 2 months ago
A
গোঁজলা পুট [গুই]
B
হরু ঠাকুর
C
ভবানী ঘোষ
D
নিতাই বৈরাগী
গোঁজলা গুঁই
-
গোঁজলা গুঁই ছিলেন ১৮শ শতকের একজন প্রখ্যাত কবিওয়ালা।
-
আঠারো শতকে বাংলায় এক ধরনের সঙ্গীতধর্মী সাহিত্য তৈরি হয়েছিল, যা কবিগান নামে পরিচিত। তখন ‘কবিওয়ালা’ নামের পেশাদার গায়করা এসব গান পরিবেশন করতেন। সাধারণ মানুষ থেকে অভিজাত শ্রেণি—সবারই এই গান শোনার আনন্দ হতো। গোঁজলা গুঁইকে কবিগানের প্রথম গুরু হিসেবে ধরা হয়।
-
তিনি পেশাদার কবিদল তৈরি করে ধনিকদের বাড়িতে অর্থের বিনিময়ে গান গাইতেন।
-
গোঁজলা গুঁই টপ্পা রীতিতে গান রচনা করতেন। উদাহরণ:
-
‘এসো এসো চাঁদ বদনি / এ রসে নিরস করো না ধনি’
-
‘প্রাণ, তোরে হেরিয়ে দুখো দূরে গেলো মোর’
এই গানগুলো নায়ক-নায়িকার কথার আকারে লেখা হয়েছিল, যা টপ্পার বৈশিষ্ট্য বহন করে।
-
-
তাঁর শিষ্যরা—লালু, নন্দলাল, কেষ্টা মুচি, রঘুনাথ দাস ও রামজী—কবিগানে নতুন মাত্রা যোগ করে এই ধারাকে আরও প্রসারিত ও জনপ্রিয় করে তুলেছিলেন।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
Created: 3 months ago
A
নবদ্বীপের
B
মিথিলার
C
বৃন্দাবনের
D
বর্ধমানের
বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার একজন খ্যাতিমান কবি, যিনি পঞ্চদশ শতকে সাহিত্যচর্চা করে খ্যাতি অর্জন করেন। তাঁর কাব্যগুণে মুগ্ধ হয়ে মিথিলার তৎকালীন রাজা শিবসিংহ তাঁকে 'কবিকণ্ঠহার' উপাধিতে সম্মানিত করেন।
'মৈথিল কোকিল' নামে বিদ্যাপতির পরিচিতি কোকিল পাখির সুরেলা গানের সঙ্গে তুলনীয়। যেমন কোকিল তার সুমধুর কণ্ঠে শ্রোতাদের মোহিত করে, তেমনি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় রচিত তার গীতিকবিতা ও পদাবলির মাধ্যমে সকলকে বিমুগ্ধ করেছিলেন।
তিনি বৈষ্ণব ভাবধারায় প্রভাবিত ছিলেন এবং বাংলা পদসঙ্গীত ধারার একজন পথিকৃৎ হিসেবে গণ্য হন। বিদ্যাপতির শ্রেষ্ঠ সাহিত্যকীর্তির মধ্যে অন্যতম হলো ব্রজবুলি ভাষায় রচিত রাধাকৃষ্ণ বিষয়ক প্রেমময় পদাবলি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago