'কাঁচি' কোন ধরনের শব্দ?
A
আরবি
B
ফারসি
C
হিন্দি
D
তুর্কি
উত্তরের বিবরণ
‘কাঁচি’ শব্দটি তুর্কি ভাষা থেকে আগত।
এটি একটি ধারালো হাতিয়ার, যা মূলত কাগজ, কাপড় বা অনুরূপ বস্তু কেটে ফেলার কাজে ব্যবহৃত হয়। এটি দুইটি হাতলযুক্ত ইস্পাতের ধারালো ফলা দিয়ে তৈরি, যা একসঙ্গে যুক্ত থাকে।
বাংলা ভাষায় তুর্কি ভাষার প্রভাব লক্ষণীয়।
‘কাঁচি’ ছাড়াও বাংলা ভাষায় আরও কিছু সাধারণ ব্যবহারযোগ্য শব্দ তুর্কি ভাষা থেকে এসেছে। যেমন—তোপ, চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা প্রভৃতি শব্দ তুর্কি ভাষা থেকেই গৃহীত হয়েছে।
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
0
Updated: 3 months ago
বদরুদ্দীন উমর রচিত গ্রন্থ-
Created: 3 weeks ago
A
সংস্কৃতির সংকট
B
সংস্কৃতির ভাঙা সেতু
C
সংস্কৃতির চড়াই-উৎরাই
D
সংস্কৃতি কথা
বদরুদ্দীন উমর ছিলেন একজন অধ্যাপক, রাজনীতিক ও প্রাবন্ধিক। তিনি ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। সাহিত্য ও সমাজচিন্তায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ‘সংস্কৃতি’ সাময়িকীর সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর চিন্তাধারা ছিল সমাজ, রাজনীতি ও সংস্কৃতির গভীর বিশ্লেষণভিত্তিক। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থের একটি হলো ‘সংস্কৃতির সংকট’।
বদরুদ্দীন উমর-এর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য—
-
সাম্প্রদায়িকতা,
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা,
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি,
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ,
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ,
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ,
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ,
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি,
-
সংস্কৃতির সংকট ইত্যাদি।
অন্যদিকে—
-
মোতাহের হোসেন চৌধুরী রচিত গ্রন্থ: সংস্কৃতি কথা।
-
শওকত ওসমান রচিত গ্রন্থ: সংস্কৃতির চড়াই-উৎরাই।
-
আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ: সংস্কৃতির ভাঙা সেতু।
0
Updated: 3 weeks ago
কানে কানে যে কথা = কানাকানি- এখানে ‘কানাকানি’ কোন ধরনের বহুব্রীহি সমাস?
Created: 1 month ago
A
সমানাধিকরণ বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
ব্যধিকরণ বহুব্রীহি
D
মধ্যপদলোপী বহুব্রীহি
এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়। যথা: হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি।
0
Updated: 1 month ago
'অম্ল' এর বিপরীতার্থক শব্দ -
Created: 3 weeks ago
A
অ্যাসিড
B
অম্বল
C
মধুর
D
কৃত্রিম
‘অম্ল’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো ‘মধুর’।
‘অম্ল’ শব্দের অর্থ হলো অম্বল, টক ব্যঞ্জন, রোগবিশেষ, অ্যাসিড, বা টকস্বাদযুক্ত কিছু বোঝানো। অন্যদিকে, ‘মধুর’ শব্দের অর্থ অত্যন্ত মিষ্ট বা প্রীতিকর, যা স্বাদে ও অনুভূতিতে মনোরম।
অন্যদিকে—
-
অকৃত্রিম এর বিপরীতার্থক শব্দ হলো কৃত্রিম।
0
Updated: 3 weeks ago