How many foreign commercial banks are now operating in Bangladesh? [September, 2025]
A
6
B
8
C
9
D
10
উত্তরের বিবরণ
বর্তমানে দেশে ব্যাংকগুলো প্রধানত দুই শ্রেণিতে বিভক্ত: তফসিলী ব্যাংক এবং অ-তফসিলী ব্যাংক।
১. তফসিলী ব্যাংক:
-
যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে তফসিলী ব্যাংক বলা হয়।
-
বর্তমানে ৬২টি তফসিলী ব্যাংক রয়েছে, যা বিভিন্ন শ্রেণিতে বিভক্ত:
-
রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি
-
বিশেষায়িত ব্যাংক: ৩টি
-
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি
-
ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি
-
বিদেশি ব্যাংক: ৯টি
-
বিদেশি ব্যাংকগুলো:
১. ব্যাংক আলফালাহ্ লিমিটেড
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন
৩. হাবিব ব্যাংক লিমিটেড
৪. এইচএসবিসি
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
৬. সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
৯. উরি ব্যাংক
২. অ-তফসিলী ব্যাংক:
-
যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় এবং কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না, তাদেরকে অ-তফসিলী ব্যাংক বলা হয়।
-
বর্তমানে অ-তফসিলী ব্যাংকের সংখ্যা: ৫টি
১. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
২. কর্মসংস্থান ব্যাংক
৩. গ্রামীণ ব্যাংক
৪. জুবিলি ব্যাংক
৫. পল্লী সঞ্চয় ব্যাংক
0
Updated: 1 month ago
বর্তমানে দেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৫টি
B
৭টি
C
৮টি
D
১০টি
বাংলাদেশ ব্যাংক থেকে বের করা নোটগুলোকে ব্যাংক নোট বলা হয়, যা দেশের সরকারি লেনদেনের জন্য বৈধ চালান হিসেবে ব্যবহৃত হয়।
-
এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
-
বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
-
প্রচলিত ব্যাংক নোটগুলো হলো: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, এবং ১০০০ টাকার নোট।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট, যা অর্থ মন্ত্রণালয় বের করে এবং এতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
-
নতুন ১০০ টাকার নোটে সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে।
-
নোটের পিছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য।
-
জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নীচে ‘১০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রথমবারের মতো ’গুগল পে’ কার্যক্রম শুরু হয় কোন ব্যাংকের মাধ্যমে?
Created: 1 month ago
A
ব্র্র্যাক ব্যাংক
B
সিটি ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
স্ট্যান্ডার্ড চার্টার্ড
গুগল পে হলো একটি মোবাইল পেমেন্ট এবং ডিজিটাল ওয়ালেট পরিষেবা, যা গুগল পরিচালনা করে এবং বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
-
চালুর তারিখ: ২৪ জুন
-
উদ্বোধন করেন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
-
সহযোগিতা: গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এ সেবা চালু করে
-
প্রাথমিক সুবিধা: বর্তমানে কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ
-
ভবিষ্যৎ সম্ভাবনা: অন্যান্য ব্যাংকও ধীরে ধীরে এই সেবায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে
0
Updated: 1 month ago
Which bank has published the first independent IFRS report in Bangladesh?
Created: 2 months ago
A
AB Bank PLC
B
IFIC Bank PLC
C
Jamuna Bank PLC
D
BRAC Bank PLC
ব্র্যাক ব্যাংকের আইএফআরএস প্রতিবেদন
-
প্রথম প্রকাশ: ব্র্যাক ব্যাংক, বাংলাদেশে
-
প্রতিবেদনের ধরন: স্বতন্ত্র IFRS ‘S-1’ ও ‘S-2’ রিপোর্ট
-
মানদণ্ড: International Sustainability Standards Board (ISSB) তৈরি জলবায়ু ও টেকসই ঝুঁকি প্রকাশের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক
-
বিষয়বস্তু:
-
টেকসই ও জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি এবং সুযোগের এক্সপোজার শনাক্ত, পরিচালনা ও প্রকাশ
-
-
বিশেষত্ব: ব্র্যাক ব্যাংক প্রথম ইনডিপেনডেন্ট রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশে একমাত্র ব্যাংক যা নতুন IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে
-
প্রবর্তনের বছর: ২০২৩
-
উল্লেখ্য: IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ডস সাসটেইনেবিলিটি ও জলবায়ু-সম্পর্কিত আর্থিক তথ্য প্রকাশে সমন্বিত ও বিনিয়োগকারীকেন্দ্রিক কাঠামো প্রদান করে
0
Updated: 2 months ago