Which country is also known as the 'Land of Thousand Lakes'?
A
Italy
B
Norway
C
Switzerland
D
Finland
উত্তরের বিবরণ
ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত। এর সীমানা ঘেঁষে রয়েছে সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং বাল্টিক সাগর। রাজধানী হলো হেলসিঙ্কি, আইনসভা এডুসকুন্টা, এবং মুদ্রা ইউরো।
-
ফিনল্যান্ডকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়।
-
দেশে প্রায় ৫৬,০০০টি হ্রদ রয়েছে।

0
Updated: 1 day ago
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 2 days ago
A
জাপান-দক্ষিণ কোরিয়া-চীন
B
ঘানা-কেনিয়া-উগান্ডা
C
যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
D
ভারত-পাকিস্তান-বাংলাদেশ
• ফিফা বিশ্বকাপ ফুটবল, ২০২৬:
- ২০২৬ সালের ৮ জুন থেকে ৩ জুলাই ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।
- ২৩তম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথম বারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ চলতি ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হয়।
- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।
- চূড়ান্ত পর্বে হবে ১০৪টি ম্যাচ।

0
Updated: 2 days ago
নিচের কোনটি সুশীল সমাজের কাজ নয়?
Created: 2 weeks ago
A
নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা
B
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করা
C
সরকারের গঠনমূলক সমালোচনা করা
D
সরকারের দায়িত্বশীলতা নিশ্চিতকরণে সচেষ্ট
সুশীল সমাজ:
- সুশীল সমাজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অংশ।
- বর্তমানে সুশীল সমাজ মানব পুঁজি গঠন, সমাজসেবা এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে।
- সুশীল সমাজ সরকারের দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে সচেষ্ট।
- সুশীল সমাজ সরকারের গঠনমূলক সমালোচনা করে এবং সরকার সুশীল সমাজের বক্তব্য বা সুপারিশসমূহকে উপেক্ষা করতে পারে না।
- সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করা ও মানবাধিকার রক্ষায় সোচ্চার হওয়া সুশীল সমাজের দায়িত্ব।
- সরকার বা কোন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা সুশীল সমাজের কাজ নয়।
তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন একাদশ-দ্বাদশ শ্রেণি ১ম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?
Created: 2 days ago
A
কাঁঠাল গাছ
B
বট গাছ
C
আম গাছ
D
জাম গাছ
• আম
গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ।
• বাংলাদেশের
জাতীয় বিষয় সমূহ:
- জাতীয় ভাষা: বাংলা।
- জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা(প্রথম ১০ চরণ)।
- জাতীয় পাখি: দোয়েল।
- জাতীয় ফুল: শাপলা।
- জাতীয় পশু: রয়েল বেঙ্গল
টাইগার।
- জাতীয় বন: সুন্দরবন।
- জাতীয় ফল: কাঁঠাল।
- জাতীয় মাছ: ইলিশ।
- জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম।
- জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা।
- জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত।
- জাতীয় কবি: কাজী নজরুল
ইসলাম।

0
Updated: 2 days ago