According to UNDP, which country has the highest Score in Human Development Index in 2025?
A
Denmark
B
Norway
C
Iceland
D
Finland
উত্তরের বিবরণ
সর্বশেষ মে ২০২৫-এ United Nations Development Programme (UNDP) 'Human Development Report 2025' প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে (HDI) শীর্ষে রয়েছে আইসল্যান্ড এবং সর্বনিম্ন অবস্থানে সিয়েরা লিওন। বাংলাদেশের অবস্থান ১৩০তম।
-
মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশগুলো হলো:
১. আইসল্যান্ড
২. নরওয়ে
৩. সুইজারল্যান্ড
৪. ডেনমার্ক
৫. জার্মানি

0
Updated: 1 day ago
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে?
Created: 2 days ago
A
আমেরিকা
B
অস্ট্রেলিয়া
C
নেপাল
D
নিউজিল্যান্ড
• মহিলারা প্রথম ভোটাধিকার প্রাপ্ত দেশ:
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০২ সালে - অস্ট্রেলিয়া,
- ১৯০৬ সালে - ফিনল্যান্ড এবং
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

0
Updated: 2 days ago
কোন শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়?
Created: 1 week ago
A
একনায়কতান্ত্রিক শাসন
B
সামরিক শাসন
C
স্বৈরাচারী শাসন
D
উপরের সবগুলো
রাজনৈতিক স্বাধীনতা:
- ভোটার হবার স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতার মতো বিষয়গুলো রাজনৈতিক স্বাধীনতার অন্তর্গত।
- ন্যায়সঙ্গতভাবে একজন নাগরিক সব ধরনের স্বাধীনতা ভোগের অধিকার রাখে।
- নেতৃত্বের বিকাশের জন্য রাজনৈতিক স্বাধীনতা থাকা উচিত।
- একনায়কতান্ত্রিক, সামরিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়।

0
Updated: 1 week ago
ব্রাসেলস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 22 hours ago
A
১৯৪৬ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৪৭ সালে
D
১৯৪৩ সালে
ব্রাসেলস চুক্তি (১৯৪৮) হলো পশ্চিম ইউরোপীয় দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ—দ্বারা স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি। চুক্তির মাধ্যমে তারা একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট গঠন করে, যা পরবর্তীতে পশ্চিম ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো (NATO) এর ভিত্তি হিসেবে কাজ করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ মার্চ, ১৯৪৮, বেলজিয়ামের ব্রাসেলস-এ।
-
চুক্তি কার্যকর হয় ২৫ আগস্ট, ১৯৪৮।
-
এ চুক্তির আওতায় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা হয়।
উৎস:

0
Updated: 22 hours ago