Who is the current Director General of WTO? [September, 2025]
A
Ajay Banga
B
Jim Young Kim
C
Micheline rey
D
Dr. Ngozi Okonjo-Iweala
উত্তরের বিবরণ
WTO-এর পূর্ণরূপ হলো World Trade Organization, যা বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট হিসেবে পরিচিত। এটি ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর ১৬৬টি সদস্য দেশ আছে। সদরদপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড-এ এবং মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডঃ এনগোজি ওকোনজো ইওয়েলা (Dr. Ngozi Okonjo-Iweala)। প্রতিষ্ঠাকালীন নাম ছিল General Agreement on Tariffs and Trade (GATT)।
-
WTO বিশ্বের বাণিজ্য নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য কাজ করে।
-
প্রধান কাজের মধ্যে রয়েছে উরুগুয়ে রাউন্ডের চুক্তিসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন।
-
এটি বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য ফোরাম হিসেবে কাজ করে।
-
WTO বাণিজ্য সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি নিশ্চিত করে।
-
বিভিন্ন সদস্য দেশের জাতীয় বাণিজ্য নীতিমালা পরীক্ষা ও পর্যালোচনা করে।
-
কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের বাণিজ্য নীতিমালার বিষয়ে সহায়তা প্রদান করে।

0
Updated: 1 day ago