The duration of a cheque is valid for -
A
6 months
B
1 year
C
1.5 year
D
2 years
উত্তরের বিবরণ
চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত একটি কাগজপত্র যা ব্যাংক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করে। এটি একটি হস্তান্তরযোগ্য দলিল এবং ব্যক্তিগত ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। ব্যাংক সাধারণত গ্রাহকের অনুরোধে চেক প্রদান করে।
-
চেক গ্রাহককে নির্দিষ্ট অর্থ উত্তোলনের জন্য ব্যাংকের কাছে প্রমাণ হিসেবে কাজ করে।
-
এটি হস্তান্তরযোগ্য দলিল, অর্থাৎ চেককে অন্য কারো নামে স্থানান্তর করা সম্ভব।
-
গ্রাহক ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে চেক ইস্যু করতে পারেন।
-
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, একটি চেকের বৈধতা ইস্যুর তারিখ থেকে ৬ মাস (১৮০ দিন) পর্যন্ত থাকে।
-
বৈধতার মেয়াদ শেষ হলে ওই চেকের মাধ্যমে টাকা উত্তোলন সম্ভব নয়।
-
চেকের তারিখ পরিবর্তন করে প্রস্তুতকারকের স্বাক্ষরের মাধ্যমে পুনরায় টাকা উত্তোলন করা যেতে পারে।
0
Updated: 1 month ago
বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল এসএমই ঋণ চালু করেছে কোন ব্যাংক?
Created: 1 month ago
A
সিটি ব্যাংক
B
ব্র্যাক ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
এবি ব্যাংক
ডিজিটাল এসএমই ঋণ দেশের প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুবিধা হিসেবে চালু করেছে ব্র্যাক ব্যাংক।
-
এই সুবিধার নাম ‘সাফল্য ই-লোন’, যার মাধ্যমে ছোট ব্যবসায়ী, দোকানদার ও প্রান্তিক উদ্যোক্তারা মাত্র কয়েক মিনিটেই সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।
-
ইতোমধ্যে শেরপুর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর, সাতক্ষীরা সহ দেশের দুর্গম চরাঞ্চলের ৫ হাজারের বেশি মানুষ এই ঋণসুবিধা গ্রহণ করেছেন।
-
ভবিষ্যতে এই সেবা পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে।
0
Updated: 1 month ago
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে-
Created: 5 months ago
A
স্বাভাবিক সুদে
B
বিনা সুদে
C
অল্প সুদে
D
অতি সামান্য সুদে
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে।
ইসলামী উন্নয়ন ব্যাংক (IsDB) হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা ইসলামী শরিয়াভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাংক সুদবিহীন ঋণ প্রদান করে এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে।
প্রতিষ্ঠার ইতিহাস
-
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে।
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৭৫ সালের ২০ অক্টোবর।
সদস্যতা ও কার্যক্রম
-
মোট সদস্য দেশ: ৫৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: গায়ানা (৫৭তম সদস্য)
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান প্রেসিডেন্ট: ড. মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব)
গুরুত্বপূর্ণ তথ্য
-
IsDB সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC)-এর সদস্য হওয়া।
-
আইভরি কোস্ট একটি OIC-ভুক্ত দেশ হলেও IsDB-এর সদস্য নয়।
-
বাংলাদেশে IsDB-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সালে।
বিশেষ বৈশিষ্ট্য
-
ইসলামী উন্নয়ন ব্যাংক সুদমুক্ত (ইসলামী শরিয়াভিত্তিক) অর্থায়ন ও ঋণ প্রদান করে।
-
উন্নয়নমূলক প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ইত্যাদি খাতে সহায়তা প্রদান করে।
উৎস: IDB ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
Which of the following banks was the first to launch agent banking services in Bangladesh?
Created: 1 month ago
A
Pubali Bank PLC
B
Dutch-Bangla Bank PLC
C
Bank Asia PLC
D
City Bank PLC
এজেন্ট ব্যাংকিং হলো এমন একটি ব্যবস্থা, যেখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকের এজেন্ট হিসেবে প্রতিষ্ঠান বা সংস্থা জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করে। এভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সাশ্রয়ী মূল্যে ব্যাংকিং সুবিধা পায়।
-
বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা জারি করে।
-
২০১৪ সালের ১৭ জানুয়ারি, ব্যাংক এশিয়া পিএলসি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে।
-
এ কারণেই ১৭ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পরিচিত।
-
-
মুন্সীগঞ্জ জেলার জৈনসার ইউনিয়নে প্রথম এজেন্ট আউটলেট খোলা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ব্রাজিলে বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago