বাংলা একাডেমীর 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা কে করেন?
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
মুহম্মদ এনামুল হক
C
মুহম্মদ মনসুর উদ্দিন
D
মুহম্মদ আবদুল হাই
উত্তরের বিবরণ
বাংলা একাডেমী 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান':
- আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
---------------------------
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন। দুবছর পর তিনি বি.এল (১৯১৪) ডিগ্রিও অর্জন করেন।
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন।
- তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভান্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।
তার উল্লেখযোগ্য রচনা কর্ম হলো:
- বাংলা সাহিত্যের কথা,
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ভাষার ইতিবৃত্ত।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
'সমকাল' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন -
Created: 3 weeks ago
A
সিরাজুল ইসলাম চৌধুরী
B
শামসুর রাহমান
C
শামসুদ্দীন আবুল কালাম
D
সিকান্দার আবু জাফর
‘সমকাল’ পত্রিকা ১৯৫৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র, যা সম্পাদনা করেছিলেন সিকান্দার আবু জাফর।
-
সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান।
-
তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তি নির্মাণে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অনস্বীকার্য।
-
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাদেশের উল্লেখযোগ্য বাঙালি লেখকদের মধ্যে অনেকেই ‘সমকাল’-এ লিখেছেন, তাই সেখানে লেখা গর্বের বিষয় হিসেবে বিবেচিত হত।
-
সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক, যিনি বাংলাদেশের বাঙালি লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকা ব্যবহার করেছিলেন।
-
‘সমকাল’-এর পাশাপাশি তিনি দৈনিক ইত্তেফাক এবং দৈনিক মিল্লাত পত্রিকার সাথে সহযোগী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।
0
Updated: 3 weeks ago
“সমাচার দর্পণ“ পত্রিকার সম্পাদক ছিলেন -
Created: 1 week ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
C
উইলিয়াম কেরি
D
ডেভিড হেয়ার
উ. জন ক্লার্ক মার্শম্যান
সমাচার দর্পণ বাংলা ভাষার প্রথম দিককার সংবাদপত্রগুলোর একটি, যা ১৮১৮ সালের ২৩ মে সেরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান এবং প্রকাশনায় সহযোগিতা করেন উইলিয়াম কেরি।
-
এটি ছিল বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
পত্রিকাটিতে দেশ-বিদেশের খবর, সমাজ, ধর্ম, শিক্ষা ও প্রশাসনিক বিষয় প্রকাশিত হতো।
-
এটি বাংলা সাংবাদিকতার সূচনা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
সমাচার দর্পণের মাধ্যমে সাধারণ মানুষ সংবাদ ও মতামতের সঙ্গে পরিচিত হতে শুরু করে।
-
পত্রিকাটি সমাজে আধুনিক চিন্তাভাবনা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখে।
0
Updated: 1 week ago
বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় -
Created: 1 month ago
A
ঢাকা প্রকাশ
B
সমকাল
C
বঙ্গদর্শন
D
শিখা
সঠিক উত্তর হলো গ) বঙ্গদর্শন। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
-
রচনা ও প্রেক্ষাপট:
• গানটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
• বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় গানটি অত্যন্ত জনপ্রিয় হয়।
• ১৯০৫ সালে বঙ্গভঙ্গবিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গানটি প্রচার করেন।
• গানটি ব্রিটিশদের বঙ্গভঙ্গ প্রক্রিয়ার বিরোধিতা করে রচিত। -
সঙ্গীত ও প্রকাশনা:
• প্রথম ১০ পঙ্ক্তি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
• গানটি রবীন্দ্রনাথের ‘গীতবিতান’–এর স্বরবিতান অংশভুক্ত।
• সুর করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তবে এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব পড়েছিল।
• প্রথম প্রকাশ: ‘বঙ্গদর্শন’ পত্রিকায়, ১৩১২ বঙ্গাব্দ (১৯০৫)। -
‘বঙ্গদর্শন’ পত্রিকা:
• প্রথম প্রকাশ: ১৮৭২, সম্পাদক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
• প্রধান লেখক: বঙ্কিমচন্দ্র; নিয়মিত লেখক ছিলেন গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ।
• বঙ্কিমচন্দ্রের পরে সম্পাদকত্বে ছিলেন সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র। -
অন্য পত্রিকাসমূহ (যেখানে গান প্রকাশিত হয়নি):
• ঢাকা প্রকাশ: ১৮৬১ সালে প্রথম প্রকাশিত, সম্পাদক: কৃষ্ণচন্দ্র মজুমদার।
• সমকাল: ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র, সম্পাদক: সিকান্দার আবু জাফর।
• শিখা: ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র, প্রথম সম্পাদক: আবুল হুসেন।
অতএব, ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়, যা সঠিক উত্তরকে নিশ্চিত করে।
0
Updated: 1 month ago