A garrison has food for 40 days for 200 soldiers. After 10 days, 50 soldiers leave. How many more days will the remaining food last?
A
20 days
B
30 days
C
35 days
D
40 days
উত্তরের বিবরণ
Question: A garrison has food for 40 days for 200 soldiers. After 10 days, 50 soldiers leave. How many more days will the remaining food last?
Solution:
দেওয়া আছে,
40 দিনের খাদ্য আছে = 200 জনের
10 দিন পর 50 জন সৈন্য চলে গেলে,
বাকি দিন = 40 - 10 = 30 দিন
বাকি সৈন্য = 200 - 50 = 150 জন
বাকি খাদ্যে,
200 জন সৈন্যের চলবে = 30 দিন
∴ 1 জন সৈন্যের চলবে =30 × 200 দিন
∴ 150 জন সৈন্যের চলবে = (30 × 200)/150 = 40 দিন
সুতরাং বাকি খাদ্যে 40 দিন চলবে।
0
Updated: 1 month ago
একজন ব্যবসায়ী চেয়ার ও টেবিল প্রস্তুত করে। প্রতিটি চেয়ারের বিক্রয়মূল্য ২,০০০ টাকা এবং প্রতিটি টেবিলের বিক্রয়মূল্য ২৭৫০ টাকা। গতমাসে সে যে পরিমাণ চেয়ার বিক্রি করে তার দ্বিগুণ পরিমাণ টেবিল বিক্রি করে থাকলে তার প্রতি একক পণ্যের গড় বিক্রয়মূল্য কত?
Created: 1 week ago
A
২,৫০০ টাকা
B
২৫৫০ টাকা
C
২৬০০ টাকা
D
২৭০০ টাকা
ধরি,
চেয়ার বিক্রি করেন xটি
∴ টেবিল বিক্রি করেন ২x টি
∴ মোট বিক্রয়মূল্য= (২০০০x+২x২৭৫০) বা ৭৫০০x
∴ গড় বিক্রয়মূল্য = ৭৫০০x/ x+২x
= ৭৫০০x/3
=২৫০০
0
Updated: 1 week ago
(১৯X১০)-(২৩৫+৩৩৫)+(৩৪২+১২৮) = কত?
Created: 1 week ago
A
১২০
B
১৩০
C
৯০
D
১৮০
সমাধান:
১. প্রথমে গুণ করি:
২. প্রথম বন্ধনীর যোগফল করি:
৩. দ্বিতীয় বন্ধনীর যোগফল করি:
৪. মূল সমীকরণে বসাই:
৫. ধাপে ধাপে করি:
উত্তর: গ) ৯০
0
Updated: 1 week ago
একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
42 বর্গ সেমি
B
49 বর্গ সেমি
C
64 বর্গ সেমি
D
100 বর্গ সেমি
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?
সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r সেমি।
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ সেমি।
প্রশ্নমতে,
πr2 = 154
⇒ (22/7) × r2 = 154
⇒ r2 = (154 × 7)/22
⇒ r2 = 49
⇒ r = √49
∴ r = 7 সেমি।
বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)2
= r2
= 72
= 49 বর্গ সেমি।
∴ বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 49 বর্গ সেমি।
0
Updated: 1 month ago