If y = sin(sinx) then what is the value of dy/dx?
A
cos(sinx)
B
cosx.cos(cosx)
C
cos2x
D
cosx.cos(sinx)
উত্তরের বিবরণ
Question: If y = sin(sinx) then what is the value of dy/dx?
Solution:

0
Updated: 1 day ago
কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ৭২° হলে, বৃত্তস্থ কোণ কত হবে?
Created: 1 month ago
A
৪২°
B
১৪৪°
C
৩৬°
D
১২০°
সমাধান:
জ্যামিতির সূত্র অনুযায়ী, একই চাপের উপর দাঁড়ানো বৃত্তস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
অতএব,
উত্তর: ৩৬° ✅

0
Updated: 1 month ago
একটি গোলকের ব্যাস 14 সে.মি. হলে, এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
196π বর্গ সে.মি
B
256 বর্গ সে.মি
C
470 বর্গ সে.মি
D
676 বর্গ সে.মি
প্রশ্ন: একটি গোলকের ব্যাস 14 সে.মি. হলে, এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
গোলকের ব্যাস = 14 সে.মি.
∴ গোলকের ব্যাসার্ধ, r = 14/2 = 7 সে.মি.
আমরা জানি,
গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2
= 4 × π × 72 বর্গ সে.মি.
= 4 × π × 49 বর্গ সে.মি.
= 196π বর্গ সে.মি.
∴ গোলকটির পৃষ্ঠের ক্ষেত্রফল 196π বর্গ সে.মি।

0
Updated: 1 month ago
একটি পাইপের বহির্ব্যাস 2.5 ইঞ্চি এবং অন্তর্ব্যাস 2.1 ইঞ্চি। পাইপটির পুরুত্ব কত?
Created: 5 days ago
A
0.4 ইঞ্চি
B
1.2 ইঞ্চি
C
0.2 ইঞ্চি
D
2.3 ইঞ্চি
প্রশ্ন: একটি পাইপের বহির্ব্যাস 2.5 ইঞ্চি এবং অন্তর্ব্যাস 2.1 ইঞ্চি। পাইপটির পুরুত্ব কত?
সমাধান:
দেওয়া আছে,
পাইপের বহির্ব্যাস = 2.5 ইঞ্চি
পাইপের অন্তর্ব্যাস = 2.1 ইঞ্চি
∴ পাইপটির পুরুত্ব = (2.5 - 2.1)/2 ইঞ্চি
= 0.2 ইঞ্চি ।

0
Updated: 5 days ago