Choose the correct sentence:
A
He is the man with whom I entrusted the money.
B
He is the man to whom I entrusted the money.
C
He is the man to who I entrusted the money.
D
He is the man I entrusted whom the money to.
উত্তরের বিবরণ
The correct sentence is He is the man to whom I entrusted the money।
-
Sentence-এ verb/preposition এর object হিসেবে pronoun-এর objective form ব্যবহার করা হয়।
-
বাক্যে entrust verb-এর সাথে preposition to আছে, তাই preposition-এর পরে whom ব্যবহার হবে।
-
Entrust something to someone অর্থ: কাউকে কোনো কিছুর দায়িত্ব বা দায়িত্বভার দেওয়া।
-
Structure: entrust + object (thing) + to + person।
-
অপশন বিশ্লেষণ:
-
ক) He is the man with whom I entrusted the money - ভুল, কারণ preposition with নয়, to হবে।
-
খ) He is the man to whom I entrusted the money - সঠিক, to ও whom দুটোই সঠিকভাবে ব্যবহার হয়েছে।
-
গ) He is the man to who I entrusted the money - ভুল, কারণ to who নয়, to whom হবে।
-
ঘ) He is the man I entrusted whom the money to - ভুল, কারণ word order ঠিক নয়।
-
0
Updated: 1 month ago
Which one is correct?
Created: 1 day ago
A
It is a quarter past ten.
B
It is quarter minutes past ten.
C
It is fifteen past ten.
D
It is ten fiftee
“It is a quarter past ten” হলো সঠিক উত্তর। এটি ইংরেজি ও বাংলার মিলিয়ে সময় প্রকাশের নিয়ম মেনে লেখা হয়েছে।
এই বাক্যটি বোঝার জন্য কিছু মূল বিষয় হলো:
• “A quarter” মানে হলো পনেরো মিনিট, যা ঘড়ির প্রতি ঘণ্টার এক চতুর্থাংশ নির্দেশ করে।
• “Past ten” অর্থ দশটার পর, অর্থাৎ ঘড়িতে দশটা হওয়ার পর পনেরো মিনিট অতিবাহিত হয়েছে।
• বাংলায় এর সঠিক অনুবাদ হবে “দশটার পনেরো মিনিট” বা কথ্যভাবে বলা যায় “দশটা পনেরো”।
• বিকল্পগুলোর মধ্যে “quarter minutes” ব্যবহার ভুল, কারণ minutes এখানে অপ্রয়োজনীয়।
• “Fifteen past ten” ইংরেজিতে মানে ঠিক, তবে সাধারণ বাক্যরূপ হিসেবে “a quarter past ten” বেশি প্রচলিত।
• “Ten fifteen” শুধু সংখ্যা হিসেবে সময় দেখায়, পূর্ণ বাক্য নয়।
তাই “It is a quarter past ten” ইংরেজি ও বাংলার মিলিত সঠিক প্রকাশ।
0
Updated: 1 day ago
Identify the correct sentence?
Created: 2 months ago
A
Yesterday, he has gone home
B
Yesterday, he did gone home
C
Yesterday, he had gone home
D
Yesterday, he went home
সঠিক উত্তর হবে Yesterday, he went home
• বাক্যের শেষে 'yesterday' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে।
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
• Past Indefinite Tense এর structure হবে:
- Subject + did + V1 + extension +?
0
Updated: 2 months ago
Which sentence is grammatically correct?
Created: 6 months ago
A
Neither of the boys has done his homework.
B
Neither of the boys has done their homework.
C
Neither of the boys have done his homework.
D
Neither of the boys have done their homework.
0
Updated: 6 months ago