Fill in the blank with the right form of the verb:
The workers refused ______ under unsafe conditions.
A
work
B
to work
C
working
D
for working
উত্তরের বিবরণ
The complete sentence is The workers refused to work under unsafe conditions।
-
Bangla meaning: শ্রমিকরা অনিরাপদ পরিস্থিতিতে কাজ করতে অস্বীকৃতি জানায়।
-
The verb refused is followed by the infinitive form (to + verb)।
-
Correct structure: Subject + refused + to + verb (base form) + extension।
-
কিছু verbs আছে যেগুলোর পরে অন্য verb ব্যবহার করতে হলে infinitive (to + verb) ব্যবহার করতে হয়; verb + ing ব্যবহার করা যায় না।
-
এরকম কিছু verbs: advise, agree, want, arrange, resemble, decide, demand, require, forget, propose, manage, suggest, refuse, ask।
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
My wife reminded me to go my appointment.
B
My wife reminded me of my appointment.
C
My wife reminded me to my appointment.
D
My wife reminded me my appointment.
Correct sentence: My wife reminded me of my appointment.
Remind someone of something/someone (phrasal verb)
-
English Meaning: To be similar to, and make someone think of, something or someone else
-
Bangla Meaning: স্মরণ/মনে করিয়ে দেওয়া
Examples:
-
This song reminds me of our wedding day.
-
Your hair and eyes remind me of your mother.
উৎস:
0
Updated: 1 month ago
What is the plural of 'deer'?
Created: 2 weeks ago
A
Deer
B
Deers
C
Deerese
D
Deeres
The plural of “deer” is “deer” itself, অর্থাৎ একবচন ও বহুবচন দুই অবস্থাতেই শব্দটির রূপ একই থাকে। এটি ইংরেজি ভাষার একটি irregular plural noun, যেখানে শব্দের শেষে “-s” বা “-es” যোগ হয় না।
-
ইংরেজিতে কিছু বিশেষ নাম রয়েছে যেগুলোর একবচন ও বহুবচন রূপ এক, যেমন— sheep, fish, species, aircraft ইত্যাদি। deer সেই শ্রেণির একটি উদাহরণ।
-
“Deer” শব্দটি মূলত পুরোনো ইংরেজি “dēor” থেকে এসেছে, যার অর্থ ছিল ‘wild animal’। সময়ের সঙ্গে অর্থ সংকীর্ণ হয়ে শুধু নির্দিষ্ট প্রাণীকে বোঝাতে ব্যবহৃত হয়।
-
ব্যাকরণগতভাবে, “one deer” এবং “many deer” — দুই অবস্থাতেই শব্দটির রূপ অপরিবর্তিত থাকে।
-
ভুলভাবে “deers” ব্যবহার করা হয় না, কারণ এটি ভাষাগতভাবে অগ্রহণযোগ্য রূপ।
-
ইংরেজি বাক্যে যেমন বলা হয়—
-
There is a deer in the forest.
-
There are many deer in the forest.
উভয় ক্ষেত্রেই “deer” অপরিবর্তিত থাকে।
-
তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর হলো ক) Deer।
0
Updated: 2 weeks ago
Choose the right form of verb:
I felt relaxed as soon as I ________ the exam.
Created: 2 months ago
A
complete
B
had completed
C
had been completing
D
completed
As soon as
• Complete Sentence:
-
English: I felt relaxed as soon as I completed the exam.
-
Bangla: পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমি স্বস্তি বোধ করলাম।
• Grammar Rule (Past Indefinite Tense):
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরেও Past Indefinite Tense ব্যবহার হয়।
-
অর্থাৎ, অতীতের দুটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুটোই Past Indefinite Tense এ থাকবে।
-
উদাহরণ: শূন্যস্থানে সঠিক উত্তর হলো completed।
• Grammar Rule (Future Indefinite Tense):
-
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
-
উদাহরণ: I shall ring you up as soon as I arrive.
0
Updated: 2 months ago