The idiom 'hold good' means-
A
Up-to-date
B
To do good
C
To be true
D
Praiseworthy
উত্তরের বিবরণ
The idiomatic expression 'hold good' means to be true।
-
Hold good/true (Idiom)
-
English Meaning: to continue to be true; remain true or valid.
-
Bangla Meaning: সত্য থাকা; বৈধ হওয়া।
-
-
Other options:
-
Up-to-date: হালনাগাদ।
-
To do good: ভালো করা।
-
Praiseworthy: প্রশংসনীয়; শ্লাঘনীয়; প্রশংসাযোগ্য।
-

0
Updated: 1 day ago
Cul-de-sac means
Created: 1 week ago
A
A large public park
B
A short road that is blocked off at one end
C
A busy marketplace
D
A bridge connecting two cities
Cul-de-sac
-
English Meaning: a short road that is blocked off at one end.
-
Bangla Meaning: কানাগলি (Noun), কানাগলিসংক্রান্ত (Adjective)
Example Sentence:
-
These bleak conclusions need not lead into a cul-de-sac.
উৎস:

0
Updated: 1 week ago
What is the Bangla meaning of "Every cloud has a silver lining"?
Created: 5 days ago
A
চাচা আপন প্রাণ বাঁচা।
B
অসারের তর্জন গর্জনই সার।
C
বিশ্বাস পাহাড়কেও টলায়।
D
মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।
Every cloud has a silver lining একটি প্রবাদ যা বোঝায় যে কঠিন বা খারাপ পরিস্থিতিতেও সাধারণত কোনো না কোনো ইতিবাচক দিক বা আশা থাকে। এটি ধৈর্য ও আশার গুরুত্বকে নির্দেশ করে।
-
Every cloud has a silver lining
English Meaning: Even in difficult or bad situations, there is often some positive aspect or hope
Bangla Meaning: মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে -
Correct Answer: ঘ) মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে
-
Other Options:
ক) Every man is for himself / Physicians heal thyself → চাচা আপন প্রাণ বাঁচা
খ) Empty vessels sound much → অসারের তর্জন গর্জনই সার
গ) Faith will move mountains → বিশ্বাস পাহাড়কেও টলায় -
Source:

0
Updated: 5 days ago
Antonym of 'Rescind' is:
Created: 1 week ago
A
Prohibitive
B
Overrule
C
Validate
D
Contentious
সঠিক উত্তর হলো **Validate**।
**Rescind** একটি **Verb (Transitive)**। এটি বোঝায় কোনো আইন, আদেশ বা সিদ্ধান্তকে আর বৈধ বা কার্যকর না করা; অর্থাৎ বাতিল করা।
* **বাংলা অর্থ**: (আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা।
* **সমার্থক শব্দ**: Cancel (বাতিল/রদ করা), Overrule (বাতিল বা খারিজ করা), Invalidate (অকার্যকর করা), Abandon (পরিত্যাগ করা), Abort (বাতিল করা)
* **বিপরীতার্থক শব্দ**: Enforce (কার্যকর করা), Enact (আইন পাস করা), Uphold (বহাল রাখা), Validate (যাচাই করা), Implement (বাস্তবায়ন করা)
* **অন্য রূপ**:
* Rescinder (Noun)
* Rescindment (Noun)
* **উদাহরণ বাক্য**:
১. The government eventually rescinded the directive.
২. The navy rescinded its ban on women sailors.

0
Updated: 1 week ago