Fill in the blank: A number of people _____ injured in the accident.
A
was
B
were
C
has been
D
have been
উত্তরের বিবরণ
A number of people were injured in the accident; অর্থাৎ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
-
Subject-Verb Agreement:
-
"A number of," "A large number of," "A small number of," "A great number of" যুক্ত বাক্যে সাধারণত plural noun ও plural verb ব্যবহার হয়।
-
Structure: A number of + plural noun + plural verb
-
-
Explanation for the sentence:
-
প্রদত্ত বাক্যে A number of ব্যবহৃত হয়েছে এবং তার পরের শব্দ people হলো plural noun
-
অতএব plural verb were ব্যবহৃত হয়েছে
-
দুর্ঘটনা অতীতের সময়ে ঘটেছে, তাই verb past indefinite tense-এ আছে
-
-
Additional examples:
-
A large number of students have participated in the competition.
-
A small number of houses were damaged in the storm.
-
A great number of people attend the festival every year.
-
0
Updated: 1 month ago
She agreed to ______ her friend with the project.
Created: 1 month ago
A
help
B
helping
C
helped
D
be help
কিছু verb আছে যেগুলোর পরে আরেকটি verb ব্যবহার করতে হলে infinitive (to + verb) ব্যবহার করতে হয় এবং এই ক্ষেত্রে verb + ing ব্যবহার করা যায় না।
-
যেসব verb এর সাথে infinitive ব্যবহার হয়:
-
agree
-
want
-
arrange
-
decide
-
demand
-
require
-
forget
-
propose
-
manage
-
refuse
-
ask
-
ইত্যাদি
-
-
Correct Answer উদাহরণ: She agreed to help her friend with the project.
0
Updated: 1 month ago
Identify the correct sentence.
Created: 1 month ago
A
Will you mind to shutting the door quietly?
B
Will you mind shut the door quietly?
C
Are you mind shutting the door quietly?
D
Would you mind shutting the door quietly?
সঠিক বাক্য: Would you mind shutting the door quietly?
"Would you mind" যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করার নিয়ম:
গঠন (Structure): Would you mind + verb + ing + object
"Would you mind" এর পরে ক্রিয়াপদের মূল রূপের (base form) সাথে "ing" যোগ করে Gerund form ব্যবহার করতে হয়।
উদাহরণ:
Would you mind coming to my house?
Would you mind taking a cup of tea?
Would you mind giving me some money?
অন্যান্য বিকল্পগুলির ভুল:
ক) Will you mind to shutting the door quietly? * এখানে "to" (infinitive) এবং "shutting" (gerund) একসাথে ব্যবহার করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে ভুল। * "Mind" এর পরে সরাসরি Gerund বসে, Infinitive (to + verb) বসে না।
খ) Will you mind shut the door quietly? * এখানে ক্রিয়াপদের মূল রূপ "shut" ব্যবহার করা হয়েছে। * "Mind" এর পরে Gerund form "shutting" হবে, মূল রূপ নয়।
গ) Are you mind shutting the door quietly? * এখানে সহায়ক ক্রিয়া (auxiliary verb) "Are you" ভুল। * এই ধরনের অনুরোধ করার জন্য সঠিক সহায়ক ক্রিয়া হলো "Would you"।
0
Updated: 1 month ago
We didn’t expect you to carry that ________ luggage for such a short trip.
Created: 2 months ago
A
many
B
few
C
little
D
much
• Complete Sentence: We didn’t expect you to carry that much luggage for such a short trip.
-
Bangla Meaning: আমরা আশা করিনি যে তুমি এত বেশি লাগেজ নিয়ে এত ছোট সফরে যাবে।
• Explanation:
-
Much/Many হলো Determiner, অর্থাৎ noun/pronoun-এর পরিমাণ, সংখ্যা বা নির্দিষ্টতা নির্দেশ করে।
-
Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable noun এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
-
Luggage (মালামাল) হলো uncountable noun, তাই এর পূর্বে uncountable determiner হিসাবে much ব্যবহার সঠিক।
-
সুতরাং সঠিক উত্তর: much
0
Updated: 2 months ago