The teacher made the students _____ the entire research proposal again.
A
to rewrite
B
rewriting
C
rewrite
D
rewritten
উত্তরের বিবরণ
প্রদত্ত বাক্যটি ও Causative Verb সম্পর্কিত বিশ্লেষণ নিম্নরূপ:
শিক্ষক শিক্ষার্থীদের পুরো গবেষণা প্রস্তাবটি পুনরায় লিখতে বাধ্য করলেন, যেখানে made হলো causative verb।
-
Complete Sentence: The teacher made the students rewrite the entire research proposal again.
-
Bangla Meaning: শিক্ষক শিক্ষার্থীদের পুরো গবেষণা প্রস্তাবটি পুনরায় লিখতে বাধ্য করলেন।
-
Causative Verb:
-
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন ব্যবহার করা হয়।
-
বহুল প্রচলিত causative verbs: Help, Get, Have, Let, Make।
-
Make, Have, Get প্রভৃতি যোগে অনেক verb-কে causative verb হিসেবে ব্যবহার করা যায়।
-
-
Make ব্যবহারের নিয়ম:
-
Make এর পরে কোনো ব্যক্তিবাচক object (action doer) থাকলে এর পরে verb-এর base form বসে।
-
কাউকে কোনো কাজ করতে বাধ্য করার অর্থে ব্যবহার করা হয়।
-
-
Structure:
-
Subject + make (any tense) + action doer + verb (base form) + rest of the sentence.
-
প্রদত্ত বাক্যে made এর পরে ব্যক্তিবাচক object students আছে, তাই verb-এর base form rewrite ব্যবহার হয়েছে।
-

0
Updated: 1 day ago
They long since ________ not to join the political party.
Created: 1 day ago
A
decided
B
will decide
C
to decide
D
decide
Complete Sentence: They long since decided not to join the political party.
‘long since’ (adverb) ব্যাখ্যা:
-
Meaning: “long since” ব্যবহার করা হয় পূর্ববর্তী কার্যকলাপের জন্য যা অনেক আগে সম্পন্ন হয়েছিল।
-
Bangla: অনেক আগে
-
Tense: যখন “long since” মানে অনেক আগে বোঝাতে ব্যবহৃত হয়, তখন simple past tense ব্যবহার হয়।
-
উদাহরণ: They decided not to join the political party.
-
-
বিকল্প ব্যবহার: “long since” যখন for a long time (দীর্ঘ সময়ের জন্য) বোঝাতে ব্যবহৃত হয়, তখন present perfect tense ব্যবহার হয়।
-
Structure: Subject + have/has + long since + past participle
-
Example: She has long since been a devoted friend.
-
-
সুতরাং, প্রদত্ত বাক্যে past action বোঝানোর কারণে সঠিক verb হবে decided।

0
Updated: 1 day ago
It is I who _____ to blame for this error.
Created: 1 month ago
A
am
B
are
C
is
D
be
Relative Pronoun-এর পর Verb ব্যবহারের নিয়ম
-
শূন্যস্থানে সঠিক উত্তর হবে: am
Complete Sentence: It is I who am to blame for this error. -
যখন বাক্যে Relative Pronoun (যেমন: who, whom, which, what, when, whose, how, that) ব্যবহৃত হয়, তখন এর পরবর্তী verb বসে Antecedent (Relative pronoun-এর আগে থাকা noun/pronoun)-এর সাথে সঙ্গতি রেখে।
-
উপরের উদাহরণে, Antecedent হলো I। তাই verb হয়েছে am। যদি Antecedent you হয়, তবে verb হবে are।
Examples:
-
It is I who am to blame.
-
It is you who are to leave.
-
It is he who is to go.

0
Updated: 1 month ago
He gave me the notes ______ I wanted.
Created: 2 weeks ago
A
what
B
whom
C
whose
D
that
সঠিক বাক্য হলো He gave me the notes that I wanted।
-
এখানে শূন্যস্থানে একটি Relative Pronoun বসানো হয়েছে, যা inactive object "notes" বোঝাচ্ছে।
-
বস্তুবাচক ক্ষেত্রে সাধারণত that ব্যবহার হয়।
-
বস্তু সম্পর্কে যদি জানা থাকে, that বসে; জানা না থাকলে what বসে।
-
উদাহরণ:
-
He gave me what I wanted
-
He gave me the book that I wanted
-
-
whose এবং whom হলো Personal Pronoun, যা শুধুমাত্র ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়।
-
তাই প্রদত্ত বাক্যে শূন্যস্থানে that বসানো সঠিক।

0
Updated: 2 weeks ago