The crowd were _______ by his passionate speech.
A
carried on
B
carried out
C
carried away
D
carried about
উত্তরের বিবরণ
প্রদত্ত বাক্যটি “carry someone away” ফ্রেজাল ভার্বের ব্যবহারকে নির্দেশ করে, যা কাউকে খুব উত্তেজিত বা মুগ্ধ করে নিজের নিয়ন্ত্রণ হারানোর অর্থ বহন করে।
-
Complete sentence: The crowd was carried away by his passionate speech.
-
Bangla meaning: তার আবেগপূর্ণ বক্তৃতায় জনতা মুগ্ধ হয়ে গিয়েছিল।
-
-
Carry someone away
-
English meaning: to cause someone to become very excited and to lose control.
-
Bangla meaning: আত্মহারা হওয়া; মুগ্ধ হওয়া।
-
উদাহরণ: The audience was carried away by the singer’s performance.
-
-
Carry someone/something away
-
English meaning: to move something or someone away from a particular place.
-
Bangla meaning: সরানো; স্থানান্তরিত করা।
-
উদাহরণ: The river carried away the debris after the flood.
-
-
Other phrasal verbs with “carry”:
-
carry on: to continue doing something; উদাহরণ: They carried on with their work.
-
carry out: to perform or complete a task; উদাহরণ: They carried out the plan successfully.
-
carry about: This is not a standard phrasal verb in English।
-

0
Updated: 1 day ago
No sooner had I opened the book than the lights ____ out.
Created: 1 month ago
A
went
B
go
C
had went
D
have gone
• Complete sentence: No sooner had I opened the book than the lights went out.
-
No sooner…than হলো Correlative conjunction।
-
No sooner…than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
-
Structure: No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form)
-
-
Hardly had, Scarcely had, No sooner had সবগুলোই "করতে না করতেই / হতে না হতেই" এর অর্থে ব্যবহৃত হয়।
-
নিয়মাবলী অনুযায়ী:
-
No sooner had থাকলে পরের অংশে than ব্যবহৃত হয় (then নয়)।
-
Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
-
Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয় (than নয়)।
-
More Examples:
-
No sooner had I opened the book than the lights went out.
-
No sooner had the teacher begun the lesson than the fire alarm rang.

0
Updated: 1 month ago
The guidelines that you asked for ________ by the committee last month.
Created: 1 day ago
A
was issued
B
were issued
C
has issued
D
have been issued
Complete sentence: The guidelines that you asked for were issued by the committee last month.
Subject-Verb Agreement বিশ্লেষণ:
-
Plural subject সাধারণত plural verb গ্রহণ করে।
-
Plural verb-এর সাথে সাধারণত s/es যুক্ত হয় না।
-
প্রদত্ত বাক্যে subject “The guidelines” হলো plural, তাই verb-ও plural হবে।
-
যেহেতু নির্দেশিকাগুলো গত মাসে কমিটির দ্বারা ইস্যু করা হয়েছিল, তাই past indefinite tense এবং passive voice ব্যবহার হবে।
সুতরাং, শূন্যস্থানে সঠিক verb হবে: were issued
-
এই বিশ্লেষণ দেখায় plural subject + past passive verb এর ব্যবহার কিভাবে নির্ধারণ করা হয়।

0
Updated: 1 day ago
She was very tired, _______ she continued working till midnight.
Created: 4 days ago
A
therefore
B
hence
C
because
D
yet
Complete sentence:
She was very tired, yet she continued working till midnight.
ব্যাখ্যা:
-
yet ব্যবহৃত হয় বিপরীত বা পরস্পরবিরোধী তথ্য দেখাতে।
-
এখানে দুটি বিপরীতমুখী তথ্য রয়েছে: সে খুব ক্লান্ত ছিল, কিন্তু সে কাজ চালিয়ে গেছে।
-
অন্য অপশনগুলো প্রাসঙ্গিক নয়:
-
therefore → কারণ নির্দেশ করে, পরিণতি বোঝায়।
-
hence → সুতরাং/এ কারণে।
-
because → কেননা/কারণ।
-
-
তাই yet সঠিক সমন্বয়কারী conjunction।
বাংলা অর্থ:
সে খুব ক্লান্ত ছিল, তবুও সে মধ্যরাত পর্যন্ত কাজ চালিয়ে গেল।

0
Updated: 4 days ago