সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
উত্তরের বিবরণ
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
Created: 1 month ago
A
কৃষ্ণচন্দ্র মজুমদার
B
রামানন্দ চট্রোপাধ্যায়
C
শামসুর রাহমান
D
সিকান্দার আবু জাফর
‘ঢাকা প্রকাশ’ পত্রিকা
-
ঢাকা প্রকাশ ছিল ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র।
-
এর প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার।
-
পত্রিকাটি ১৮৬১ সালের ৭ মার্চ বাবুবাজারের ‘বাঙালা যন্ত্র’ থেকে প্রথমবার প্রকাশিত হয়।
-
ঢাকা প্রকাশ প্রায় ১০০ বছর পর্যন্ত সক্রিয় ছিল।
-
পরিচালকদের মধ্যে মূল ব্যক্তিত্ব ছিলেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 5 months ago
A
মোহাম্মদ আকরম খাঁ
B
তফাজ্জল হোসেন
C
নাসিরুদ্দীন
D
সিকানদার আবু জাফর
‘সমকাল’ পত্রিকা
১৯৫৭ সালে ঢাকা থেকে সিকান্দার আবু জাফর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’। এর সহকারী সম্পাদক হিসেবে ছিলেন হাসান হাফিজুর রহমান। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তিপ্রস্তর গঠনে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অস্বীকারযোগ্য নয়।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাভাষী বাংলাদেশের প্রভাবশালী লেখকদের মধ্যে এমন কেউ ছিলেন না, যিনি ‘সমকাল’ পত্রিকায় লেখেননি। ‘সমকাল’ ছিল লেখকদের জন্য গর্বের বিষয়। সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক হিসাবে বাংলাভাষী লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকাকে সামনে নিয়ে গিয়েছিলেন।
এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
'বেঙ্গল গেজেট' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
হেনরি ডিরোজিও
C
জেম্স অগাস্টাস হিকি
D
উইলিয়াম জোন্স
বেঙ্গল গেজেট ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র হিসেবে পরিচিত।
মূল তথ্যসমূহ:
-
১৭৮০ খ্রিষ্টাব্দের ২৯ জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয়, পত্রিকাটির সম্পাদক ছিলেন জেম্স অগাস্টাস হিকি।
-
পত্রিকাটিতে মূলত বিজ্ঞাপন, বিদেশি ইংরেজি পত্রিকা থেকে উদ্ধৃতি এবং সংবাদদাতাদের বিবরণধর্মী লেখা প্রকাশিত হতো।
-
একটি বিশেষ অংশ ছিল ‘পোয়েটস্ কর্নার’, যেখানে সাহিত্যিক লেখা প্রকাশিত হতো।
-
প্রথম মাস দশেক পত্রিকায় কোনো রাজনৈতিক বা বিবাদপূর্ণ লেখা প্রকাশিত হয়নি।
-
পরে প্রশাসনের বিপক্ষে কিছু লেখা প্রকাশিত হলে ১৭৮০ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর ফোর্ট উইলিয়াম থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়, যার মাধ্যমে ডাকঘরের মাধ্যমে পত্রিকা বিতরণ বন্ধ করা হয়।
0
Updated: 1 month ago