They long since ________ not to join the political party.
A
decided
B
will decide
C
to decide
D
decide
উত্তরের বিবরণ
Complete Sentence: They long since decided not to join the political party.
‘long since’ (adverb) ব্যাখ্যা:
-
Meaning: “long since” ব্যবহার করা হয় পূর্ববর্তী কার্যকলাপের জন্য যা অনেক আগে সম্পন্ন হয়েছিল।
-
Bangla: অনেক আগে
-
Tense: যখন “long since” মানে অনেক আগে বোঝাতে ব্যবহৃত হয়, তখন simple past tense ব্যবহার হয়।
-
উদাহরণ: They decided not to join the political party.
-
-
বিকল্প ব্যবহার: “long since” যখন for a long time (দীর্ঘ সময়ের জন্য) বোঝাতে ব্যবহৃত হয়, তখন present perfect tense ব্যবহার হয়।
-
Structure: Subject + have/has + long since + past participle
-
Example: She has long since been a devoted friend.
-
-
সুতরাং, প্রদত্ত বাক্যে past action বোঝানোর কারণে সঠিক verb হবে decided।
0
Updated: 1 month ago
He not only repaired the car ___________.
Created: 1 month ago
A
he has repaired it the bike
B
but also repaired the bike
C
but also repaired it the bike
D
but also he repairs it the bike
Correct sentence: He not only repaired the car but also repaired the bike। এটি Parallelism এর নিয়ম মেনে গঠিত।
Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য বা কাজ উল্লেখ করা হয়, তখন প্রত্যেক তথ্যকে একই ধরনের গঠন বা part of speech ব্যবহার করে সাজানো হয়। এটি বাক্যকে সুষম এবং পাঠযোগ্য করে তোলে।
Parallelism এর নিয়ম:
-
And, or, but, be verb ইত্যাদির আগে এবং পরে সমজাতীয় parts of speech বসতে হবে।
-
Both...and, Not only...but also, Either...or, Neither...nor ইত্যাদি correlatives এর উভয় পাশে সমজাতীয় parts of speech বসতে হবে।
-
উদাহরণস্বরূপ, যদি একটি অংশ noun হয়, অন্যগুলোও noun হবে; যদি adjective হয়, সবগুলো adjective হবে।
-
Infinitive বা Gerund ব্যবহার করলে সবগুলো অংশ একই রূপের Infinitive বা Gerund হবে।
Use of Not only...but also:
-
Not only যদি subject-এর আগে বসে, তাহলে But also ও subject-এর আগে বসবে।
-
Not only যদি object-এর আগে বসে, তাহলে But also ও object-এর আগে বসবে।
Examples:
-
Robert is not only talented but also handsome।
-
He writes not only correctly but also neatly।
-
Beth plays not only the guitar but also the violin।
0
Updated: 1 month ago
The lawyer's argument was strong because it was directly _______ to the case under discussion.
Created: 1 month ago
A
irrelevant
B
obscure
C
pertinent
D
vague
Complete sentence: The lawyer's argument was strong because it was directly pertinent to the case under discussion.
Bangla meaning: এ আইনজীবীর যুক্তি শক্তিশালী ছিল কারণ এটি সরাসরি আলোচিত মামলার সাথে প্রাসঙ্গিক ছিল।
বিভিন্ন বিকল্পের বিশ্লেষণ:
-
Irrelevant (Adjective)
-
Bangla meaning: অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন
-
English meaning: Not related or connected to the matter at hand
-
-
Obscure (Adjective, Noun)
-
Bangla meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট
-
English meaning: Not clearly seen or easily distinguished
-
-
Pertinent (Adjective)
-
Bangla meaning: প্রাসঙ্গিক
-
English meaning: Appropriate to a particular situation; relevant
-
-
Vague (Adjective)
-
Bangla meaning: অস্পষ্ট; ভাসাভাসা; আবছা
-
English meaning: Not seen or understood clearly
-
শব্দগুলোর অর্থ বিবেচনায়, শূন্যস্থানে সঠিক উত্তর হলো Pertinent।
0
Updated: 1 month ago
I have never seen ____ airplane before.
Created: 2 weeks ago
A
any larger
B
as large
C
such a large
D
so large
0
Updated: 2 weeks ago