কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
A
মোস্তফা চরিত
B
নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
C
বিশ্বনবী
D
মানব-মুকুট
উত্তরের বিবরণ
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
- মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী ছিলেন একজন লেখক ও সাংবাদিক।
- ১৩৯৫ বঙ্গাব্দের ১৮ কার্তিক (নভেম্বর, ১৮৮৮) ফরিদপুর জেলার পাংশা উপজেলার অন্তর্গত মাগুরাডাঙ্গা গ্রামে তাঁর জন্ম।
- এয়াকুব আলী চৌধুরী কংগ্রেস রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ১৯২০-২১ সালে অসহযোগ ও খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করে তিনি কারাবরণ করেন। এর ফলে তাঁর শিক্ষকজীবনেরও অবসান ঘটে।
- অতঃপর তিনি কলকাতা গিয়ে অনুজ আওলাদ আলী চৌধুরীর সঙ্গে সাংবাদিকতার কাজে যোগ দেন এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির (১৯১১) সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন। তিনি কিছুকাল এ সমিতির সম্পাদকও ছিলেন।
- তাঁর ও কবি গোলাম মোস্তফার যুগ্ম সম্পাদনায় ১৯২৭ সালের জানুয়ারি মাসে সমিতির মুখপত্র মাসিক সাহিত্যিক প্রকাশিত হয়।
- জ্যেষ্ঠ ভ্রাতা মোহাম্মদ রওশন আলী চৌধুরী সম্পাদিত মাসিক কোহিনূরে প্রবন্ধ লিখে তিনি সাহিত্যসাধনা শুরু করেন।
- বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানের মাতৃভাষা বাংলা না উর্দু হবে এ বিতর্কে তিনি বাংলা ভাষাকেই সমর্থন করেন।
তাঁর প্রধান রচনাগুলো হলো:
- ধর্মের কাহিনী (১৯১৪),
- নূরনবী (১৯১৮),
- শান্তিধারা (১৯১৮) ও
- মানব মুকুট (১৯২৬)।
অন্যদিকে,
• মাওলানা আকরম খাঁ রচিত হজরত মোহাম্মদ (স.)-এর জীবনী 'মোস্তফা চরিত'।
• ‘বিশ্বনবী’ গদ্যগ্রন্থটির রচয়িতা গোলাম মোস্তফা।
• ‘নয়াজাতি স্রষ্টা: হযরত মুহাম্মদ’ মোহাম্মদ বরকতুল্লাহ্ রচিত গ্রন্থ।
উৎস: বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থের নাম কী?
Created: 1 month ago
A
চৈতন্য মঙ্গল
B
চৈতন্য-ভাগবত
C
চৈতন্য-চরিতামৃত
D
চৈতন্যজীবনী
শ্রী চৈতন্যদেব মধ্যযুগের বাংলা সাহিত্যে এক অনন্য প্রভাব বিস্তারকারী ধর্মপ্রচারক। তিনি নিজে বাংলা ভাষায় একটি পঙক্তিও রচনা করেননি, কিন্তু তাঁর নামেই একটি যুগের সৃষ্টি হয়েছে, যা চৈতন্যযুগ নামে পরিচিত। তাঁকে কেন্দ্র করে মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যধারা বৈষ্ণব সাহিত্য গড়ে ওঠে। তাঁর প্রচেষ্টা ও প্রভাবের ফলেই বাঙালির স্বজাত্যবোধ ও নিজস্ব সংস্কৃতি রক্ষিত হয়।
-
বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ হলো বৃন্দাবন দাস রচিত ‘চৈতন্য-ভাগবত’।
-
দ্বিতীয় জীবনীগ্রন্থ হলো লোচন দাসের ‘চৈতন্য মঙ্গল’।
-
সবচেয়ে অদ্বিতীয় ও তথ্যবহুল জীবনীগ্রন্থ হলো কৃষ্ণদাস কবিরাজের ‘চৈতন্য-চরিতামৃত’।
-
বাংলা সাহিত্য ১৫০০ থেকে ১৭০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে চৈতন্যযুগ বলা হয়।
-
শ্রীচৈতন্যর পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, আর ডাক নাম ছিল নিমাই।
-
তিনি জন্মগ্রহণ করেন ১৪৮৬ খ্রিষ্টাব্দে এবং মৃত্যুবরণ করেন ১৫৩৩ খ্রিষ্টাব্দে।
বৈষ্ণব সাহিত্য প্রধানত তিন প্রকার—
-
জীবনীকাব্য
-
বৈষ্ণব শাস্ত্র
-
পদাবলী
0
Updated: 1 month ago
সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
Created: 2 months ago
A
পঞ্চতন্ত্র
B
কালান্তর
C
প্রবন্ধ সংগ্রহ
D
শাশ্বত বঙ্গ
সৈয়দ মুজতবা আলীর গুরুত্বপূর্ণ রচনা ও গ্রন্থসমূহ
পঞ্চতন্ত্র:
-
সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ (১৯৫২) একটি ব্যক্তিগত প্রবন্ধ সংকলন, যা দুই ভাগে বিভক্ত।
-
প্রথম পর্বে: ৩৪টি রচনা
-
দ্বিতীয় পর্বে: ৩১টি রচনা
-
মোট: ৬৫টি প্রবন্ধ
-
-
উল্লেখযোগ্য প্রবন্ধ: বই কেনা, মোপাসাঁ, চেখফ্-রবীন্দ্রনাথ, বিদেশে, মেশেদিনী, অনুবাদ সাহিত্য, অর্থং অর্থং ইত্যাদি।
-
এই প্রবন্ধগুলো মূলত ‘বসুমতী’ ও ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়।
-
এতে মুজতবা আলীর সরস ও প্রাঞ্জল গদ্যশৈলী এবং বিচিত্র বিষয়ে আগ্রহ প্রকাশ পেয়েছে।
-
গ্রন্থটি সাধারণত রম্যসাহিত্যের অন্তর্ভুক্ত।
অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ:
-
কালান্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে রচিত রাজনৈতিক প্রবন্ধ সংকলন।
-
শাশ্বত বঙ্গ (কাজী আবদুল ওদুদ): বাংলা ভাষা, সাহিত্য ও বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থ।
সৈয়দ মুজতবা আলী: জীবন ও সাহিত্যিক পরিচিতি
-
জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯০৪, করিমগঞ্জ, শ্রীহট্ট (সিলেট)। পৈতৃক নিবাস: মৌলভীবাজার, উত্তরসুর গ্রাম।
-
শিক্ষা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক।
-
সাহিত্যিক জীবন:
-
প্রথম স্বীকৃতি: ‘দেশে-বিদেশে’ – কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধি থেকে উদ্ভূত।
-
বিশেষ রচনা: ‘পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা’।
-
ভূমিকা রচনা: কাজী নজরুল ইসলামের ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ গ্রন্থে।
-
-
মৃত্যু: ১১ ফেব্রুয়ারি ১৯৭৪, ঢাকা।
লেখাগুলি ভাগ করা যায়:
-
উপন্যাস: অবিশ্বাস্য, শবনম
-
রম্য রচনা: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী
-
ছোটগল্প সংকলন: চাচা-কাহিনী, টুনি মেম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা-
Created: 5 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
ড. মুহম্মদ শহীদুল্লাহ
C
আবুল মনসুর আহমদ
D
আতাউর রহমান
• 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৮) গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ।
- এটি একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ।
- আবুল মনসুর আহমদ রচিত রাজনীতি বিষয়ক আরেকটি গ্রন্থ হলো: ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু’ (১৯৭৩)।
--------------
• আবুল মনসুর আহমদ:
- সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।
তাঁর রচিত গল্পগ্রন্থ:
- আয়না ও
- ফুড কনফারেন্স।
আত্মচরিত:
- আত্মকথা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago