Who is the author of 'A Farewell to Arms'?
A
H. G. Wells
B
George Orwel
C
Thomas Hardy
D
Ernest Hemingway
উত্তরের বিবরণ
• 'A Farewell to Arms' is written by - Ernest Hemingway.
- এটি ১৯২৯ সালে প্রকাশিত তাঁর তৃতীয় novel.
- A Farewell to Arms is particularly notable for its autobiographical elements.
- এই novel এ arms বলতে একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
- The plot is set during the Italian campaign of World War I. First published in 1929, it is a first-person account of an American, Frederic Henry, serving as a lieutenant in the ambulance corps of the Italian Army.
- The title is taken from a poem by the 16th-century English dramatist George Peele.
• A Farewell to Arms এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Lieutenant Frederic Henry (Protagonist)
- Henry Catherine Barkley
- Helen Ferguson
- Lieutenant Rinaldi, etc.
• Ernest Hemingway is an American novelist.
- He was awarded Nobel prize in 1954 for literature.
• His famous novels:
- A Farewell to Arms,
- For Whom The Bell Tolls,
- The Sun Also Rises,
- Death in the Afternoon,
- To Have and Have not.
Source: Britannica.
1
Updated: 5 months ago
Fill in the blank with correct preposition. He is devoid - commonsense.
Created: 3 months ago
A
of
B
from
C
introduction
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – of।
সম্পূর্ণ বাক্য:
He is devoid of commonsense.
(তার সাধারণ বোধ সম্পূর্ণ অনুপস্থিত।)
Devoid of (ইডিয়ম)
অর্থ: কিছু না থাকা; সম্পূর্ণরূপে বিহীন থাকা।
বাংলায় অর্থ: কোনো জিনিসের অভাব বা বঞ্চনা।
ব্যবহার:
‘Devoid’ শব্দের পর ‘of’ প্রিপোজিশন লাগে।
উদাহরণ বাক্য:
-
পরিত্যক্ত বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না।
-
তার যুক্তি সম্পূর্ণরূপে তর্কসাপেক্ষ এবং অসংগঠিত ছিল।
0
Updated: 3 months ago
What kind of noun is 'Cattle'?
Created: 5 months ago
A
Proper
B
Common
C
Collective
D
Material
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
• কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
0
Updated: 5 months ago
Which of the following is correct:
Created: 1 month ago
A
Each of the students are good.
B
Each of the students is good.
C
Each of the student is good.
D
All of the students is good.
বাক্যটি “Each of the students is good” সঠিকভাবে গঠিত কারণ “Each” একটি singular subject। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Each হলো singular subject, যদিও এটি একাধিক ব্যক্তি বা জিনিসকে বোঝায়।
-
Singular subject-এর সাথে singular verb ব্যবহার হয়, তাই এখানে is ব্যবহার করা হয়েছে, are নয়।
-
সঠিক phrase: Each of the students (plural noun “students” ব্যবহার হয় “each of” এর পরে)।
-
এখানে “Each” মানে প্রত্যেক এবং এটি একবচন, তাই singular verb is ব্যবহার করা হয়েছে।
-
Other options:
-
ক) Each of the students are good – “Each” singular, তাই “are” ভুল।
-
গ) Each of the student is good – “student” plural হওয়া উচিত (“students”)।
-
ঘ) All of the students is good – “All” plural, তাই verb are হওয়া উচিত, “is” নয়।
-
0
Updated: 1 month ago