The guidelines that you asked for ________ by the committee last month.
A
was issued
B
were issued
C
has issued
D
have been issued
উত্তরের বিবরণ
Complete sentence: The guidelines that you asked for were issued by the committee last month.
Subject-Verb Agreement বিশ্লেষণ:
-
Plural subject সাধারণত plural verb গ্রহণ করে।
-
Plural verb-এর সাথে সাধারণত s/es যুক্ত হয় না।
-
প্রদত্ত বাক্যে subject “The guidelines” হলো plural, তাই verb-ও plural হবে।
-
যেহেতু নির্দেশিকাগুলো গত মাসে কমিটির দ্বারা ইস্যু করা হয়েছিল, তাই past indefinite tense এবং passive voice ব্যবহার হবে।
সুতরাং, শূন্যস্থানে সঠিক verb হবে: were issued
-
এই বিশ্লেষণ দেখায় plural subject + past passive verb এর ব্যবহার কিভাবে নির্ধারণ করা হয়।

0
Updated: 1 day ago
She ____ painting.
Created: 1 month ago
A
took up
B
takes off
C
takes after
D
takes over
• Took up
-
English Meaning: to begin to occupy (land), to enter upon (something, such as a business, hobby, or subject of study)
-
Bangla Meaning: আরম্ভ করা
-
Complete Sentence: She took up painting.
-
Bangla Meaning: সে ছবি আঁকা শুরু করেছিল।
-
অর্থাৎ নতুন কিছু শুরু করেছিল।
-
• Other Options:
-
খ) takes off – মানে উড়ে যাওয়া / ছুটি নেওয়া / কাপড় খোলা (e.g., The plane takes off at 5).
-
গ) takes after – পরিবারের কারো মতো হওয়া (চেহারায় বা স্বভাবে)।
-
ঘ) takes over – নিয়ন্ত্রণ নেওয়া (e.g., He took over the company).
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
They long since ________ not to join the political party.
Created: 1 day ago
A
decided
B
will decide
C
to decide
D
decide
Complete Sentence: They long since decided not to join the political party.
‘long since’ (adverb) ব্যাখ্যা:
-
Meaning: “long since” ব্যবহার করা হয় পূর্ববর্তী কার্যকলাপের জন্য যা অনেক আগে সম্পন্ন হয়েছিল।
-
Bangla: অনেক আগে
-
Tense: যখন “long since” মানে অনেক আগে বোঝাতে ব্যবহৃত হয়, তখন simple past tense ব্যবহার হয়।
-
উদাহরণ: They decided not to join the political party.
-
-
বিকল্প ব্যবহার: “long since” যখন for a long time (দীর্ঘ সময়ের জন্য) বোঝাতে ব্যবহৃত হয়, তখন present perfect tense ব্যবহার হয়।
-
Structure: Subject + have/has + long since + past participle
-
Example: She has long since been a devoted friend.
-
-
সুতরাং, প্রদত্ত বাক্যে past action বোঝানোর কারণে সঠিক verb হবে decided।

0
Updated: 1 day ago
It is time we ____ for the station.
Created: 1 week ago
A
could leave
B
have left
C
are leaving
D
left
Complete Sentence:
-
It is time we left for the station.
It is time / It is high time:
-
যখন It is time বা It is high time ব্যবহার করা হয় এবং এর পর subject বসে, তখন subject-এর পরে verb past form হয়।
-
উদাহরণ: বাক্যটির verb হলো left।
-
-
যদি It is time বা It is high time এর পরে subject না আসে, তখন verb Infinitive form হয়।
-
উদাহরণ: It is high time to change our attitude.
-
উৎস:

0
Updated: 1 week ago