The guidelines that you asked for ________ by the committee last month.
A
was issued
B
were issued
C
has issued
D
have been issued
উত্তরের বিবরণ
Complete sentence: The guidelines that you asked for were issued by the committee last month.
Subject-Verb Agreement বিশ্লেষণ:
-
Plural subject সাধারণত plural verb গ্রহণ করে।
-
Plural verb-এর সাথে সাধারণত s/es যুক্ত হয় না।
-
প্রদত্ত বাক্যে subject “The guidelines” হলো plural, তাই verb-ও plural হবে।
-
যেহেতু নির্দেশিকাগুলো গত মাসে কমিটির দ্বারা ইস্যু করা হয়েছিল, তাই past indefinite tense এবং passive voice ব্যবহার হবে।
সুতরাং, শূন্যস্থানে সঠিক verb হবে: were issued
-
এই বিশ্লেষণ দেখায় plural subject + past passive verb এর ব্যবহার কিভাবে নির্ধারণ করা হয়।
0
Updated: 1 month ago
He is endowed ___ remarkable talent.
Created: 1 month ago
A
by
B
in
C
with
D
of
সঠিক উত্তর হলো গ) with। বাক্যটির ব্যাখ্যা এবং ব্যবহার নিচে দেওয়া হলো।
-
Complete Sentence: He is endowed with remarkable talent.
-
Endowed with
-
Bangla Meaning: ন্যায়বুদ্ধিসম্পন্ন, কোনো গুণ বা ক্ষমতায় সমৃদ্ধ
-
English Meaning: to have a particular quality or feature
-
-
Options Explanation:
-
by — দ্বারা; Agent বোঝায়, এখানে প্রযোজ্য নয়
-
in — মধ্যে; অবস্থান বোঝায়, এখানে ভুল
-
of — এর; সম্পর্ক বোঝায়, “endowed of” ভুল
-
on — উপর; অবস্থান বোঝায়, এখানে ভুল
-
-
Rule: “Endowed” শব্দের সঙ্গে সর্বদা with ব্যবহৃত হয় কোনো গুণ, দক্ষতা বা বৈশিষ্ট্য বোঝাতে।
-
সঠিক বাক্য: He is endowed with remarkable talent.
0
Updated: 1 month ago
He always has me _____ his work.
Created: 2 months ago
A
to do
B
do
C
done
D
has done
Complete sentence: He always has me do his work.
Causative Verb:
-
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
-
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verbs।
-
Make, Have, Get প্রভৃতি যোগে অনেক verb-কে causative verb এ পরিণত করা যায়।
Causative Verb Structure:
1. Have (ব্যক্তি)
-
Structure: Subject + have (any tense) + object (usually person) + base form of verb + ...
-
Examples:
-
Jonny had Ronny clean the bedroom.
-
He always has me do his work.
-
Mary will have Alex prepare her homework.
-
2. Have (বস্তু)
-
Structure: Subject + have (any tense) + object (usually thing) + past participle form of verb + ...
-
Examples:
-
John had his car washed.
-
He always has his work done.
-
Lopa will have her homework prepared.
-
3. Get (ব্যক্তি/বস্তু)
-
Structure (person): Subject + get (any tense) + object + infinitive (to + v1)
-
Example: John got Alex to clean the bedroom.
-
-
Structure (thing): Subject + get (any tense) + object + past participle
-
Example: John got his car washed.
-
4. Make (ব্যক্তি)
-
Structure: Subject + make (any tense) + object (always person) + base form of verb + ...
-
Examples:
-
Robert made me beat that little child.
-
He always makes me do his work.
-
Mary will make me prepare her homework.
-
I made him wash my car.
-
He makes me laugh whenever I am down.
-
Other options:
-
ক) to do: ভুল, causative structure এ সরাসরি base form আসে।
-
গ) done: past participle; এখানে ব্যবহার হয় না।
-
ঘ) has done: present perfect tense; causative structure এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
0
Updated: 2 months ago
He gave me the notes ______ I wanted.
Created: 1 month ago
A
what
B
whom
C
whose
D
that
সঠিক বাক্য হলো He gave me the notes that I wanted।
-
এখানে শূন্যস্থানে একটি Relative Pronoun বসানো হয়েছে, যা inactive object "notes" বোঝাচ্ছে।
-
বস্তুবাচক ক্ষেত্রে সাধারণত that ব্যবহার হয়।
-
বস্তু সম্পর্কে যদি জানা থাকে, that বসে; জানা না থাকলে what বসে।
-
উদাহরণ:
-
He gave me what I wanted
-
He gave me the book that I wanted
-
-
whose এবং whom হলো Personal Pronoun, যা শুধুমাত্র ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়।
-
তাই প্রদত্ত বাক্যে শূন্যস্থানে that বসানো সঠিক।
0
Updated: 1 month ago