Which of the following sentences is correct?
A
He lives in the countryside and has a passion about beekeeping.
B
He lives in the countryside and has a passion of beekeeping.
C
He lives in the countryside and has a passion for beekeeping.
D
He lives in the countryside and has a passion in beekeeping.
উত্তরের বিবরণ
Correct sentence: গ) He lives in the countryside and has a passion for beekeeping.
‘A passion for something’ এর অর্থ:
-
English: an extreme interest in or wish for doing something, such as a hobby, activity, etc.
-
Bangla: প্রবল অনুরাগ, প্রবল আগ্রহ বা উৎসাহ; বিশেষ কোনো কাজ বা বিষয়ের প্রতি তীব্র আকর্ষণ।
উদাহরণ:
-
She has a consuming passion for science fiction.
-
তিনি বিজ্ঞান কথাসাহিত্যের প্রতি তীব্র আগ্রহী।
-
-
They met at college and shared a passion for clothes and shopping.
-
তারা কলেজে দেখা হয়েছিল এবং পোশাক ও কেনাকাটার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল।
-
-
He retired from professional football years ago but still has a passion for the game.
-
তিনি বহু বছর আগে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন, কিন্তু এখনো খেলাটির প্রতি আগ্রহ বজায় আছে।
-
-
‘Passion’ শব্দটি কোনো কাজ, শখ বা বিষয়ের প্রতি অন্তরঙ্গ ও তীব্র আগ্রহ প্রকাশ করতে ব্যবহার হয়।
0
Updated: 1 month ago
Pick the correct sentence.
Created: 1 month ago
A
Three-fifths of the voters oppose the new law.
B
Three-fifths of the voters is opposing the new law.
C
Three-fifths of the voter oppose the new law.
D
Three-fifths of the voters opposes the new law
Correct Sentence: Three-fifths of the voters oppose the new law.
-
ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds)।
-
প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর subject singular হলে verb singular হবে, আর plural হলে verb plural হবে।
-
ভুল অপশন বিশ্লেষণ:
খ) Three-fifths of the voters is opposing the new law → ভুল। কারণ "voters" বহুবচন, তাই verb হবে বহুবচন (are opposing)।
গ) Three-fifths of the voter oppose the new law → ভুল। "Voter" একবচন, কিন্তু fraction অর্থ বহুবচন, তাই হবে voters।
ঘ) Three-fifths of the voters opposes the new law → ভুল। "Voters" বহুবচন, তাই verb হবে বহুবচন (oppose) নয় "opposes"।
0
Updated: 1 month ago
Identify the correct sentence.
Created: 1 month ago
A
He gave me an advice.
B
He is somewhat of a liar.
C
The rich is not always happy.
D
She saw an one eyed man.
The correct sentence হলো He is somewhat of a liar। এখানে somewhat of বা somewhat adverb হিসেবে ব্যবহৃত হয়েছে, যা ‘কিছু পরিমাণে’ বা ‘কিছুটা’ অর্থ প্রকাশ করে।
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:
-
He gave me an advice
-
"Advice" uncountable noun, তাই এর আগে an ব্যবহার করা যাবে না। সঠিক হবে: He gave me a piece of advice বা He gave me some advice।
-
-
The rich is not always happy
-
"The rich" হলো plural noun, তাই plural verb are ব্যবহার হবে। সঠিক বাক্য: The rich are not always happy।
-
-
She saw an one eyed man
-
"One-eyed" শব্দের শুরুতে ‘w’ ধ্বনি আছে (won এর মতো), তাই article a ব্যবহার হবে, an নয়। সঠিক বাক্য: She saw a one-eyed man।
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Neither of the boys are guilty.
B
Neither of the boys is guilty.
C
Neither of the boy is guilty.
D
Neither of boys is guilty.
সঠিক উত্তর হলো খ) Neither of the boys is guilty। এই বাক্যে "neither" শব্দটি দুইজনের মধ্যে কেউই না বোঝালেও একবচন হিসেবে ব্যবহার করা হয়। তাই subject একবচন হওয়ায় এর সঙ্গে is (একবচন ক্রিয়া) ব্যবহার করতে হয়; are (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা যাবে না। "of the boys" অংশটি একটি prepositional phrase, যা subject নয়, তাই এটি verb-এর ফর্ম পরিবর্তন করে না। এই কারণে কেবল "Neither of the boys is guilty" বাক্যটি subject-verb agreement অনুযায়ী সঠিক।
-
ক) Neither of the boys are guilty
-
ভুল, কারণ "neither" একবচন হলেও এখানে "are" (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Neither of the boy is guilty
-
ভুল, কারণ "boy" একবচন; "neither of" এর পরে বহুবচন noun হওয়া উচিত, যেমন "boys"।
-
-
ঘ) Neither of boys is guilty
-
ভুল, কারণ "of boys" এর আগে the নির্দিষ্ট নির্ধারক থাকা উচিত; সঠিক রূপ হলো "of the boys"।
-
0
Updated: 1 month ago