Which of the following sentences is correct?
A
He lives in the countryside and has a passion about beekeeping.
B
He lives in the countryside and has a passion of beekeeping.
C
He lives in the countryside and has a passion for beekeeping.
D
He lives in the countryside and has a passion in beekeeping.
উত্তরের বিবরণ
Correct sentence: গ) He lives in the countryside and has a passion for beekeeping.
‘A passion for something’ এর অর্থ:
-
English: an extreme interest in or wish for doing something, such as a hobby, activity, etc.
-
Bangla: প্রবল অনুরাগ, প্রবল আগ্রহ বা উৎসাহ; বিশেষ কোনো কাজ বা বিষয়ের প্রতি তীব্র আকর্ষণ।
উদাহরণ:
-
She has a consuming passion for science fiction.
-
তিনি বিজ্ঞান কথাসাহিত্যের প্রতি তীব্র আগ্রহী।
-
-
They met at college and shared a passion for clothes and shopping.
-
তারা কলেজে দেখা হয়েছিল এবং পোশাক ও কেনাকাটার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল।
-
-
He retired from professional football years ago but still has a passion for the game.
-
তিনি বহু বছর আগে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন, কিন্তু এখনো খেলাটির প্রতি আগ্রহ বজায় আছে।
-
-
‘Passion’ শব্দটি কোনো কাজ, শখ বা বিষয়ের প্রতি অন্তরঙ্গ ও তীব্র আগ্রহ প্রকাশ করতে ব্যবহার হয়।

0
Updated: 1 day ago
Identify the correct sentence:
Created: 1 day ago
A
Neither Pavel nor his friends was to blame.
B
Neither Pavel nor his friends are to blamed.
C
Neither Pavel nor his friends is to be blamed.
D
Neither Pavel nor his friends are to be blamed.
ঘ) Neither Pavel nor his friends are to be blamed।
-
Neither … nor দিয়ে দুটি Noun বা Pronoun যুক্ত হলে verb সর্বদা nor-এর পরে থাকা noun/pronoun অনুযায়ী বসে।
-
প্রশ্নে শেষের noun হলো his friends, যা plural, তাই verb হবে are।
-
বাক্যটি Passive structure হওয়ায় verb-এর সঙ্গে to be blamed ব্যবহার করা হয়েছে।
-
উদাহরণ:
-
[Either/neither] + singular noun + [or/nor] + singular noun → singular verb
-
Neither the salesmen nor the marketing manager is in favor of the system।
-
-
[Either/neither] + singular/plural noun + [or/nor] + plural noun → plural verb
-
Neither Arif nor his friends are going to the beach today।
-
-

0
Updated: 1 day ago
Identify the correct sentence
Created: 1 week ago
A
One-fourth of the students are absent today.
B
One-fourths of the students are absent today.
C
One-fourth of the student are absent today.
D
One-fourth of the students were absent today.
Correct Sentence: One-fourth of the students are absent today।
বিশ্লেষণ:
-
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম সংখ্যা One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds)।
-
প্রথম সংখ্যা One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর subject যদি singular হয়, তাহলে verb singular হবে।
-
subject যদি plural হয়, তাহলে verb plural হবে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) One-fourths of the students are absent today।
-
ভুল। "One-fourths" নয়, সঠিক হবে "One-fourth"।
-
-
গ) One-fourth of the student are absent today।
-
ভুল। "the student" একবচন, তাই verb হবে is।
-
-
ঘ) One-fourth of the students were absent today।
-
ভুল। এখানে "today" শব্দ থাকায় present tense ব্যবহার করা উচিত। Verb "were" past tense নির্দেশ করে, তাই ভুল।
-
Source:

0
Updated: 1 week ago
Choose the correct answer. How long did you wait?
Created: 5 months ago
A
Till lunch time.
B
Till he came.
C
Until six o’clock.
D
Since this morning.
প্রশ্নটি ছিল "How long did you wait?"। সঠিক উত্তর "Till he came" (খ)। এখানে "Till" (যতক্ষণ না) ব্যবহার করা হয়েছে, যা একটি সময়কাল নির্দেশ করে, অর্থাৎ আপনি তার আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এটি past tense বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
বাকি উত্তরগুলো:
ক) "Till lunch time": নির্দিষ্ট সময়, সময়কাল নয়।
গ) "Until six o’clock": নির্দিষ্ট সময় (৬টা) নির্দেশ করে।
ঘ) "Since this morning": সময়ের শুরু নির্দেশ করে, যা প্রশ্নের সাথে মেলে না।
তাহলে সঠিক উত্তর "Till he came"।

0
Updated: 5 months ago