আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি কে?
A
শাহ মুহম্মদ সগীর
B
কায়কোবাদ
C
নবীনচন্দ্র সেন
D
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তরের বিবরণ
কায়কোবাদ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ প্রখ্যাত কবি। তিনি ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, এবং ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
কায়কোবাদ রচিত কাব্যগ্রন্থ:
-
কুসুম-কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ, ১৭৬১ অবলম্বনে রচিত)
-
শিব-মন্দির
-
অমিয়ধারা
-
শ্মশান-ভস্ম
-
মহরম শরীফ
-
তাঁর মহাকাব্যগুলোতে ঐতিহাসিক, ধর্মীয় ও সামাজিক বিষয়বস্তু সমৃদ্ধ।
-
কায়কোবাদ বাংলা সাহিত্যে মহাকাব্যধারার আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

0
Updated: 1 day ago