’ঝড়ো কাক’ বাগ্ধারাটির অর্থ কী?
A
সমমনা
B
বিপর্যস্ত অবস্থা
C
নেশাগ্রস্ত
D
নির্ভীক
উত্তরের বিবরণ
কিছু বাগ্ধারার অর্থ:
-
’ঝড়ো কাক’ – বিপর্যস্ত অবস্থা
-
’ঝাঁকের কই’ – সমমনা
-
’টুপ ভুজঙ্গ’ – নেশাগ্রস্ত
-
’ডাকাবুকো’ – নির্ভীক
-
এই বাগ্ধারাগুলো বাংলা ভাষায় চলতি কথ্যভাষা ও সাহিত্যিক ভাষায় বিশেষ অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
-
প্রতিটি বাগ্ধারার ব্যবহার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত।
0
Updated: 1 month ago
‘যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।’ – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Created: 3 months ago
A
ব্যাঙের আধুলি
B
লেফাফা দুরস্ত
C
রাশভারি
D
ভিজে বেড়াল
ব্যাঙের আধুলি বাগধারার অর্থ - সামান্য সম্পদ। রাশভারি বাগধারার অর্থ - গম্ভীর প্রকৃতির। ভিজে বেড়াল বাগধারার অর্থ – কপটচারী। লেফাফা দুরস্ত বাগধারার অর্থ - বাইরে ঠাঁট বজায় রাখা।
0
Updated: 3 months ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 2 months ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।
0
Updated: 2 months ago
কেতাদুরস্ত' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
মূর্খ
B
অনভিজ্ঞ
C
অপদার্থ
D
পরিপাটি
বাগ্ধারা: কেতাদুরস্ত
-
অর্থ: পরিপাটি
-
বাক্য উদাহরণ: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
অন্যান্য বাগধারা:
-
গোবর গণেশ → মূর্খ
-
কেবলা হাকিম → অনভিজ্ঞ
-
আমরা কাঠের ঢেকি → অপদার্থ
উৎস:
-
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago