’ঝড়ো কাক’ বাগ্ধারাটির অর্থ কী?
A
সমমনা
B
বিপর্যস্ত অবস্থা
C
নেশাগ্রস্ত
D
নির্ভীক
উত্তরের বিবরণ
কিছু বাগ্ধারার অর্থ:
-
’ঝড়ো কাক’ – বিপর্যস্ত অবস্থা
-
’ঝাঁকের কই’ – সমমনা
-
’টুপ ভুজঙ্গ’ – নেশাগ্রস্ত
-
’ডাকাবুকো’ – নির্ভীক
-
এই বাগ্ধারাগুলো বাংলা ভাষায় চলতি কথ্যভাষা ও সাহিত্যিক ভাষায় বিশেষ অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
-
প্রতিটি বাগ্ধারার ব্যবহার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 1 day ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।

0
Updated: 1 month ago
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
Created: 4 months ago
A
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B
বক ধার্মিক; বিড়াল তপস্বী
C
রুই-কাতলা; কেউ কেটা
D
বক ধার্মিক; ভিজে বেড়াল
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্ধারাগুলোর অর্থ - ভণ্ড।
বক ধার্মিক ও বিড়াল তপস্বী — ভণ্ড ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
-
ভিজে বিড়াল — কপট বা ভানকারী মানুষকে নির্দেশ করে।
-
অমাবস্যার চাঁদ — অত্যন্ত দুর্লভ বা খুব কষ্টে মেলে এমন কিছু।
-
আকাশ কুসুম — বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন, অসম্ভব কল্পনা।
-
রুই-কাতলা — সমাজে বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি।
-
কেউ কেটা — অপ্রধান বা তুচ্ছ কোনো ব্যক্তি বা বস্তু।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
-
ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

0
Updated: 4 months ago
বাগ্ধারা নির্ণয় করুন: 'উনপাঁজুরে'
Created: 6 days ago
A
একমাত্র সম্বল
B
কিছু না জানা
C
ন্যাকামি
D
দুর্বল
নিচে প্রদত্ত বাগধারাগুলোর অর্থ整理 করা হলো।
-
উনপাঁজুরে – দুর্বল ও ব্যক্তিত্বহীন
-
আদিখ্যেতা – ন্যাকামি
-
অন্ধকারে থাকা – কিছু না জানা
-
অন্ধের যষ্টি – একমাত্র সম্বল

0
Updated: 6 days ago