নিচের কোন বাক্যটি সঠিক?

A

সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।

B

তাহারা সাংঘাতি আনন্দ হইল।

C

চোরটি বমাল ধরা পড়েছে।

D

তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন।

উত্তরের বিবরণ

img

শুদ্ধ ও অশুদ্ধ বাক্যের উদাহরণ:

  • অশুদ্ধ: সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।
    শুদ্ধ: সমুদয় পক্ষীই নীড় বাঁধে।

  • অশুদ্ধ: তাহারা সাংঘাতি আনন্দ হইল।
    শুদ্ধ: তাহারা অপরিসীম আনন্দ হইল।

  • অশুদ্ধ: তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন।
    শুদ্ধ: তিনি মোকদ্দমায় সাক্ষ্য দিবেন।

  • অশুদ্ধ: চোরটি বমাল ধরা পড়েছে।
    শুদ্ধ: চোরটি বমাল ধরা পড়েছে। (এখানে বাক্যটি মূলত শুদ্ধ, তবে প্রয়োজনে ভাষার শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণ অনুযায়ী সামান্য সংশোধন করা যেতে পারে)

  • শুদ্ধ বাক্যগুলোতে উপযুক্ত পদচয়, যথাযথ ক্রিয়ার ব্যবহার ও অর্থের স্পষ্টতা বজায় রাখা হয়েছে।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

 শুদ্ধ বাক্য নির্ণয় করুন-

Created: 2 months ago

A

আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।

B

ক্ষমা একটি মহানগুণ।

C

সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।

D

অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

Unfavorite

0

Updated: 2 months ago

কোনটি শুদ্ধ বাক্য?

Created: 4 days ago

A

চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা।

B

চন্দ্ৰ অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা।

C

চন্দ্ৰ সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা।

D

চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা। 

Unfavorite

0

Updated: 4 days ago

কোন বাক্যটি শুদ্ধ? 

Created: 2 months ago

A

তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। 

B

দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। 

C

সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল। 

D

সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।

Unfavorite

0

Updated: 2 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD