রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'দেনাপাওনা' গল্পের উপজীব্য বিষয় কী?
A
প্রেম বিরোহ
B
যৌতুক প্রথা
C
রাজনীতি
D
ধর্মীয় কুসংস্কার
উত্তরের বিবরণ
‘দেনাপাওনা’ ছোটগল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’ থেকে সংকলিত। গল্পে তৎকালীন হিন্দু সমাজে পণপ্রথার কুফল এবং এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির প্রয়াস প্রতিফলিত হয়েছে। লেখক যৌতুক নামক সামাজিক ব্যাধির নির্মম চিত্র ফুটিয়ে তুলেছেন, যা যৌতুক গ্রহণকারীদের প্রতি ঘৃণার জন্ম দেয়। গল্পের নায়িকা হলেন নিরূপমা।
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা: সারদা দেবী।
-
শৈশবেই কবি-প্রতিভার উন্মেষ ঘটে।
-
১৯১৩ সালে ইংরেজি ‘গীতাঞ্জলি’ (১৯১১) কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
-
বাংলা ছোট গল্পের জনক হিসেবে পরিচিত।
-
ছোট গল্পগুলি ‘গল্পগুচ্ছ’ তিন খণ্ডে সংকলিত।
-
প্রথম গল্পসংগ্রহ: ‘ছোটগল্প’।
রবীন্দ্রনাথের সামাজিক গল্পের কিছু উদাহরণ:
-
দেনাপাওনা
-
দান প্রতিদান
-
হৈমন্তি
-
ছুটি
-
পোস্ট মাস্টার
-
কাবুলিওয়ালা
রবীন্দ্রনাথের গল্পগ্রন্থ:
-
কথা-চতুষ্টয়
-
বিচিত্র গল্প (দুই খণ্ড)
-
গল্প দশক
-
গল্পগুচ্ছ
-
গল্পসপ্তক
-
‘দেনাপাওনা’ সমাজের যৌতুক ও পণপ্রথার অবৈধতা ও মানবিক ক্ষতি প্রদর্শন করে।
-
গল্পে নারী চরিত্রের সাহস ও ন্যায়ের অন্বেষণ ফুটিয়ে তোলা হয়েছে।
-
রবীন্দ্রনাথের ছোট গল্পে সাধারণ মানুষের জীবন, সামাজিক সমস্যা ও নৈতিক মূল্যবোধের প্রতিফলন দেখা যায়।
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
Created: 1 month ago
A
১৮৪১ সালে
B
১৮৬১ সালে
C
১৯৬১ সালে
D
১৯৪১ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রতিভাধর শিল্পী এবং বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক হিসেবে পরিচিত।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘কবি-কাহিনী’ (প্রকাশ: ১৮৭৮)।
-
কবিতা লেখা শুরু করেন আট বছর বয়সে।
-
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দুমেলার উপহার।
-
প্রথম নাটক: বাল্মীকি প্রতিভা।
-
প্রথম প্রকাশিত ছোটগল্প: ভিখারিনী।
-
মৃত্যুকাল: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
কবি-কাহিনী
B
বনফুল
C
গীতাঞ্জলি
D
সোনার তরী
‘কবি-কাহিনী’ কাব্যগ্রন্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা ১৮৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
-
কবিতাগুলো প্রথম প্রকাশিত হয় ‘ভারতী’ পত্রিকায় (পৌষ-চৈত্র ১২৮৪ বঙ্গাব্দ সংখ্যা)।
-
কাব্যটি চার সর্গে বিভক্ত, নায়ক একজন কবি এবং নায়িকা নলিনী।
-
নলিনীর মৃত্যুর পর, নায়ক কবির বিশ্বপ্রেমের উপলব্ধিতে কাব্য সমাপ্তি পায়।
-
কাব্যের নায়ককে সাধারণত রবীন্দ্রনাথ নিজেই মনে করা হয়।
-
কবিতার কাহিনিতে নাটকীয়তা নেই এবং রচনা হয়েছে অমিত্রাক্ষর ছন্দে, তবে বিন্যাসে পয়ার ও ত্রিপদী উভয় ধরনের ব্যবহার করা হয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
রবীন্দ্রনাথ আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন।
-
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দুমেলার উপহার।
-
প্রথম নাটক: বাল্মীকি প্রতিভা।
-
প্রথম প্রকাশিত ছোটগল্প: ভিখারিনী।
0
Updated: 1 month ago
'অভীক' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক?
Created: 2 months ago
A
দেনাপাওনা
B
রবিবার
C
ল্যাবরেটরি
D
ক্ষুধিত পাষাণ
‘অভীক’ চরিত্র
-
গল্প: ‘রবিবার’
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
চরিত্রের বৈশিষ্ট্য:
-
ব্রাহ্মণ পণ্ডিত ঘরের সন্তান
-
নিষ্ঠাবান, কিন্তু ঘোর নাস্তিক
-
নিয়মভঙ্গ ও বেয়াদবি আচরণে উৎসাহী
-
দক্ষতা: কলকব্জা সারানো, ছবি আঁকা
-
বৈপরীত্য: নিষিদ্ধ মাংস খাওয়া, মজুরি করা, নিজের আঁকা ছবির প্রদর্শনী করা
-
রবীন্দ্রনাথ ঠাকুর ও ছোটগল্পসমূহ
-
বাংলা ছোট গল্পের জনক
-
মোট গল্প: ১১৯টি
-
প্রথম গল্প: ‘ভিখারিনী’ (প্রকাশ: ১২৮৪ বঙ্গাব্দ, ভারতী পত্রিকা, শ্রাবণ-ভাদ্র সংখ্যা, ১৮৭৭ খ্রিষ্টাব্দ)
-
বয়সে পরিচিতি: মাত্র ষোলো বছর
-
মোট গল্পগ্রন্থ:
-
গল্পগুচ্ছ
-
লিপিকা
-
সে
-
তিন সঙ্গী
-
গল্পসল্প
-
ছোটগল্পের ধরন অনুযায়ী
-
সমাজসমস্যামূলক: দেনাপাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বরের যজ্ঞ, অনধিকার প্রবেশ
-
অতিপ্রাকৃতিক: ক্ষুধিত পাষাণ, নিশীতে, মণিহারা, কঙ্কাল
-
আধুনিক মনস্তত্ত্ব ভিত্তিক: রবিবার, শেষকথা, ল্যাবরেটরি
উৎস:
-
‘রবিবার’ গল্প
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago