নিচের কোনটি উচ্চ-মধ্য স্বরধ্বনি?
A
এ
B
ই
C
উ
D
অ্যা
উত্তরের বিবরণ
স্বরধ্বনি হলো সেই ধ্বনি যা উচ্চারণের সময়ে জিভের অবস্থানের ওপর ভিত্তি করে বিভক্ত। জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে তার ওপর ভিত্তি করে স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা হয়।
-
উচ্চ স্বরধ্বনি: [ই], [উ] — উচ্চারণের সময় জিভ উপরে ওঠে।
-
উচ্চ-মধ্য স্বরধ্বনি: [এ], [ও] — জিভ মাঝারি উচ্চতায় অবস্থান করে।
-
নিম্ন-মধ্য স্বরধ্বনি: [অ্যা], [অ] — জিভ মাঝারি নিচে অবস্থান করে।
-
নিম্ন স্বরধ্বনি: [আ] — উচ্চারণের সময় জিভ নিচে নামে।
-
স্বরধ্বনির এই বিভাগ বাংলা ধ্বনিতত্ত্বে উচ্চারণ ও শব্দচিহ্ন নির্ধারণে গুরুত্বপূর্ণ।
-
জিভের অবস্থান ছাড়াও, মুখের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান ও শ্বাসপ্রশ্বাসের মাত্রা স্বরধ্বনির স্বরমান নির্ধারণে প্রভাব ফেলে।
-
স্বরধ্বনি বাংলার ছন্দ ও সাহিত্যিক উচ্চারণে শব্দের বৈচিত্র্য সৃষ্টি করে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি উচ্চ স্বরধ্বনি?
Created: 3 months ago
A
উ
B
এ
C
ও
D
আ
স্বরধ্বনি
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।
উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা:
১. উচ্চ স্বরধ্বনি - [ই], [উ]।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - [এ], [ও]।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - [অ্যা], [অ]।
৪. নিম্ন স্বরধ্বনি - [আ]।
- উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে; নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
0
Updated: 3 months ago
বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
Created: 2 weeks ago
A
আ
B
এ
C
উ
D
ও
বাংলা ভাষায় 'উ' স্বরধ্বনির উচ্চারণের সময় জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। স্বরধ্বনির উচ্চারণ বিধি অনুযায়ী, স্বরধ্বনির শ্রেণীবিভাগ করা হয় জিভের উচ্চতা, সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে।
উচ্চারণের সময় জিভের উচ্চতার ওপর ভিত্তি করে স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা হয়:
-
উচ্চ স্বরধ্বনি: ই, উ
-
উচ্চ-মধ্য স্বরধ্বনি: এ, ও
-
নিম্ন-মধ্য স্বরধ্বনি: অ্যা, অ
-
নিম্ন স্বরধ্বনি: আ
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণী তিন ভাগে বিভক্ত:
-
সম্মুখ স্বরধ্বনি: ই, এ, অ্যা
-
মধ্য স্বরধ্বনি: আ
-
পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ
বিশেষ তথ্য:
-
ই এবং ঈ ধ্বনির উচ্চারণের সময় জিহ্বা সামনে এগিয়ে আসে এবং উচ্চে অগ্রতালুর কঠিনাংশের কাছাকাছি পৌঁছে। এ কারণে এগুলো সম্মুখ ধ্বনি হিসেবে চিহ্নিত হয়।
-
উ এবং ঊ ধ্বনির উচ্চারণে জিহ্বা পেছনে চলে যায় এবং পশ্চাৎ তালুর কোমল অংশের কাছাকাছি ওঠে, যা এগুলোকে পশ্চাৎ স্বরধ্বনি হিসেবে নির্ধারণ করে।
0
Updated: 2 weeks ago
জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
Created: 3 days ago
A
নিম্ন-স্বরধ্বনি
B
অগ্র-স্বরধ্বনি
C
জিভ-স্বরধ্বনি
D
সম্মুখ-স্বরধ্বনি
জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে অগ্র-স্বরধ্বনি বলা হয়।
-
অগ্র-স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি যা উচ্চারণের সময় জিভের সামনের অংশকে মুখের সামনের দিকে অবস্থান করানো হয়।
-
এই ধ্বনিগুলো সাধারণত উচ্চস্বর বা অগ্রবর্তী স্বরধ্বনি হিসেবে পরিচিত।
-
বাংলায় যেমন ‘ই’, ‘ঈ’, ‘এ’, ‘ঐ’—এগুলো অগ্র-স্বরধ্বনি।
-
উচ্চারণের সময় জিভের সামনের অংশ মুখের ছাদের দিকে নেয়া হয় এবং স্বরের স্বরলিপি স্পষ্ট হয়।
-
তাই জিভের সামনের অংশ ব্যবহার করে গঠিত স্বরধ্বনিগুলো অগ্র-স্বরধ্বনি।
0
Updated: 3 days ago