’সমাচার চন্দ্রিকা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
B
জন ক্লার্ক মার্শম্যান
C
বঙ্কিম চট্টোপাধ্যায়
D
রাজা রামমোহন
উত্তরের বিবরণ
‘সমাচার চন্দ্রিকা’ ছিল একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক পত্রিকা। রাজা রামমোহনের সঙ্গে মতপার্থক্যের কারণে সম্বাদ কৌমুদীর সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পত্রিকা ত্যাগ করেন এবং পরবর্তীতে ১৮২২ সালের ৫ মার্চ তিনি ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশ করেন। এটি দ্রুতই রক্ষণশীল হিন্দু সমাজের মুখপত্রে পরিণত হয় এবং টিকে ছিল ২৫ বছরেরও বেশি সময় ধরে।
-
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন লেখক, সাংবাদিক ও কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের অন্যতম নেতা।
-
তিনি ১৮২১ সালের ডিসেম্বর মাসে রাজা রামমোহন রায় সম্পাদিত ‘সম্বাদ-কৌমুদী’ পত্রিকায় সাংবাদিকতার কাজ শুরু করেন।
-
বাংলা ভাষায় প্রথম সৃজনশীল গদ্য রচনার কৃতিত্ব তাঁর।
-
তাঁর রচনার তীব্র বিদ্রূপ ও রঙ্গব্যঙ্গ পাঠকদের বিশেষভাবে আকৃষ্ট করত।
-
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: দূতীবিলাস, শ্রীশ্রী গয়াতীর্থ, আশ্চর্য্য উপাখ্যান ইত্যাদি।
-
তিনি আধুনিক বাংলা গদ্য সাহিত্যের এক গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক হিসেবে বিবেচিত।
-
তাঁর রচনার মাধ্যমে সমকালীন সমাজ ও সংস্কৃতির নানা দিকের সমালোচনা প্রতিফলিত হয়েছে।
-
‘সমাচার চন্দ্রিকা’ পত্রিকা ব্রাহ্ম সমাজের প্রগতিশীল চিন্তার বিপরীতে রক্ষণশীল হিন্দু সমাজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছিল।

0
Updated: 1 day ago
'সংবাদ প্রভাকর' কত সালে দৈনিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৮৩১ সালে
B
১৮৩৬ সালে
C
১৮৩৯ সালে
D
১৮৪১ সালে
সংবাদ প্রভাকর:
-
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
-
তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
-
কিছুদিনের মধ্যেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়, কিন্তু ১৮৩৬ সালে পুনরায় প্রকাশিত হয়।
-
১৮৩৯ সালে এটি বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
-
সংবাদ প্রকাশের পাশাপাশি পত্রিকায় সাহিত্যচর্চাও হতো।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রর প্রাথমিক রচনাগুলোও সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হয়েছিল।
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাগুলোও সম্পাদনা করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন -
Created: 1 month ago
A
মুন্সী মেহেরুল্লাহ
B
সঞ্জয় ভট্টাচার্য
C
কামিনী রায়
D
মোজাম্মেল হক
'পূর্বাশা' পত্রিকা
-
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
-
এটি প্রথমে কুমিল্লা থেকে ১৯৩২ সালে প্রকাশিত হয়।
-
সাত বছর চালু থাকার পর বন্ধ হয়ে যায়, পরে ১৯৪৩ সালে আবার কলকাতা থেকে প্রকাশ শুরু হয়।
-
শেষ পর্যন্ত ১৯৭১ সালে এই পত্রিকাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
-
এটি একটি মাসিক পত্রিকা ছিল।
-
বাংলা সাহিত্যের অনেক নামী লেখক এই পত্রিকায় লেখালেখি করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
সাপ্তাহিক 'সুধাকর'-এর সম্পাদক কে?
Created: 2 months ago
A
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
B
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
C
শেখ আব্দুর রহিম
D
ইসমাইল হোসেন সিরাজী
‘সুধাকর’ পত্রিকা
- সুধাকর কলকাতা থেকে ১৮৮৯ সালের ৮ নভেম্বর (১২৯৬ বঙ্গাব্দের ২৩ কার্তিক) প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
- রেয়াজুদ্দীন আহমদ, মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ ও শেখ আবদুর রহিমের প্রচেষ্টায় এটি প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম (মতান্তরে মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ)।
- পত্রিকা প্রকাশের লক্ষ ও উদ্দেশ্য ছিল মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। এক পর্যায়ে এটি মিহির ও সুধাকর নামে প্রকাশিত হয়।
- খ্রিস্টান মিশনারিদের পরিচালিত খ্রিস্টীয় বান্ধব পত্রিকার সঙ্গে সুধাকরের ধর্মবিষয়ে বহু বিতর্ক হয়; এমনকি গো-হত্যার ব্যাপারে টাঙ্গাইলের মৌলবি নইমুদ্দীনের পক্ষে এবং মীর মশাররফ হোসেনের বিরুদ্ধে এটি প্রচারাভিযান চালায়। ধর্ম, সমাজ, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি ছাড়াও সাহিত্যবিষয়ক মৌলিক রচনাও এতে প্রকাশিত হতো।
- ১৯১০ সাল পর্যন্ত এর প্রকাশনা অব্যাহত ছিল।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago