’সমাচার চন্দ্রিকা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
B
জন ক্লার্ক মার্শম্যান
C
বঙ্কিম চট্টোপাধ্যায়
D
রাজা রামমোহন
উত্তরের বিবরণ
‘সমাচার চন্দ্রিকা’ ছিল একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক পত্রিকা। রাজা রামমোহনের সঙ্গে মতপার্থক্যের কারণে সম্বাদ কৌমুদীর সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পত্রিকা ত্যাগ করেন এবং পরবর্তীতে ১৮২২ সালের ৫ মার্চ তিনি ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশ করেন। এটি দ্রুতই রক্ষণশীল হিন্দু সমাজের মুখপত্রে পরিণত হয় এবং টিকে ছিল ২৫ বছরেরও বেশি সময় ধরে।
-
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন লেখক, সাংবাদিক ও কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের অন্যতম নেতা।
-
তিনি ১৮২১ সালের ডিসেম্বর মাসে রাজা রামমোহন রায় সম্পাদিত ‘সম্বাদ-কৌমুদী’ পত্রিকায় সাংবাদিকতার কাজ শুরু করেন।
-
বাংলা ভাষায় প্রথম সৃজনশীল গদ্য রচনার কৃতিত্ব তাঁর।
-
তাঁর রচনার তীব্র বিদ্রূপ ও রঙ্গব্যঙ্গ পাঠকদের বিশেষভাবে আকৃষ্ট করত।
-
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: দূতীবিলাস, শ্রীশ্রী গয়াতীর্থ, আশ্চর্য্য উপাখ্যান ইত্যাদি।
-
তিনি আধুনিক বাংলা গদ্য সাহিত্যের এক গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক হিসেবে বিবেচিত।
-
তাঁর রচনার মাধ্যমে সমকালীন সমাজ ও সংস্কৃতির নানা দিকের সমালোচনা প্রতিফলিত হয়েছে।
-
‘সমাচার চন্দ্রিকা’ পত্রিকা ব্রাহ্ম সমাজের প্রগতিশীল চিন্তার বিপরীতে রক্ষণশীল হিন্দু সমাজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছিল।
0
Updated: 1 month ago
‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 5 months ago
A
মোহাম্মদ আকরম খাঁ
B
তফাজ্জল হোসেন
C
নাসিরুদ্দীন
D
সিকানদার আবু জাফর
‘সমকাল’ পত্রিকা
১৯৫৭ সালে ঢাকা থেকে সিকান্দার আবু জাফর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’। এর সহকারী সম্পাদক হিসেবে ছিলেন হাসান হাফিজুর রহমান। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তিপ্রস্তর গঠনে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অস্বীকারযোগ্য নয়।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাভাষী বাংলাদেশের প্রভাবশালী লেখকদের মধ্যে এমন কেউ ছিলেন না, যিনি ‘সমকাল’ পত্রিকায় লেখেননি। ‘সমকাল’ ছিল লেখকদের জন্য গর্বের বিষয়। সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক হিসাবে বাংলাভাষী লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকাকে সামনে নিয়ে গিয়েছিলেন।
এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
’দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদক কে?
Created: 1 month ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
কাজী নজরুল ইসলাম
C
আবুল কালাম শামসুদ্দীন
D
মুজাফফর আহমেদ
আবুল কালাম শামসুদ্দীন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তিনি ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন এবং পরে কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন। তবে ১৯২০-২১ সালের খিলাফত ও অসহযোগ আন্দোলনের কারণে বিএ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষা (১৯২১) পাশ করেন।
-
জন্ম: ৩ নভেম্বর, ১৮৯৭, ত্রিশাল, ময়মনসিংহ
-
পেশা: সাংবাদিক, সাহিত্যিক
-
সম্পাদনা কাজ:
-
১৯২৩: সহযোগী সম্পাদক, দৈনিক মোহাম্মদী
-
১৯২৬: সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগ
-
১৯৩৬–১৯৫৮: দৈনিক আজাদ-এর সম্পাদনা বিভাগ, দীর্ঘ ২২ বছর
-
উল্লেখযোগ্য রচনা:
-
কচি পাতা (শিশুসাহিত্য)
-
ত্রিস্রোতা (অনুবাদ)
-
পোড়োজমি বা অনাবাদী জমি
-
দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন)
-
ইলিয়ড (বঙ্গানুবাদ)
-
পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস)
দৈনিক আজাদ পত্রিকাটিও তার দীর্ঘ সময়কাল সম্পাদনার মাধ্যমে প্রভাবশালী হয়।
0
Updated: 1 month ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 3 months ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago