পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
A
সিঙ্গাপুর বন্দর
B
শেনজেন বন্দর
C
পোর্ট অব সাংহাই
D
কিংডাও বন্দর
উত্তরের বিবরণ
পোর্ট
অব সাংহাই:
- পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর চীনের 'পোর্ট অব সাংহাই'।
- অবস্থান: ইয়াংজি নদীর মোহনা, চীন।
- আয়তন: ৩৬১৯ বর্গ কিলোমিটার।
- পরিচালনায়: সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (এসআইপিজি)।
- ২০ কিলোমিটার দীর্ঘ জেটিতে রয়েছে ১২৫টি বার্থ (নৌযান ভিড়ানোর স্থান)।
- এই বন্দরে মাসে প্রায় দুই
হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া করে।
- চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়েই
পরিচালিত হয়।
উল্লেখ্য:
- ২য় অবস্থানে আছে সিঙ্গাপুর বন্দর।
- ৩য় অবস্থানে আছে নিংবো বন্দর,
নিংবো-ঝুশান।
- ৪র্থ অবস্থানে আছে শেনজেন বন্দর।
- ৫ম অবস্থানে আছে কিংডাও বন্দর।

0
Updated: 11 hours ago
নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
Created: 3 days ago
A
নিউ ইয়র্ক
B
রোম
C
লিও
D
ওয়াশিংটন ডিসি
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে

0
Updated: 3 days ago
২০২৬ সালের FIFA বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি?
Created: 1 week ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
আন্তর্জাতিক বিষয়াবলি
Federation Cup, World Cup, All away International Trophy and Challenge Cup
FIFA
আন্তর্জাতিক বিষয়াবলী
ফুটবল -Football
সাধারণ জ্ঞান
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।

0
Updated: 1 week ago
সুন্দা প্রণালী কোন দুটি সমুদ্র বা সাগরকে যুক্ত করে?
Created: 1 month ago
A
ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ভারত মহাসাগর ও জাভা সাগর
C
জাভা সাগর ও চীন সাগর
D
আরব সাগর ও দক্ষিণ চীন সাগর
সুন্দা প্রণালী
-
সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে।
-
এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে।
-
সুন্দা প্রণালী ছাড়া আরও একটি প্রণালী, মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
-
সুন্দা প্রণালীর সর্বনিম্ন প্রস্থ প্রায় ২৪ কি.মি এবং সর্বনিম্ন গভীরতা প্রায় ২০ মিটার।
অন্যান্য প্রণালী
-
পক প্রণালী: ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
-
ফরমোজা প্রণালী: প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে।
-
জিব্রাল্টার প্রণালী: ভূমধ্যসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে।
উৎস: WorldAtlas

0
Updated: 1 month ago