পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
A
সিঙ্গাপুর বন্দর
B
শেনজেন বন্দর
C
পোর্ট অব সাংহাই
D
কিংডাও বন্দর
উত্তরের বিবরণ
পোর্ট অব সাংহাই হলো পৃথিবীর বৃহত্তম সমুদ্র বন্দর, যা চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পোর্ট অব সাংহাই সম্পর্কে তথ্য:
-
অবস্থান: ইয়াংজি নদীর মোহনা, চীন
-
আয়তন: ৩৬১৯ বর্গ কিলোমিটার
-
পরিচালনা: সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (SIPG)
-
জেটি দৈর্ঘ্য: ২০ কিলোমিটার, যেখানে ১২৫টি বার্থ রয়েছে
-
মাসিক কার্যক্রম: প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া
-
চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয়
বৈশ্বিক সমুদ্রবন্দর র্যাংকিং:
১. সাংহাই বন্দর
২. সিঙ্গাপুর বন্দর
৩. নিংবো-ঝুশান বন্দর
৪. শেনজেন বন্দর
৫. কিংডাও বন্দর
0
Updated: 1 month ago
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
Created: 2 months ago
A
জৈনধর্ম
B
শিখধর্ম
C
বৌদ্ধধর্ম
D
ইহুদি ধর্ম
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গৌতম বুদ্ধ ও বুদ্ধগয়া
-
ব্যক্তিগত নাম: সিদ্ধার্থ
-
জন্ম: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দী, লুম্বিনী, নেপালের কপিলাবস্তু অঞ্চলে
-
ধর্ম: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা
বুদ্ধ উপাধির অর্থ
-
একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে ওঠেন এবং যন্ত্রণা থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
-
বুদ্ধগয়া: বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান
-
সারনাথ: গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন; ভারতের বারানাশি থেকে ১৩ কিমি উত্তর-পূর্বে অবস্থিত
-
কুশিনারা: বুদ্ধের মৃত্যুস্থান, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে
-
তক্ষশীলা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান
উৎস: Britannica
0
Updated: 2 months ago
IMF-এর 'World Economic Outlook-2025' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
Created: 1 month ago
A
সিঙ্গাপুর
B
নরওয়ে
C
ফিনল্যান্ড
D
লুক্সেমবার্গ
World Economic Outlook (WEO):
‘World Economic Outlook’ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কর্তৃক প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদন, যা বিশ্ব অর্থনীতির সামগ্রিক চিত্র, প্রবৃদ্ধির পূর্বাভাস এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা বিশ্লেষণ করে।
এই প্রতিবেদনে IMF তার সদস্য দেশগুলোর সামষ্টিক অর্থনীতি (macroeconomy) সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন করে—যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, বাণিজ্য, বিনিয়োগ, এবং আর্থিক স্থিতিশীলতা।
প্রকাশনা ও উদ্দেশ্য:
-
প্রকাশক সংস্থা: International Monetary Fund (IMF)
-
প্রতিবেদন প্রকাশের সময়: বছরে দুইবার (সাধারণত এপ্রিল ও অক্টোবর)
-
সর্বশেষ প্রকাশিত সংস্করণ: এপ্রিল, ২০২৫
-
মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রমের প্রবণতা বিশ্লেষণ করা এবং ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাবনার পূর্বাভাস দেওয়া।
‘World Economic Outlook – 2025’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী:
মাথাপিছু আয়ে (Per Capita Income) শীর্ষ দেশসমূহ:
১. লুক্সেমবার্গ (Luxembourg)
২. সুইজারল্যান্ড (Switzerland)
৩. আয়ারল্যান্ড (Ireland)
৪. সিঙ্গাপুর (Singapore)
৫. নরওয়ে (Norway)
মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ:
-
বুরুন্ডি (Burundi)
World Economic Outlook প্রতিবেদনের গুরুত্ব:
-
এটি বিশ্ব অর্থনীতির স্বাস্থ্যের সূচক হিসেবে কাজ করে।
-
নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও গবেষকরা বৈশ্বিক আর্থিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে এই প্রতিবেদনের ওপর নির্ভর করেন।
-
এতে বৈশ্বিক মুদ্রানীতি, রাজস্বনীতি, বাণিজ্যনীতি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিশদ বিশ্লেষণ থাকে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট
0
Updated: 2 months ago