বাসেল কনভেনশন গৃহীত হয় কবে?
A
১৯৮৬ সালে
B
১৯৮৯ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৭ সালে
উত্তরের বিবরণ
বাসেল
কনভেনশন:- 'বাসেল
কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য
দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক
কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of
Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল
শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু
হয় ৫ মে, ১৯৯২
সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

0
Updated: 11 hours ago
অটোয়া কনভেনশন কোন অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে?
Created: 1 month ago
A
পারমাণবিক
B
স্থলমাইন
C
রাসায়নিক
D
জৈব রাসায়নিক
অটোয়া কনভেনশন (Ottawa Convention)
-
অটোয়া কনভেনশন, যা “Mine Ban Treaty” বা “স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি” নামেও পরিচিত।
-
এই চুক্তি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন (Anti-Personnel Landmines) এর ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তর নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ডিসেম্বর ১৯৯৭ সালে কানাডার রাজধানী অটোয়ায়।
-
কার্যকর: ১ মার্চ ১৯৯৯ থেকে।
-
প্রধান উদ্দেশ্য: বিশ্বব্যাপী স্থলমাইন ব্যবহার বন্ধ করা এবং মানবিক ক্ষতি হ্রাস করা।
অংশগ্রহণকারী দেশসমূহ
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির সদস্য।
-
স্বাক্ষরকারী কিন্তু অননুমোদিত দেশ: মার্শাল দ্বীপপুঞ্জ।
-
অ-স্বাক্ষরকারী দেশ: ৩৪টি দেশ, এর মধ্যে উল্লেখযোগ্য—
-
যুক্তরাষ্ট্র (USA)
-
রাশিয়া (Russia)
-
চীন (China)
-
প্রভাব ও গুরুত্ব
-
এই চুক্তির ফলে স্বাক্ষরকারী দেশগুলো মাইন ধ্বংস করেছে এবং ব্যবহার বন্ধ করেছে।
-
অ-স্বাক্ষরকারী অনেক দেশও বাস্তবে চুক্তির শর্ত মানছে এবং মজুদ ধ্বংস করছে।
-
স্থলমাইন দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশসমূহ হলো:
-
আফগানিস্তান,
-
অ্যাঙ্গোলা,
-
কম্বোডিয়া,
-
চাদ,
-
ইরাক,
-
ইউক্রেন।
-

0
Updated: 1 month ago
পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের?
Created: 2 days ago
A
ভারত
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
যুক্তরাজ্য
ভারতের সংবিধান:
- ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান।
- এটি ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত।
- বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত ও তুলনামূলকভাবে দুষ্পরিবর্তনীয় সংবিধান।
- সংবিধানে মোট রয়েছে:২৫টি অংশ, ৪৭০টি ধারা, ১২টি তফসিল, ১০৫টি সংশোধনী।
অপরদিকে,
- অলিখিত সংবিধান রয়েছে এমন দেশগুলোর মধ্যে আছে:
- ব্রিটেন (UK),
- স্পেন,
- নিউজিল্যান্ড,
- সৌদি আরব,
- ইসরায়েল।

0
Updated: 2 days ago
WMO এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
World Maritime Organization
B
World Marine Life Organization
C
World Meteorological Organization
D
World Meteorologic Organization
• WMO:
- পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।(সেপ্টেম্বর, ২০২৫)

0
Updated: 1 week ago