বাসেল কনভেনশন গৃহীত হয় কবে?
A
১৯৮৬ সালে
B
১৯৮৯ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৭ সালে
উত্তরের বিবরণ
বাসেল কনভেনশন হলো বিপদজনক বর্জ্যের দেশান্তর সীমান্ত চলাচল এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি।
বাসেল কনভেনশন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণনাম: The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৯, সুইজারল্যান্ডের বাসেল শহরে
-
কার্যক্রম শুরু: ৫ মে, ১৯৯২
-
বাংলাদেশকে অনুমোদন: ১৯৯৩
0
Updated: 1 month ago
নিচের কোনটি G-20 এর সদস্য দেশ নয়? [ আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
চীন
B
নরওয়ে
C
অস্ট্রেলিয়া
D
ভারত
ChatGPT said:
0
Updated: 2 months ago
'নানকিং চুক্তি' কোন যুদ্ধের সাথে জড়িত?
Created: 1 month ago
A
আফিম যুদ্ধ
B
কোরিয় যুদ্ধ
C
বসনিয়া যুদ্ধ
D
বক্সারের যুদ্ধ
আফিম যুদ্ধ ছিল চীনের সঙ্গে ব্রিটেনের মধ্যে সংঘটিত এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা মূলত আফিমের চোরাচালান ও ব্যবসায়িক স্বার্থকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে চীনা শাসকগোষ্ঠী পরাজিত হয় এবং ব্রিটিশদের সঙ্গে নানকিং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
আফিম যুদ্ধ:
-
ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশ শতকের গোড়া থেকে চীনের সঙ্গে ব্যবসায় ঘাটতি মেটাতে বঙ্গদেশ থেকে আফিম রপ্তানি শুরু করে।
-
১৮৩৯ সালে চীনা শাসকগোষ্ঠী আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
-
কোম্পানি অবৈধভাবে আফিম ব্যবসা চালিয়ে যাওয়ায় চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
প্রথম আফিম যুদ্ধে চীনা পক্ষ পরাজিত হয়।
-
-
নানকিং চুক্তি (১৮৪২):
-
চীনা শাসকগোষ্ঠী ব্রিটিশদের সঙ্গে একটি অপমানজনক চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
চুক্তি প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে।
-
চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হংকং নিয়ন্ত্রণ প্রদান করা হয়।
-
0
Updated: 1 month ago
কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
Created: 2 days ago
A
জার্মানি
B
ইতালি
C
পোলান্ড
D
ইউক্রেন
ইউক্রেনকে “Europe’s Breadbasket” বা ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়, কারণ দেশটি বিশাল উর্বর সমতলভূমিতে অবস্থিত এবং কৃষি উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। এর বিখ্যাত চেরনোজেম (Chernozem) নামের কালো উর্বর মাটিতে প্রচুর পরিমাণে গম, ভুট্টা, বার্লি ও সূর্যমুখীর চাষ হয়। সোভিয়েত আমলে ইউক্রেন ছিল সবচেয়ে বড় শস্য উৎপাদনকারী অঞ্চল, এবং বর্তমানে এটি ইউরোপের অন্যতম প্রধান গম রপ্তানিকারক দেশ।
প্রধান তথ্যাবলি:
-
অবস্থান: পূর্ব ইউরোপ
-
সীমানা: ৭টি দেশ ও ২টি সাগরের সঙ্গে
-
দেশসমূহ: পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, রাশিয়া ও বেলারুশ
-
সাগরসমূহ: কৃষ্ণ সাগর (Black Sea) ও আজভ সাগর (Sea of Azov)
-
রাজধানী ও বৃহত্তম শহর: কিয়েভ
-
বর্তমান প্রেসিডেন্ট: ভলোদিমির জেলেনস্কি
-
ক্ষমতাসীন দল: সার্ভেন্ট অব পিপল (Servant of the People)
-
কেন্দ্রীয় ব্যাংক: ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেন
-
মুদ্রা: রিভনিয়া (Hryvnia)
-
স্বাধীনতা লাভ: ২৪ আগস্ট ১৯৯১
-
জাতিসংঘ সদস্যপদ লাভ: ২ মার্চ ১৯৯২
-
জাতীয় দিবস: ২৪ আগস্ট
বিশেষ তথ্য:
-
ইউক্রেন ইউরোপের সর্বাধিক কৃষিজমির অধিকারী দেশ।
-
২৬ এপ্রিল ১৯৮৬ সালে প্রিপসাত অঞ্চলের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঘটে ইতিহাসের ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনা।
0
Updated: 2 days ago