কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেটন শান্তি চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন?
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগ্যান
C
জিমি কার্টার
D
জর্জ এইচ. ডব্লিউ. বুশ
উত্তরের বিবরণ
ডেটন
শান্তি চুক্তি (Dayton Peace
Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework
Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে
ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া
প্রণীত হয়। এই জন্য
এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি
বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১
নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫
সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া,
ক্রোয়েশিয়া ও সার্বিয়া
- চুক্তি স্বাক্ষরকারী -
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

0
Updated: 11 hours ago
নেপালের সর্বশেষ রাজা ছিলেন—
Created: 1 month ago
A
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
B
মহেন্দ্র বীর বিক্রম শাহ
C
বীরেন্দ্র বীর বিক্রম শাহ
D
পৃথ্বী নারায়ণ শাহ
নেপালের রাজতন্ত্র সম্পর্কিত তথ্য
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
-
শাসনকাল: ২০০১–২০০৮ (রাজতন্ত্র বিলুপ্ত হওয়া পর্যন্ত)
-
রাজধানী: কাঠমান্ডু
-
মুদ্রা: নেপালি রুপি
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
প্রথম রাজা: পৃথ্বী নারায়ণ শাহ (১৭৬৮ সালে কাঠমান্ডু জয় ও ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠা)
উৎস: Britannica.com

0
Updated: 1 month ago
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
Created: 2 weeks ago
A
জুলাই বিপ্লব
B
সেপ্টেম্বর বিপ্লব
C
অক্টোবর বিপ্লব
D
নভেম্বর বিপ্লব
রুশ বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়, যেখানে মূলত দুটি বড় বিপ্লব ঘটে। এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক বিপ্লব, যেগুলোকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব বলা হয়।
-
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়
-
এর ফলে জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত ও বন্দি হন
-
১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) খাদ্য সংকটকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়
-
সেনাবাহিনী বিদ্রোহীদের সমর্থন দিলে নিকোলাস বাধ্য হয়ে সিংহাসন ত্যাগ করেন
-
এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার রাজতন্ত্রের পতন ঘটে
-
-
বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ হলো বলশেভিক বা অক্টোবর বিপ্লব
-
এর ফলে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
-
এই বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি
-
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago
‘Piecing together the poverty puzzle’ শীর্ষক প্রতিবেদনটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
Created: 1 week ago
A
UN
B
World Bank
C
World Energy Foundation
D
UNSD
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক ।
অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.

0
Updated: 1 week ago