কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেটন শান্তি চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন?
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগ্যান
C
জিমি কার্টার
D
জর্জ এইচ. ডব্লিউ. বুশ
উত্তরের বিবরণ
ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement) হলো বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা বসনিয়া ও হার্জেগোভিনার শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডেটন শান্তি চুক্তি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণনাম: General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina
-
খসড়া প্রস্তুত: ২১ নভেম্বর, ১৯৯৫, যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটন শহরের বিমানঘাটিতে।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫, স্থান: প্যারিস, ফ্রান্স।
-
চুক্তির পক্ষসমূহ: বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
-
চুক্তি স্বাক্ষরকারী নেতৃবৃন্দ:
১. বসনিয়ার পক্ষে: প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ
২. ক্রোয়েশিয়ার পক্ষে: প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান
৩. সার্বিয়ার পক্ষে: স্লোভাদান মিলোসোভিচ -
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার
-
প্রধান শান্তি আলোচক: রিচার্ড হলব্রোক
-
চুক্তি স্বাক্ষরের স্থান ও নামকরণ: চুক্তি ডেটনে খসড়া প্রণীত হওয়ায় এটিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
0
Updated: 1 month ago
কোনটি Nuclear Non- Proliferation Treaty চুক্তি দ্বারা স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
NPT চুক্তি হলো Nuclear Non-Proliferation Treaty, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের জন্য আন্তর্জাতিক চুক্তি। এটি স্বাক্ষরিত হয় ১ জুলাই, ১৯৬৮ এবং কার্যকর হয় ৫ মার্চ, ১৯৭০ থেকে। বর্তমানে ১৯১টি দেশ চুক্তির স্বাক্ষরকারী।
-
পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা: ৫টি — চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র
-
এই ৫টি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী (Nuclear Weapon States, NWS) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে
-
চুক্তি এই দেশগুলোর পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়, তবে NPT-এর অনুচ্ছেদ ৬-এর অধীনে চিরস্থায়ীভাবে অস্ত্র তৈরি ও বজায় রাখার নির্দেশ নেই
অন্যদিকে:
-
ভারত, পাকিস্তান এবং ইসরায়েল NPT-এ কখনো যোগ দেয়নি, কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী
-
উত্তর কোরিয়া NPT-এ যোগ দিয়েছিল, কিন্তু ২০০৩ সালে চুক্তি থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়
উৎস:
0
Updated: 1 month ago
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
Created: 1 day ago
A
১৯৩
B
১৬৮
C
১৯৯
D
১৯৬
সংস্থাটি প্রতি বছর পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন Conference of Parties (COP) আয়োজন করে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে COP-21 অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসহ মোট ১৯৬টি পক্ষ অংশ নেয় — যার মধ্যে ছিল ১৯৩টি সদস্য রাষ্ট্র, নিউ ও কুক আইল্যান্ডস, এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)।
0
Updated: 1 day ago
উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি ৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
Created: 3 days ago
A
১০৫
B
১১৫
C
১২৫
D
১৩৪
উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক জোট জি-৭৭ (G-77) বর্তমানে ১৩৪টি দেশ নিয়ে গঠিত। যদিও এর নামকরণ করা হয়েছিল যখন সদস্য দেশ ছিল মাত্র ৭৭টি, পরবর্তীতে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩৪-এ পৌঁছেছে। এর সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান, এবং সংগঠনটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 3 days ago