A
possible
B
that can be done
C
capable
D
that will work
উত্তরের বিবরণ
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 1 week ago
What is the meaning of the word 'euphemism'?
Created: 2 months ago
A
vague idea
B
inoffensive expression
C
verbal play
D
wise saying
English Meaning
-
Euphemism is a figure of speech in which a harsh, offensive, or unpleasant word or expression is replaced with a softer, more polite, or mild alternative.
-
It is a way of referring to something disagreeable using an inoffensive or gentle expression.
-
In short, it is a pleasant way of expressing something unpleasant or uncomfortable.
Bangla Meaning:
-
সুভাষণ; কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে কোমল, মৃদু কিংবা শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা।
-
উদাহরণস্বরূপ, ‘মৃত্যু’ শব্দটির পরিবর্তে ‘পরলোকগমন’ শব্দ বা বাক্যাংশ ব্যবহৃত হলে সেটিই Euphemism।
-
ইংরেজি সাহিত্যে Euphemism শব্দের অর্থ হলো সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
Euphemism-এর মাধ্যমে কঠিন, দুঃখজনক কিংবা বিব্রতকর কোনো পরিস্থিতি বা সত্যকে নম্রভাবে উপস্থাপন করা হয়।
Further Explanation:
-
Euphemisms are commonly used in everyday language to make unpleasant truths more bearable.
-
They serve to soften the impact of difficult conversations or socially sensitive topics.
Examples:
-
“Kick the bucket” is a euphemism that refers to someone’s death.
-
“She’s a curvy woman.” – Here, curvy is used as a euphemism for overweight.
Source: Bangla Academy English to Bangla Dictionary

0
Updated: 2 months ago
'Razzmatazz' means-
Created: 2 weeks ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical activity
• Razzmatazz
English Meaning: lively and loud activity designed to grab attention.
বাংলা অর্থ: আওয়াজপূর্ণ ও চটকদার কাজকর্ম, যা বিশেষত নজর কাড়ার জন্য করা হয়।
Example: The new car launch was full of razzmatazz, featuring champagne, delicious food, free giveaways, and energetic dancers.
বিকল্পসমূহ:
-
একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড: শোরগোলপূর্ণ কাজকর্ম।
-
সুসজ্জিত ও পরিকল্পিত অনুষ্ঠান: একটি সুচিন্তিত কর্মসূচি।
-
সঙ্গীতের অনুষ্ঠান: সঙ্গীতানুষ্ঠান।
-
বাদ্যযন্ত্র: যন্ত্রবাজনা।
সঠিক উত্তর: 'Razzmatazz' বলতে বোঝায়– একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড।
উৎস: Cambridge Dictionary।

0
Updated: 2 weeks ago
'Through thick and thin' means-
Created: 1 week ago
A
under all conditions
B
to make thick and thin
C
not clear in understanding
D
of great density
Through thick and thin
ইংরেজি অর্থ: যেকোনো পরিস্থিতিতে, যতই কঠিন হোক না কেন।
বাংলা অর্থ: সব ধরনের পরিস্থিতিতে / যেকোনো বাধা-বিপত্তি সত্ত্বেও।
উদাহরণ বাক্য: তারা ভালো-মন্দে একসাথে থেকে গেছে।
বাংলা অর্থ: তারা সব ধরনের সমস্যা ও বাধা পেরিয়ে একসাথে ছিল।
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 1 week ago