'ওডার-নেইস লাইন' লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমানা?
A
জার্মানি ও পোল্যান্ড
B
ইসরাইল ও সিরিয়া
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
পর্তুগাল ও স্পেন
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের সীমানা ও সীমারেখা:
-
পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা।
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা।
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
0
Updated: 1 month ago
কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-
0
Updated: 1 month ago
ন্যাটো’র সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
হেগ, নেদারল্যান্ডস
B
ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
অটোয়া, কানাডা
ন্যাটো শীর্ষ সম্মেলন ২০২৫
-
স্থান: হেগ, নেদারল্যান্ড
-
সময়: ২৪–২৫ জুন (দুই দিনব্যাপী)
-
মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যয়
ন্যাটো (NATO) সম্পর্কে তথ্য:
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organization
-
গঠিত: ৪ এপ্রিল, ১৯৪৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে
-
ধরন: রাজনৈতিক ও সামরিক জোট
-
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন
-
বর্তমান সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি
-
বর্তমান সদস্য: ৩২টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: সুইডেন
-
ন্যাটোর মুসলিম দেশসমূহ: তুরস্ক ও আলবেনিয়া
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট (আগস্ট, ২০২৫)
উৎস: NATO ওয়েবসাইট
0
Updated: 2 months ago
সম্প্রতি, ক্ষেপণাস্ত্র যুদ্ধ-ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
ইরান
C
পাকিস্তান
D
ইউক্রেন
সাম্প্রতিক এক ঘোষণায় পাকিস্তান তাদের সামরিক কাঠামোতে একটি নতুন ইউনিট 'আর্মি রকেট ফোর্স' গঠনের কথা জানিয়েছে, যা রকেট ও ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কাজের তত্ত্বাবধান করবে এবং দেশের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-
ঘোষণাটি দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো হয় এবং ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
-
নতুন ইউনিটটির মূল দায়িত্ব হবে বিভিন্ন ধরনের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধান।
-
এই রকেট ফোর্সের তৈরি লক্ষ্য হলো শত্রুপক্ষের আগ্রাসন প্রতিরোধ করা এবং প্রয়োজন হলে পাল্টা আঘাত চালাতে সক্ষম হওয়া, যেখানে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ থাকবে।
-
বিশ্লেষকরা ধারণা করছেন যে, এই সংযোজনটি পাকিস্তানি সামরিক ক্ষমতা ভারতের সঙ্গে পাল্লা দিতে সক্ষমতা বাড়ানোর অংশ।
-
উল্লেখ করা হয়েছে যে, নতুন ইউনিটটি চীনের পিপলস লিবারেশন আর্মির (PLA) রকেট ফোর্সের আদলে সংগঠিত করা হবে।
0
Updated: 1 month ago