বিশ্ব ব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠান তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে?
A
IBRD
B
MIGA
C
IDA
D
ICSID
উত্তরের বিবরণ
IDA:
- IDA এর পূর্ণরূপ International
Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায়
না, সেসব দেশকে IDA ঋণ
প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪
সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর
সদস্যপদ লাভ করে।

0
Updated: 11 hours ago
‘Piecing together the poverty puzzle’ শীর্ষক প্রতিবেদনটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
Created: 1 week ago
A
UN
B
World Bank
C
World Energy Foundation
D
UNSD
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক ।
অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.

0
Updated: 1 week ago
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
মালয়েশিয়া
B
ফিলিপাইন
C
শ্রীলংকা
D
ব্রুনাই
ASEAN (Association of Southeast Asian Nations)
-
প্রকার ও অঞ্চল:
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট
-
লক্ষ্য: আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭
-
স্থান: ব্যাংকক, থাইল্যান্ড (Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে)
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি — থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ১০টি (আগস্ট, ২০২৫)
-
নতুন সদস্য দেশ: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)
-
উল্লেখ্য: শ্রীলঙ্কা ASEAN-এর সদস্য নয়
-
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 1 month ago
২০২৫ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Created: 2 days ago
A
দ্য হেগ
B
ওয়াশিংটন ডি.সি.
C
ব্রাসেলস
D
ভিয়েনা
NATO হলো North Atlantic Treaty Organisation বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে, প্রাথমিকভাবে ১২টি দেশ সদস্য ছিল এবং বর্তমানে এর ৩২টি সদস্য দেশ রয়েছে। সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়াম-এ, এবং বর্তমান মহাসচিব মার্ক রুট্টে। মুসলিম দেশ হিসেবে এর মধ্যে আলবেনিয়া ও তুরস্ক রয়েছে, এবং সর্বশেষ যোগ হওয়া সদস্য হলো সুইডেন।
-
নাটো শীর্ষ সম্মেলন:
-
২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
-
ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (GDP) ৫ শতাংশ নির্ধারণ করতে
-
এই ৫ শতাংশের মধ্যে কমপক্ষে ৩.৫ শতাংশ ব্যয় হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় হবে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য
-
উৎস:

0
Updated: 2 days ago