চে গুয়েভেরা কোন দেশে জন্মগ্রহন করেন?
A
আর্জেন্টিনা
B
কিউবা
C
মেক্সিকো
D
ভেনেজুয়েলা
উত্তরের বিবরণ
চে গুয়েভারা (পূর্ণ নাম: আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা) ছিলেন দক্ষিণ আমেরিকার একজন প্রভাবশালী বিপ্লবী ও কমিউনিস্ট নেতা, যিনি কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ক হিসেবে খ্যাতি লাভ করেন।
চে গুয়েভারা সম্পর্কিত তথ্য:
-
জন্ম: ১৪ জুন ১৯২৮, রোজারিও, আর্জেন্টিনা।
-
কিউবান বিপ্লবের একজন বিশিষ্ট কমিউনিস্ট ব্যক্তিত্ব।
-
দক্ষিণ আমেরিকার গেরিলা নেতা, যিনি বিপ্লবী কর্মকাণ্ডের প্রতীক হয়ে ওঠেন।
-
কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর তিনি কঙ্গো ও বলিভিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য গেরিলা তৎপরতা চালান।
-
মৃত্যু: অক্টোবর ১৯৬৭, বলিভিয়া।
0
Updated: 1 month ago
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
Created: 2 months ago
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
মার্কিন কংগ্রেস সম্পর্কিত তথ্য
-
সংজ্ঞা:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা কংগ্রেস নামে পরিচিত।
-
প্রধান কাজ: আইন প্রণয়ন।
-
কংগ্রেস দ্বি-কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
-
নিম্নকক্ষ (House of Representatives / প্রতিনিধি সভা):
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
মেয়াদ: ২ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ২৫ বছর
-
জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
উচ্চকক্ষ (Senate / সিনেট):
-
আসন সংখ্যা: ১০০টি
-
মেয়াদ: ৬ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ৩০ বছর
-
অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
নির্বাচন ও দল:
-
হাউস ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
-
বর্তমানে মার্কিন কংগ্রেসে প্রধান দুটি দল: ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি।
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট
0
Updated: 2 months ago
বাসেল কনভেনশন কত সালে গৃহীত হয়?
Created: 2 months ago
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
বাসেল কনভেনশন
সাম্রাজ্যের পতন
বাসেল কনভেনশন
-
পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
-
বিষয়: বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
-
গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯
-
স্থান: বাসেল, সুইজারল্যান্ড
-
কার্যকর হয়: ৫ মে, ১৯৯২
-
সদস্য রাষ্ট্র: ১৯১টি
-
স্বাক্ষরকারী রাষ্ট্র: ৫৩টি
উদ্দেশ্য
-
উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-
বিপজ্জনক বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আন্তঃসীমান্ত চলাচল যতটা সম্ভব হ্রাস করা।
বাংলাদেশ ও বাসেল কনভেনশন
-
বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট
0
Updated: 2 months ago
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) অনুমোদনকারী দেশ কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১৭০টি
B
১৭৮টি
C
১৮০টি
D
১৯২টি
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
-
পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
-
স্বাক্ষরিত: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে
-
বাংলাদেশ: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষর করে
সদস্য ও অনুমোদন পরিস্থিতি:
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
যারা স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
যারা স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
চুক্তির কার্যকারিতা:
-
চুক্তিটি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশের স্বাক্ষর ও অনুমোদন আবশ্যক।
-
এদের মধ্যে ৯টি দেশ এখনও অনুমোদন দেয়নি।
-
রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
-
এই কারণে চুক্তিটি এখনও কার্যকর হয়নি।
উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং বিশ্বে পারমাণবিক হুমকি কমানো।
0
Updated: 1 month ago