চে গুয়েভেরা কোন দেশে জন্মগ্রহন করেন?
A
আর্জেন্টিনা
B
কিউবা
C
মেক্সিকো
D
ভেনেজুয়েলা
উত্তরের বিবরণ
চে
গুয়েভেরা:
- তাঁর পুরো নাম আর্নেস্তো
গুয়েভারা দে লা সেরনা।
- তিনি ১৪ জুন ১৯২৮ সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহন করেন।
- চে গুয়েভারা ছিলেন কিউবান বিপ্লবের একজন বিশিষ্ট কমিউনিস্ট
ব্যক্তিত্ব।
- দক্ষিণ আমেরিকার একজন গেরিলা নেতা
যিনি বিপ্লবী কর্মের জন্য একটি শক্তিশালী
প্রতীক হয়ে উঠেছিলেন।
- চে গুয়েভারা ছিলেন কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের অন্যতম নায়ক।
- কিউবায় কমিউনিষ্ট বিপ্লবের পর তিনি কঙ্গো
ও বলিভিয়ায় সমাজতন্ত্র কায়েমের জন্যে গেরিলা তৎপরতায় লিপ্ত হন।
- তিনি ১৯৬৭ সালের অক্টোবরে
বলিভিয়ায় মৃত্যুবরণ করেন।

0
Updated: 11 hours ago
হিব্রুদের প্রধান দেবতা ছিলেন -
Created: 11 hours ago
A
আশেরা
B
মোলক
C
জেহোভা
D
হোরাস
হিব্রু
সভ্যতা:
- হিব্রু জাতি প্রাচীন মিসরীয়
এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব
সভ্যতায় অবদান রেখেছিল।
- হিব্রুরাই ইহুদী ধর্মের অনুসারী এবং ইসরাইলী জাতি
হিসেবে সমধিক পরিচিত।
- ঐতিহাসিকদের মতে প্রাচীন ফোরাত
নদীর (ইউফ্রেটিস নদী) অপর পাড়
থেকে যে সব মানবগোষ্ঠী
বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি
স্থাপন করে তারাই হিব্রু
জনগোষ্ঠী।
- হিব্রু শব্দের অর্থ 'বিদেশী' (Alien) থেকে এর প্রমাণ
পাওয়া যায়। তাই নৃতাত্ত্বিক অর্থে
হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি
নয়।
- মিসরীয় ও ব্যাবিলনীয় উৎস
থেকে আহরিত হয়েছিল হিব্রু সভ্যতার অনেক উপাদানই।
- হিব্রু জাতি খ্রিস্টপূর্ব ১৮০০
অব্দে তাদের আদি পুরুষ ইব্রাহিমের
(আঃ) (আব্রাহাম) নেতৃত্বে উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় একত্রে বসবাস শুরু করে।
- তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট
(Old Testament) হিব্রু
ধর্মের (ইহুদী জাতির) প্রধান ধর্মগ্রন্থ।
- হিব্রুদের প্রধান দেবতা ছিলেন জেহোভা।
- জেহোভাকে তারা আকার-বিশিষ্ট
একেশ্বর বলে মনে করত।
- এ যুগে ইহুদীরা জরথুস্ত্র
ধর্মের প্রভাবে আসে এবং আবার
একেশ্বরবাদে আকৃষ্ট হয়।

0
Updated: 11 hours ago
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
Created: 1 month ago
A
পক প্রণালী
B
মালাক্কা প্রণালী
C
দার্দানেলিস প্রণালী
D
বেরিং প্রণালী

0
Updated: 1 month ago
TPNW-এর পূর্ণরূপ কী?
Created: 2 days ago
A
Treaty on the Protection of Nuclear Weapons
B
Treaty on the Prohibition of Nuclear Weapons
C
Treaty on the Promotion of Nuclear Weapons
D
Treaty on the Prevention of Nuclear War
TPNW হলো The Treaty on the Prohibition of Nuclear Weapons, যা একটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। চুক্তিটি যেকোনো পারমাণবিক অস্ত্র কার্যক্রমে অংশগ্রহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে অন্তর্ভুক্ত: পারমাণবিক অস্ত্রের উন্নয়ন, পরীক্ষা, উৎপাদন, অর্জন, অধিকার, মজুদ, ব্যবহার বা হুমকি না দেওয়া।
-
পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ২০১৭ সালের ৭ জুলাই চুক্তিটি গৃহীত হয়
-
ভোটে চুক্তির পক্ষে: ১২২টি দেশ
-
ভোটে বিপক্ষে: ১টি দেশ (নেদারল্যান্ডস)
-
-
স্বাক্ষরিত হয়: ২০ সেপ্টেম্বর, ২০১৭
-
কার্যকর হয়: ২২ জানুয়ারি, ২০২১
-
স্বাক্ষরিত দেশ: ৯৪টি
-
বাংলাদেশ ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর স্বাক্ষর করে এবং ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন করে
উৎস:

0
Updated: 2 days ago