জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি কোনটি?
A
কার্টাগেনা প্রটোকল
B
কিয়েটো প্রটোকল
C
বাসেল কনভেনশন
D
নাগোয়া প্রটোকল
উত্তরের বিবরণ
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the
Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
উল্লেখ্য:
- কিয়েটো প্রটোকল-গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
- নাগোয়া প্রটোকল বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল।

0
Updated: 11 hours ago
COMESA কোন ধরণের সংগঠন?
Created: 2 days ago
A
সামরিক জোট
B
সাংস্কৃতিক জোট
C
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
D
মানবাধিকার সংগঠন
COMESA হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল, যা অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে।
-
পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa
-
প্রকার: আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
-
সদস্য দেশ সংখ্যা: ২১টি দেশ
-
পূর্বসূরি সংগঠন: Preferential Trade Area (PTA), প্রতিষ্ঠিত ১৯৮১ সালে
-
COMESA প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে
-
সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া
-
উদ্দেশ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি বৃদ্ধি ও সামষ্টিক উন্নয়ন
উৎস:

0
Updated: 2 days ago
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কোন দুইটি দেশের মাঝে বিরোধ রয়েছে?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
B
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
C
জার্মানি ও পোল্যান্ড
D
রাশিয়া ও চীন
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (Falkland Islands)
-
বিকল্প নাম: মালভিনাস দ্বীপপুঞ্জ
-
অবস্থান: দক্ষিণ আটলান্টিক মহাসাগর
-
রাজনৈতিক অবস্থা: যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল
-
বিরোধ: মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ
-
ফকল্যান্ড যুদ্ধ (1982):
-
২ এপ্রিল, ১৯৮২: আর্জেন্টিনার সামরিক সরকার আক্রমণ
-
১০ সপ্তাহের যুদ্ধ শেষে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণ
-
ব্রিটিশ বাহিনী দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
২০২৫ সালে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বসবাসযোগ্য শীর্ষ শহর কোনটি? (আগস্ট, ২০২৫)
Created: 2 weeks ago
A
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
B
জুরিখ, সুইজারল্যান্ড
C
ভিয়েনা, অস্ট্রিয়া
D
কোপেনহেগেন, ডেনমার্ক
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রতিবছরের মতো এবারও বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় পাঁচটি মূল মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরকে মূল্যায়ন করা হয়।
-
মূল্যায়নের মানদণ্ডগুলো হলো– স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো
-
১৬ জুন ২০২৫ তারিখে ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে
-
তালিকার শীর্ষ শহরগুলো হলো:
-
কোপেনহেগেন, ডেনমার্ক
-
ভিয়েনা, অস্ট্রিয়া
-
জুরিখ, সুইজারল্যান্ড
-
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
-
জেনেভা, সুইজারল্যান্ড
-
-
বাংলাদেশের অবস্থান তালিকায় ১৭১তম
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago