হামাস কোন দেশের গেরিলা সংগঠন?
A
সিরিয়া
B
ফিলিস্তিন
C
মিশর
D
লেবানন
উত্তরের বিবরণ
হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত
হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- এর সামরিক শাখার নাম ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড (Izz ad-Din
al-Qassam Brigades)।
- এর নামকরণ করা হয়েছে ফিলিস্তিনের
এক ঐতিহাসিক প্রতিরোধ নেতা ইজ্জাদিন আল-কাসাম-এর নামে।
- এই শাখাটি হামাসের সশস্ত্র কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব পালন
করে, যেমন রকেট হামলা,
অপহরণ, এবং অন্যান্য সামরিক
কার্যক্রম।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে
১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন
আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক
বিজয় লাভ করে।

0
Updated: 11 hours ago
ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ সম্পর্কিত প্রটোকল কোনটি?
Created: 1 month ago
A
কিয়েটো প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কার্টাগেনা প্রটোকল
D
মন্ট্রিল প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
-
বিষয়: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ
-
গৃহীত: ১৯৮৭, মন্ট্রিয়াল, কানাডা
-
কার্যকর: ১৯৮৯
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৬টি, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত
-
বাংলাদেশ সমর্থন: ১৯৯০
অন্যান্য প্রটোকল ও চুক্তি:
-
কিয়োটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ
-
কার্টাজেনা প্রোটোকল: জৈব নিরাপত্তা সম্পর্কিত
-
নাগোয়া প্রটোকল: বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ
উৎস: UNEP ওয়েবসাইট

0
Updated: 1 month ago
নিম্নের কোনটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কাজ করে?
Created: 3 days ago
A
UNFCC
B
UNEP
C
UNDB
D
UNDP
UNEP বা United Nations Environment Programme হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মধ্যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগকে স্বীকৃতি দেয়।
-
পূর্ণরূপ: United Nations Environment Programme
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ জুন, ১৯৭২
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
-
সদস্য রাষ্ট্র: ১৯৩টি
-
মূল কার্যক্রম: পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগকে পুরস্কৃত করা

0
Updated: 3 days ago
যুক্তরাজ্যে আইনসভার নিম্নকক্ষের নাম-
Created: 2 days ago
A
হাউস অব কমন্স
B
সিনেট
C
হাউস অব লর্ডস
D
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
যুক্তরাজ্যের পার্লামেন্ট:
- যুক্তরাজ্যের পালামেন্ট দুই কক্ষবিশিষ্ট।
- উচ্চকক্ষ হলো হাউস অব লর্ডস।
- হাউজ অব লর্ডস ৭৯৩ জন সদস্য।
- এবং নিম্নকক্ষ হলো হাউস অব কমন্স।
- হাউস অব কমন্সের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্যে নির্বাচিত হয়।
- এর আসন সংখ্যা ৬৫০টি।
অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস।
-হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৪৩৫ জন সদস্য।
- সিনেট উচ্চ কক্ষ।
- সিনেট (৫০*২ = ১০০ জন) সদস্য।

0
Updated: 2 days ago