হামাস কোন দেশের গেরিলা সংগঠন?
A
সিরিয়া
B
ফিলিস্তিন
C
মিশর
D
লেবানন
উত্তরের বিবরণ
হামাস হলো ফিলিস্তিনের একটি গেরিলা ও রাজনৈতিক সংগঠন, যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ও প্রতিরোধ আন্দোলনে সক্রিয়।
হামাস সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ
-
প্রতিষ্ঠিত: ১৯৮৭, প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিন
-
সামরিক শাখা: ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড (Izz ad-Din al-Qassam Brigades)
-
নামকরণ: ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতিরোধ নেতা ইজ্জাদিন আল-কাসাম এর নামে
-
কার্যক্রম: রকেট হামলা, অপহরণ ও অন্যান্য সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা
-
-
রাজনৈতিক অবস্থান:
-
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের ১৯৯৩ সালের শান্তি চুক্তি এর বিরোধিতা
-
২০০৬ সালে ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচন এ অংশগ্রহণ করে ফাতাহ-এর বিরুদ্ধে বিজয় লাভ
-
0
Updated: 1 month ago
চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Created: 2 days ago
A
১৯৫৯
B
১৯৬০
C
১৯৬২
D
১৯৬৩
চীন ও ভারতের মধ্যে যুদ্ধটি ঘটে ১৯৬২ সালে। এর মূল কারণ ছিল হিমালয় অঞ্চলের সীমান্তসংক্রান্ত বিরোধ। দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে দীর্ঘদিনের মতভেদ ছিল—বিশেষ করে অরুণাচল প্রদেশ (তৎকালীন নে ফা) এবং আকসাই চিন এলাকায়। সীমান্ত উত্তেজনা ক্রমে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সে সময় ভারত যথেষ্ট প্রস্তুত ছিল না, ফলে চীনা বাহিনী দ্রুত অগ্রসর হয়। প্রায় এক মাস যুদ্ধ চলার পর চীন একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং তাদের সেনা প্রত্যাহার করে নেয়।
0
Updated: 2 days ago
কোন চুক্তির মাধ্যমে Thirty years' war শেষ হয়েছিল?
Created: 1 month ago
A
ভার্সাই চুক্তি
B
লুজান চুক্তি
C
প্যারিস চুক্তি
D
ওয়েস্টফেলিয়া চুক্তি
ত্রিশ বছরের যুদ্ধ ছিল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের সিরিজ, যা ধর্মীয়, রাজবংশীয়, আঞ্চলিক এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতাসহ নানা কারণে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে সংঘটিত হয়।
-
যুদ্ধের ধ্বংসাত্মক অভিযান ইউরোপের বেশিরভাগ অংশ জুড়ে ছড়িয়ে পড়েছিল।
-
যুদ্ধ শেষ হয় ১৬৪৮ সালে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে, যা ইউরোপের মানচিত্রকে অপরিবর্তনীয়ভাবে পরিবর্তন করে।
ওয়েস্টফেলিয়া চুক্তি:
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৬৪৮ সালে, স্থান: ওয়েস্টফেলিয়া, জার্মানি।
-
স্বাক্ষরিত হয় প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে।
-
চুক্তির মাধ্যমে পবিত্র রোমান সাম্রাজ্যের ত্রিশ বছরের যুদ্ধ এবং স্পেন ও ডাচ প্রজাতন্ত্রের মধ্যে আশি বছরের যুদ্ধের অবসান ঘটে।
-
এটি ইউরোপের আর্থ-সামাজিক, ধর্ম এবং রাজনৈতিক পরিস্থিতি পুনঃসংগঠিত করার ভিত্তি স্থাপন করে।
0
Updated: 1 month ago
উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি ৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
Created: 3 days ago
A
১০৫
B
১১৫
C
১২৫
D
১৩৪
উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক জোট জি-৭৭ (G-77) বর্তমানে ১৩৪টি দেশ নিয়ে গঠিত। যদিও এর নামকরণ করা হয়েছিল যখন সদস্য দেশ ছিল মাত্র ৭৭টি, পরবর্তীতে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩৪-এ পৌঁছেছে। এর সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান, এবং সংগঠনটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 3 days ago