'পালাউ' কোন মহাদেশে অবস্থিত?
A
এশিয়া
B
দক্ষিণ আমেরিকা
C
ইউরোপ
D
ওশেনিয়া
উত্তরের বিবরণ
পালাউ আনুষ্ঠানিকভাবে পালাউ প্রজাতন্ত্র, এটি একটি দ্বীপ দেশ এবং ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
পালাউ সম্পর্কিত তথ্য:
-
আয়তন: ১৮৯ বর্গ মাইল (৪৯০ বর্গ কিমি)
-
রাজধানী: মেলেকোক
-
সরকারী ভাষা: পালাউয়ান, ইংরেজি
-
ধর্ম: খ্রিস্টান ধর্ম, প্রধানত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: মার্কিন ডলার
0
Updated: 1 month ago
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
মালয়েশিয়া
B
ফিলিপাইন
C
শ্রীলংকা
D
ব্রুনাই
ASEAN (Association of Southeast Asian Nations)
-
প্রকার ও অঞ্চল:
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট
-
লক্ষ্য: আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭
-
স্থান: ব্যাংকক, থাইল্যান্ড (Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে)
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি — থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ১০টি (আগস্ট, ২০২৫)
-
নতুন সদস্য দেশ: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)
-
উল্লেখ্য: শ্রীলঙ্কা ASEAN-এর সদস্য নয়
-
উৎস: ASEAN ওয়েবসাইট
0
Updated: 2 months ago
নেপালের সর্বশেষ রাজা ছিলেন—
Created: 2 months ago
A
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
B
মহেন্দ্র বীর বিক্রম শাহ
C
বীরেন্দ্র বীর বিক্রম শাহ
D
পৃথ্বী নারায়ণ শাহ
নেপালের রাজতন্ত্র সম্পর্কিত তথ্য
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
-
শাসনকাল: ২০০১–২০০৮ (রাজতন্ত্র বিলুপ্ত হওয়া পর্যন্ত)
-
রাজধানী: কাঠমান্ডু
-
মুদ্রা: নেপালি রুপি
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
প্রথম রাজা: পৃথ্বী নারায়ণ শাহ (১৭৬৮ সালে কাঠমান্ডু জয় ও ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠা)
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago
'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
Created: 1 month ago
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago