'পালাউ' কোন মহাদেশে অবস্থিত?
A
এশিয়া
B
দক্ষিণ আমেরিকা
C
ইউরোপ
D
ওশেনিয়া
উত্তরের বিবরণ
পালাউ:
- আনুষ্ঠানিকভাবে পালাউ প্রজাতন্ত্র, দ্বীপ দেশ।
- 'পালাউ' দেশটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
- আয়তন: ১৮৯ বর্গ মাইল
(৪৯০ বর্গ কিমি)।
- রাজধানী: মেলেকোক।
- ভাষা: পালাউয়ান, ইংরেজি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টান ধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক।
- মুদ্রা: মার্কিন ডলার।

0
Updated: 11 hours ago
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
নেদারল্যান্ড
D
কানাডা
স্কটল্যান্ড ইয়ার্ড
-
সংজ্ঞা: লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম
-
অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠা: ১৮২৯
-
উদ্যোক্তা: রবার্ট পিল (তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী)
-
প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস, লন্ডন
-
নামকরণের উৎস: অফিসের অবস্থানের স্থানীয় নাম থেকে
-
বর্তমান নাম: New Scotland Yard
মূল কার্যাবলী:
-
অপরাধ তদন্ত: খুন, চুরি, জালিয়াতি, সন্ত্রাসবাদ ইত্যাদি
-
ক্রিমিনাল ইন্টেলিজেন্স: গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
-
ফরেনসিক সার্ভিস: অপরাধস্থলে বৈজ্ঞানিক প্রমাণ বিশ্লেষণ
-
জননিরাপত্তা রক্ষা: লন্ডনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা
-
সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ
উৎস: Britannica

0
Updated: 1 month ago
জেনেভা কনভেনশনে কয়টি প্রটোকল রয়েছে?
Created: 1 week ago
A
৪টি
B
৩টি
C
২টি
D
৫টি
জেনেভা কনভেনশন হলো যুদ্ধের বর্বরতাকে সীমিত করার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণের নীতিমালা নির্ধারণ করে।
-
জেনেভা কনভেনশন চারটি আনুষ্ঠানিক চুক্তি এবং তিনটি অতিরিক্ত প্রটোকল নিয়ে গঠিত।
-
প্রটোকল-১: আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা নিশ্চিত করে।
-
প্রটোকল-২: অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা সম্পর্কিত।
-
প্রটোকল-৩: একটি অতিরিক্ত স্বতন্ত্র প্রতীক, রেড ক্রিস্টাল গ্রহণের সঙ্গে সম্পর্কিত।
উৎস:

0
Updated: 1 week ago
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
Created: 2 days ago
A
ফিনল্যান্ড
B
যুক্তরাজ্য
C
নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া
নারী ভোটাধিকার পাওয়া দেশ:
- নিউজিল্যান্ড ১৮৯৩ সালে নারীরা ভোট দেয়।
- বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দেওয়ার অধিকার পায়।
- তবে, তারা প্রার্থী হওয়ার
(elected) সুযোগ পায় বহু বছর পরে– ১৯১৯ সালে।
অন্যদিকে,
- অস্ট্রেলিয়া ১৯০২ সালে ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের অধিকার পায়।
তবে, আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
• অন্যান্য দেশে নারীর ভোটাধিকার:
- ফিনল্যান্ড: ১৯০৬ সাল,
- যুক্তরাজ্য: ১৯১৮ (সীমিত), ১৯২৮ (সম্পূর্ণ),
- যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে।

0
Updated: 2 days ago