২০২৫ সালের অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
A
দ্য ব্রুটালিস্ট
B
ডিউন: পার্ট টু
C
অ্যানোরা
D
কনক্লেভ
উত্তরের বিবরণ
অস্কার
পুরস্কার ২০২৫:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি
থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২
মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭
তম আসর।
• সেরা
সিনেমা: অ্যানোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া
পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল
(এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল
হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

0
Updated: 11 hours ago
'ওডার-নেইস লাইন' লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমানা?
Created: 11 hours ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
ইসরাইল ও সিরিয়া
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
পর্তুগাল ও স্পেন
বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

0
Updated: 11 hours ago
জাতিসংঘ কোন সালকে 'আন্তর্জাতিক সমবায় বর্ষ' হিসেবে ঘোষণা করেন?
Created: 1 week ago
A
২০২৫ সাল
B
২০২৬ সাল
C
২০২৭ সাল
D
২০২৮ সাল
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ -
• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).
• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).
• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

0
Updated: 1 week ago
সুন্দা প্রণালী কোন দুটি সমুদ্র বা সাগরকে যুক্ত করে?
Created: 1 month ago
A
ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ভারত মহাসাগর ও জাভা সাগর
C
জাভা সাগর ও চীন সাগর
D
আরব সাগর ও দক্ষিণ চীন সাগর
সুন্দা প্রণালী
-
সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে।
-
এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে।
-
সুন্দা প্রণালী ছাড়া আরও একটি প্রণালী, মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
-
সুন্দা প্রণালীর সর্বনিম্ন প্রস্থ প্রায় ২৪ কি.মি এবং সর্বনিম্ন গভীরতা প্রায় ২০ মিটার।
অন্যান্য প্রণালী
-
পক প্রণালী: ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
-
ফরমোজা প্রণালী: প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে।
-
জিব্রাল্টার প্রণালী: ভূমধ্যসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে।
উৎস: WorldAtlas

0
Updated: 1 month ago