'UNWTO' জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কত সালে?
A
২০০০ সালে
B
২০০৩ সালে
C
২০০৬ সালে
D
২০০৮ সালে
উত্তরের বিবরণ
UNWTO (United Nations World Tourism Organization) হলো জাতিসংঘের পর্যটন বিষয়ক বিশেষ সংস্থা।
UNWTO সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে, সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা প্রাপ্ত: ২০০৩ সালে
-
বর্তমান সদস্য: ১৬০টি দেশ (সেপ্টেম্বর, ২০২৫)
-
কার্যক্রম: পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করা
-
বিশেষ দিন: বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর
0
Updated: 1 month ago
’শাখালিন দ্বীপপুঞ্জ’ নিয়ে কোন দুই দেশের বিরোধ রয়েছে?
Created: 1 month ago
A
চীন – জাপান
B
রাশিয়া – জাপান
C
রাশিয়া – চীন
D
যুক্তরাজ্য – আর্জেন্টিনা
বিরোধপূর্ণ দ্বীপ ও দ্বীপপুঞ্জসমূহ:
| দ্বীপ / দ্বীপপুঞ্জ | বিরোধপূর্ণ দেশসমূহ |
|---|---|
| সেনকাকু দ্বীপ | চীন – জাপান |
| আবু মুসা দ্বীপ | ইরান – সংযুক্ত আরব আমিরাত |
| পেরেজিল দ্বীপ | মরক্কো – স্পেন |
| শাখালিন দ্বীপপুঞ্জ | রাশিয়া – জাপান |
| স্প্রাটলি দ্বীপপুঞ্জ | চীন – তাইওয়ান – ফিলিপাইন – মালয়েশিয়া – ভিয়েতনাম |
| ফকল্যান্ড দ্বীপপুঞ্জ | যুক্তরাজ্য – আর্জেন্টিনা |
| কুরিল দ্বীপপুঞ্জ | রাশিয়া – জাপান |
0
Updated: 1 month ago
কোন যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?
Created: 1 month ago
A
ভিয়েতনাম যুদ্ধ
B
কোরীয় যুদ্ধ
C
পাক-ভারত যুদ্ধ
D
ইজরাইল- ফিলিস্তিন
কোরীয় যুদ্ধ শীতল যুদ্ধকালীন এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা কোরীয় উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে স্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এতে একদিকে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনপ্রাপ্ত উত্তর কোরিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধকাল: ১৯৫০ থেকে ১৯৫৩ সাল।
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত)
-
-
জাতিসংঘের ভূমিকা:
-
৩ নভেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ “Uniting for Peace” প্রস্তাব গ্রহণ করে, যা শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
-
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
0
Updated: 1 month ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 2 months ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট
0
Updated: 2 months ago