'UNWTO' জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কত সালে?
A
২০০০ সালে
B
২০০৩ সালে
C
২০০৬ সালে
D
২০০৮ সালে
উত্তরের বিবরণ
UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations
World Tourism Organization.
- পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড
চালু করেছে UNWTO।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়-
২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে
প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬
সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ,
স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে - ২০০৩ সালে।
- বর্তমান সদস্য - ১৬০ টি। (সেপ্টেম্বর,
২০২৫)

0
Updated: 11 hours ago
G20 বিশ্বের মোট জিডিপির কত শতাংশের প্রতিনিধিত্ব করে?[ আগস্ট, ২০২৫]
Created: 2 days ago
A
৭৫%
B
৬০%
C
৮৫%
D
৯০%
G-20 হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম, যা বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এটি বৈশ্বিক মোট জিডিপির (GDP) ৮৫% এবং আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫%-এর বেশি প্রতিনিধিত্ব করে।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৯
-
ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
-
মোট সদস্য সংখ্যা: ২১টি
-
১৯টি দেশ: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
-
২টি সংস্থা: ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন (২১তম সদস্য)
-
-
সদস্য নয়: সুইজারল্যান্ড
উৎস:

0
Updated: 2 days ago
লিবিয়ার রাজধানীর নাম কী?
Created: 1 month ago
A
সাবহা
B
বেনগাজি
C
আল-বায়দা
D
ত্রিপোলি
লিবিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
লিবিয়া উত্তর আফ্রিকাতে অবস্থিত।
-
আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: ত্রিপোলি
-
ভাষা: আরবি (সরকারি); এছাড়াও ইতালীয় ও ইংরেজি
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: ইসলাম (সুন্নি); এছাড়াও খ্রিস্টধর্ম
-
মুদ্রা: লিবিয়ান দিনার
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
টেসলা কোন কোন ধরনের প্রতিষ্ঠান?
Created: 1 month ago
A
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান
B
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
C
বৈদ্যুতিক গাড়ি ও শক্তি প্রযুক্তি কোম্পানি
D
ই-কমার্স প্রতিষ্ঠান
টেসলা (Tesla)
-
প্রকার: আমেরিকান প্রতিষ্ঠান
-
উদ্দেশ্য: বৈদ্যুতিক যান এবং পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক প্রযুক্তি
-
সদর দপ্তর: অস্টিন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
-
পূর্ববর্তী সদর দপ্তর: ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
উৎস: Tesla ওয়েবসাইট

0
Updated: 1 month ago