'বি-২' কোন দেশের তৈরী অত্যাধুনিক স্ট্র্যাটেজিক স্টেলথ বোমারু বিমান?
A
রাশিয়া
B
ইসরায়েল
C
চীন
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
বি-২ হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক স্ট্র্যাটেজিক স্টেলথ বোমারু বিমান, যা গোপনীয়তা ও উচ্চ প্রতিরোধভেদী আক্রমণে সক্ষম।
-
বৃটিশ নাম/ধরণ: বি-২ একটি স্ট্র্যাটেজিক স্টেলথ বোমারু বিমান।
-
ক্ষমতা: এটি নিউক্লিয়ার ও প্রচলিত — উভয় ধরনের অস্ত্র বহন করতে সক্ষম।
-
প্রতিরক্ষা অতিক্রম দক্ষতা: শত্রুর বিস্তৃত ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করার ক্ষমতা রাখে।
-
নকশা ও উপকরণ: এর ফ্লাইং-উইং কাঠামো, কম্পোজিট উপাদান ও বিশেষ স্টেলথ কোটিং একসাথে রাডার, তাপ, শব্দ ও বৈদ্যুতিক সিগনেচার হ্রাস করে, ফলে এটি দ্রুত ও অপ্রতিরোধ্য আঘাত করার উপযোগী।
-
রেঞ্জ: বি-২-এর অপরিবর্তিত রেঞ্জ প্রায় ৬,০০০ নটিকাল মাইল।
-
বোমাবহন ক্ষমতা: প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার-বিধ্বংসী বোমা বহন করতে সক্ষম; প্রতিটি বোমার ওজন ৩০,০০০ পাউন্ড।
0
Updated: 1 month ago
মিউনিখ নিরাপত্তা সম্মেলন -২০২৫ কত তম সম্মেলন?[আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৫৯ তম
B
৬০ তম
C
৬১ তম
D
৬২ তম
মিউনিখ নিরাপত্তা সম্মেলন হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন, যা মূলত নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আয়োজিত হয়।
-
প্রতিষ্ঠা: ১৯৬৩
-
আয়োজনের সময়: প্রতিবছর ফেব্রুয়ারি মাসে
-
স্থান: মিউনিখ, জার্মানি
-
সাম্প্রতিক সম্মেলন: ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন, ১৪–১৬ ফেব্রুয়ারি, ২০২৫
-
অংশগ্রহণকারীরা: রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠন, পেশাজীবী, একাডেমিশিয়ান ও বিশেষজ্ঞরা
-
আলোচ্য বিষয়: বৈশ্বিক নিরাপত্তা নীতি, চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতা
0
Updated: 1 month ago
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কোন দুইটি দেশের মাঝে বিরোধ রয়েছে?
Created: 2 months ago
A
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
B
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
C
জার্মানি ও পোল্যান্ড
D
রাশিয়া ও চীন
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (Falkland Islands)
-
বিকল্প নাম: মালভিনাস দ্বীপপুঞ্জ
-
অবস্থান: দক্ষিণ আটলান্টিক মহাসাগর
-
রাজনৈতিক অবস্থা: যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল
-
বিরোধ: মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ
-
ফকল্যান্ড যুদ্ধ (1982):
-
২ এপ্রিল, ১৯৮২: আর্জেন্টিনার সামরিক সরকার আক্রমণ
-
১০ সপ্তাহের যুদ্ধ শেষে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণ
-
ব্রিটিশ বাহিনী দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়
-
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
লায়ন ক্লাবস ইন্টারনন্যাশনালের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
পল পি. হ্যারিস
B
মেলভিন জোন্স
C
মাসাতো কান্দা
D
রবার্ট ব্যাডেন-পাওয়েল
Lions Clubs International হলো বিশ্বের বৃহত্তম মানবসেবামূলক সংগঠন, যা সমাজসেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে আসছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ৭ জুন, ১৯১৭
-
প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স (Melvin Jones)
-
প্রথম ক্লাব: Chicago, Illinois, USA
-
প্রধান কার্যালয়: Oak Brook, Illinois, United States
-
প্রধান ভাষা: ইংরেজি (তবে প্রতিটি দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)
উদ্দেশ্য ও লক্ষ্য
-
মানবসেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন
-
দৃষ্টিশক্তি রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, শিশু ও বৃদ্ধদের কল্যাণে কাজ করা
-
মূল মন্ত্র: "We Serve" (আমরা সেবা করি)
-
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সেবা প্রদান
-
সামাজিক নেতৃত্ব, নৈতিকতা ও সম্প্রদায়ে সহযোগিতা বৃদ্ধি
বিশেষ তথ্য
-
বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪০,০০০-এর বেশি ক্লাব রয়েছে
-
২০ মিলিয়নেরও বেশি সদস্য সক্রিয়ভাবে কাজ করছে
-
Lions Clubs Sights First প্রোগ্রাম দৃষ্টিশক্তি রক্ষা ও চোখের স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে
-
Lions Clubs বহুবার আন্তর্জাতিক ও জাতীয় স্তরে মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রকল্পে নেতৃত্ব দিয়েছে
উৎস:
0
Updated: 1 month ago